কলকাতা, 21 নভেম্বর: এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital) থেকে বেডের অভাবে বাড়ি ফিরে গেলেন বছর 70'র বৃদ্ধা (No Bed in Govt Hospital) । আবারও রেফার করা রোগী হয়রানির স্বীকার (Patient harassment) হল কলকাতায় । সকাল থেকে শহরের তিনটি হাসপাতালে ঘুরেও মেলেনি বেড । রাত পর্যন্ত এসএসকেএম হাসপাতালের বাইরে পড়ে থাকেন বেহালার এই বাসিন্দা ।
তাঁর নাম মঞ্জু চক্রবর্তী । বয়স 70 বছর । শনিবার রাতে সেরিব্রাল অ্যাটাক হয় তাঁর । রবিবার সকালে এসএসকেএম হাসপাতালে এমার্জেন্সিতে নিয়ে আসে পরিবারের লোকজন । সেখান থেকে সিটি স্ক্যানের জন্য পাঠানো হয় । পরিবারের অভিযোগ সিটি স্ক্যান করার পরে হাসপাতালে তরফে জানানো হয় সেখানে পর্যাপ্ত বেড নেই ৷ তাই রোগী ভর্তি করা সম্ভব নয় । সেখান থেকে রোগীকে এনআরএস হাসপাতালে (NRS Hospital) পাঠানো হয় । কিন্তু সেখানেও বেড না-পাওয়ার অভিযোগ তোলে পরিবার ।
এমনকী সেখান থেকে রোগীকে মেডিক্যাল কলেজেও নিয়ে যায় তাঁর পরিবার । তবে সেখানেও মেলেনি সুরাহা । অবশেষে আবারও এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় মঞ্জুকে । গোটা রাত ও সোমবার সকাল পর্যন্ত এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ারের সামনে স্টেচারই পড়ে থাকেন বছর 70 এর রোগী । বেলা বাড়তে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তাঁকে । তারপর স্বাস্থ্যসাথী কার্ডের (Swasthya Sathi Card) সাহায্য বেহালার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ওই বৃদ্ধাকে (70 years old woman admitted in Private Hospital) ।
আরও পড়ুন: সরকারি হাসপাতালে পেল না বেড, বিনা চিকিৎসায় ফিরে গেল ক্যান্সার আক্রান্ত অঙ্গুরা
তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এসএসকেএম-এর এমার্জেন্সি বিভাগে নিয়ে আসা হলে একজন নার্স তাঁদের আটতলায় চলে যেতে বলেন । তারপর সিটি স্ক্যান হয় । পরে হাসপাতাল থেকে জানানো হয় বেড নেই । এরপর বিভিন্ন হাসপাতাল ঘুরেও বেড পাওয়া যায়নি । অবশেষে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । চিকিৎসক তাদের জানান, ওঁনার অনেকটা রক্ত ক্ষরণ হয়েছে । ফলে অবিলম্বে অপারেশন করা প্রয়োজন ।