ETV Bharat / state

কেউ প্যারাসুটে নামেনি, লিফটেও উপরে ওঠেনি ; শুভেন্দুকে জবাব ফিরহাদের

author img

By

Published : Oct 31, 2020, 9:37 PM IST

Updated : Oct 31, 2020, 9:43 PM IST

শুভেন্দু অধিকারীর নাম না করে ফিরহাদ হাকিম বলেন, "আমরা কেউই প্যারাসুট থেকে নামিনি । আর লিফটে করেও উপরে উঠিনি । আমিও রাজনীতিতে লিফটে করে উপরে উঠিনি ।"

Firhad Hakim
ফিরহাদ হাকিম

কলকাতা, 31 অক্টোবর : নাম না করেই রাজ্যের পরিবহন ও সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারীকে জবাব দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক ফিরহাদ হাকিম । আজ শুভেন্দু অধিকারী বলেন, "আমি প্যারাসুটে নামিনি , লিফটে করেও উঠিনি ।" নন্দীগ্রামে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে এমনই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী । এদিনের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে তৃণমূলের চিহ্ন ও পতাকাবিহীন অনুষ্ঠান যথেষ্টই ইঙ্গিতপূর্ণ ছিল । সেখানে শুভেন্দু বলেন, "ছোটোলোকদের দিয়ে বাজে কথা বলিয়ে ভেবেছে আমি উত্তর দেব আমি ওই লেভেলে নিচে নামতে পারব না ।"

শুভেন্দু অধিকারী এই মন্তব্যের 24 ঘণ্টার মধ্যেই জবাবে রাজ্যের পৌর ও নগর উন্নয়নমন্ত্রী তথা তৃণমূলের সাধারণ সম্পাদক ফিরহাদ হাকিম বলেন, "আমরা কেউই প্যারাসুট থেকে নামিনি । আর লিফটে করেও উপরে উঠিনি । আমিও রাজনীতিতে লিফটে করে উপরে উঠিনি ।"

এদিন তিনি শুভেন্দু অধিকারীর নাম না করেই বলেন, "আমরা প্রত্যেকেই লড়াই করে সংগ্রামের মধ্যে দিয়ে আজ এই জায়গায় পৌঁছেছি । আমাদের পেছনে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো কাজ করে চলেছি । আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি সব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে । তাই আজ যে বাংলার মানুষ আমাদের চেনে তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের কৃতজ্ঞতা থাকা উচিত । তার কারণ আমরা প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আন্দোলন করেছি ।"

শুভেন্দুকে জবাব ফিরহাদের

এদিনের জনসভায় শুভেন্দু অধিকারী বলেন, "আমি 1995 সালে প্রথম ভোটে লড়ে অবিভক্ত কংগ্রেসের কাউন্সিলর হয়েছি । আমি সিঁড়ি ভেঙে লড়াই করে উপরে উঠেছি ।" এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ফিরহাদ হাকিম বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আন্দোলন করে আজ এই ক্ষমতায় এসেছি । কেউ প্যারাসুটে করে নেমে এসে এই শীর্ষস্থানে বসেনি । তৃণমূল কংগ্রেসকে এই জায়গায় পৌঁছাতে অনেক সংগ্রাম ও আন্দোলনের মধ্যে দিয়ে সিঁড়ি ভেঙে এই জায়গায় পৌঁছাতে হয়েছে ।" তাই এই ধরনের মন্তব্য ঠিক নয় বলে প্রতিক্রিয়ায় জানিয়েছেন তিনি ।

কলকাতা, 31 অক্টোবর : নাম না করেই রাজ্যের পরিবহন ও সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারীকে জবাব দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক ফিরহাদ হাকিম । আজ শুভেন্দু অধিকারী বলেন, "আমি প্যারাসুটে নামিনি , লিফটে করেও উঠিনি ।" নন্দীগ্রামে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে এমনই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী । এদিনের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে তৃণমূলের চিহ্ন ও পতাকাবিহীন অনুষ্ঠান যথেষ্টই ইঙ্গিতপূর্ণ ছিল । সেখানে শুভেন্দু বলেন, "ছোটোলোকদের দিয়ে বাজে কথা বলিয়ে ভেবেছে আমি উত্তর দেব আমি ওই লেভেলে নিচে নামতে পারব না ।"

শুভেন্দু অধিকারী এই মন্তব্যের 24 ঘণ্টার মধ্যেই জবাবে রাজ্যের পৌর ও নগর উন্নয়নমন্ত্রী তথা তৃণমূলের সাধারণ সম্পাদক ফিরহাদ হাকিম বলেন, "আমরা কেউই প্যারাসুট থেকে নামিনি । আর লিফটে করেও উপরে উঠিনি । আমিও রাজনীতিতে লিফটে করে উপরে উঠিনি ।"

এদিন তিনি শুভেন্দু অধিকারীর নাম না করেই বলেন, "আমরা প্রত্যেকেই লড়াই করে সংগ্রামের মধ্যে দিয়ে আজ এই জায়গায় পৌঁছেছি । আমাদের পেছনে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো কাজ করে চলেছি । আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি সব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে । তাই আজ যে বাংলার মানুষ আমাদের চেনে তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের কৃতজ্ঞতা থাকা উচিত । তার কারণ আমরা প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আন্দোলন করেছি ।"

শুভেন্দুকে জবাব ফিরহাদের

এদিনের জনসভায় শুভেন্দু অধিকারী বলেন, "আমি 1995 সালে প্রথম ভোটে লড়ে অবিভক্ত কংগ্রেসের কাউন্সিলর হয়েছি । আমি সিঁড়ি ভেঙে লড়াই করে উপরে উঠেছি ।" এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ফিরহাদ হাকিম বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আন্দোলন করে আজ এই ক্ষমতায় এসেছি । কেউ প্যারাসুটে করে নেমে এসে এই শীর্ষস্থানে বসেনি । তৃণমূল কংগ্রেসকে এই জায়গায় পৌঁছাতে অনেক সংগ্রাম ও আন্দোলনের মধ্যে দিয়ে সিঁড়ি ভেঙে এই জায়গায় পৌঁছাতে হয়েছে ।" তাই এই ধরনের মন্তব্য ঠিক নয় বলে প্রতিক্রিয়ায় জানিয়েছেন তিনি ।

Last Updated : Oct 31, 2020, 9:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.