ETV Bharat / state

গুজরাত বাংলাকে শাসন করবে না : মমতা - BJP-কে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের

আজ 21 জুলাইয়ের ভার্চুয়াল সভা থেকে মমতার বার্তা, ''বহিরাগতরা নয় । বাংলার লোক বাংলা চালাবে ।''

মমতা
মমতা
author img

By

Published : Jul 21, 2020, 3:04 PM IST

Updated : Jul 21, 2020, 3:42 PM IST

কলকাতা, 21 জুলাই : কোরোনা পরিস্থিতি, আমফান আর গেরুয়া শিবিরের তরফে আনা একের পর এক অভিযোগ । বারবার অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস । ইতিমধ্যেই একাধিক জল্পনা তৈরি হয়েছে একুশের নির্বাচনকে কেন্দ্র করে । বিরোধীরা একরকম তৃণমূল পতনের ইঙ্গিতও দিয়েছেন । কিন্তু তিনি সহজে হার মানবেন না । আজ একুশের সভা থেকে সেই আত্মবিশ্বাসই যেন আরও দৃঢ় হয়ে উঠল । মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা, "বহিরাগতরা নয় । বাংলার লোক বাংলা চালাবে ।" এ যেন পরোক্ষভাবে BJP-কে সতর্কবার্তা ।

পরিবর্তিত পরিস্থিতিতে এবার ধর্মতলার চেনা ছবি দেখা যায়নি । আয়োজন করা হয়েছে ভার্চুয়াল সভার ৷ তবে আজকের সভা থেকেই যেন আগামী নির্বাচনের রূপরেখা তৈরি করে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তৃণমূল সুপ্রিমোর স্পষ্ট বক্তব্য, "BJP তুচ্ছ রাজনৈতিক দল । টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করে । রাজস্থানে, কর্নাটকে, মধ্যপ্রদেশে টাকা দিয়ে সরকার ভাঙা চলছে । বাংলায় চক্রান্ত চলছে । মনে রাখবেন আপনারা লড়াই করে 35 বছরের CPI(M) সরকারকে সরিয়েছেন । BJP কেও সরাতে পারবেন । তাই বহিরাগতরা নয়, বাংলার লোক বাংলা চালাবে ৷"

BJP-কে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "BJP যা করছে তাতে রাজনীতি একটা নোংরা খেলায় পরিণত হয়েছে । কোনও নির্বাচন কমিশন নেই । কোনও নিয়ম নেই । সব রাজ্যে শুধু শাসন চালাতে চায় BJP । যেন ওয়ান নেশন ওয়ান পলিটিক্যাল পার্টি । ওদের ভুল করলে সব যাবে । জীবন-জীবিকা সব যাবে । "

বাংলায় আগামী দিনেও শাসন চালাবে তৃণমূল সরকার । এমনই বিশ্বাস মমতার । তিনি বলেন, "তৃণমূলই একমাত্র জায়গা । এখানে শোষণ নেই, শাসনের জায়গা আছে । 2021 সালেও সরকার গড়বে তৃণমূল কংগ্রেস । একুশের ভোটে BJP-র জামানত বাজেয়াপ্ত । তাই কেউ টাকার লোভে BJP-কে ভোট দেবেন না । মনে রাখবেন আহত বাঘ আরও ভয়ঙ্কর । তাই চক্রান্ত করে আর লাভ হবে না । BJP-র কোনও চক্রান্ত বরদাস্ত করা হবে না । কেউ কেউ রাতে ফোন করে বলছে BJP-তে যোগ দিলে MLA বানিয়ে দেব । এক অদ্ভুত অবিশ্বাস্য দল । আমরা দুঃখিত এরা দেশ শাসন করছে । রাজনীতি, অর্থনীতি, গণতন্ত্র সব শেষ করে দিয়েছে ।"

কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, গতিধারা, সমব্যথী-সহ একাধিক প্রকল্পের খতিয়ান তুলে ধরে বাংলার মানুষের প্রতি মমতার বার্তা, একমাত্র তৃণমূল সরকারই এভাবে উন্নয়নের কাজ করতে পারে । এবং ভবিষ্যতেও করবে । মমতা জানান, শুধু আগামী বছর 21 জুন পর্যন্ত নয় ৷ তৃণমূল ক্ষমতায় থাকলে সারাজীবন বিনামূল্যে রেশন, পড়াশোনা ও চিকিৎসা পাবে রাজ্যবাসী ৷

আজকের সভা থেকেই যেন একুশের নির্বাচনে ফিরে আসার বার্তা দিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর বিশ্বাস বাংলার মানুষ BJP -কে ক্ষমতায় আনার ভুল করবেন না । বাংলার সামগ্রিক উন্নয়নের জন্য আবার তৃণমূলকেই ফেরাতে হবে ।

কলকাতা, 21 জুলাই : কোরোনা পরিস্থিতি, আমফান আর গেরুয়া শিবিরের তরফে আনা একের পর এক অভিযোগ । বারবার অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস । ইতিমধ্যেই একাধিক জল্পনা তৈরি হয়েছে একুশের নির্বাচনকে কেন্দ্র করে । বিরোধীরা একরকম তৃণমূল পতনের ইঙ্গিতও দিয়েছেন । কিন্তু তিনি সহজে হার মানবেন না । আজ একুশের সভা থেকে সেই আত্মবিশ্বাসই যেন আরও দৃঢ় হয়ে উঠল । মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা, "বহিরাগতরা নয় । বাংলার লোক বাংলা চালাবে ।" এ যেন পরোক্ষভাবে BJP-কে সতর্কবার্তা ।

পরিবর্তিত পরিস্থিতিতে এবার ধর্মতলার চেনা ছবি দেখা যায়নি । আয়োজন করা হয়েছে ভার্চুয়াল সভার ৷ তবে আজকের সভা থেকেই যেন আগামী নির্বাচনের রূপরেখা তৈরি করে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তৃণমূল সুপ্রিমোর স্পষ্ট বক্তব্য, "BJP তুচ্ছ রাজনৈতিক দল । টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করে । রাজস্থানে, কর্নাটকে, মধ্যপ্রদেশে টাকা দিয়ে সরকার ভাঙা চলছে । বাংলায় চক্রান্ত চলছে । মনে রাখবেন আপনারা লড়াই করে 35 বছরের CPI(M) সরকারকে সরিয়েছেন । BJP কেও সরাতে পারবেন । তাই বহিরাগতরা নয়, বাংলার লোক বাংলা চালাবে ৷"

BJP-কে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "BJP যা করছে তাতে রাজনীতি একটা নোংরা খেলায় পরিণত হয়েছে । কোনও নির্বাচন কমিশন নেই । কোনও নিয়ম নেই । সব রাজ্যে শুধু শাসন চালাতে চায় BJP । যেন ওয়ান নেশন ওয়ান পলিটিক্যাল পার্টি । ওদের ভুল করলে সব যাবে । জীবন-জীবিকা সব যাবে । "

বাংলায় আগামী দিনেও শাসন চালাবে তৃণমূল সরকার । এমনই বিশ্বাস মমতার । তিনি বলেন, "তৃণমূলই একমাত্র জায়গা । এখানে শোষণ নেই, শাসনের জায়গা আছে । 2021 সালেও সরকার গড়বে তৃণমূল কংগ্রেস । একুশের ভোটে BJP-র জামানত বাজেয়াপ্ত । তাই কেউ টাকার লোভে BJP-কে ভোট দেবেন না । মনে রাখবেন আহত বাঘ আরও ভয়ঙ্কর । তাই চক্রান্ত করে আর লাভ হবে না । BJP-র কোনও চক্রান্ত বরদাস্ত করা হবে না । কেউ কেউ রাতে ফোন করে বলছে BJP-তে যোগ দিলে MLA বানিয়ে দেব । এক অদ্ভুত অবিশ্বাস্য দল । আমরা দুঃখিত এরা দেশ শাসন করছে । রাজনীতি, অর্থনীতি, গণতন্ত্র সব শেষ করে দিয়েছে ।"

কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, গতিধারা, সমব্যথী-সহ একাধিক প্রকল্পের খতিয়ান তুলে ধরে বাংলার মানুষের প্রতি মমতার বার্তা, একমাত্র তৃণমূল সরকারই এভাবে উন্নয়নের কাজ করতে পারে । এবং ভবিষ্যতেও করবে । মমতা জানান, শুধু আগামী বছর 21 জুন পর্যন্ত নয় ৷ তৃণমূল ক্ষমতায় থাকলে সারাজীবন বিনামূল্যে রেশন, পড়াশোনা ও চিকিৎসা পাবে রাজ্যবাসী ৷

আজকের সভা থেকেই যেন একুশের নির্বাচনে ফিরে আসার বার্তা দিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর বিশ্বাস বাংলার মানুষ BJP -কে ক্ষমতায় আনার ভুল করবেন না । বাংলার সামগ্রিক উন্নয়নের জন্য আবার তৃণমূলকেই ফেরাতে হবে ।

Last Updated : Jul 21, 2020, 3:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.