ETV Bharat / state

বিজয়ন-ইয়েচুরিদের সঙ্গে এবার একমঞ্চে থাকবেন মমতার ‘বন্ধু’ নীতীশও - নীতীশ কুমার

Nitish Kumar: আগামী 17 জানুয়ারি জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ভবনের শিলান্যাস হবে ৷ সেই উপলক্ষ্যে এক আলোচনা সভাও হবে ৷ সেই অনুষ্ঠানে সিপিআইএম নেতাদের সঙ্গে থাকবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷

CPIM
CPIM
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 11, 2024, 12:31 PM IST

Updated : Jan 11, 2024, 1:53 PM IST

কলকাতা, 11 জানুয়ারি: লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে আসছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার । আসছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন । সেই দু'জনের সঙ্গে একই মঞ্চে থাকবেন সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ।

নিউটাউনের (জ্যোতি বসু নগর) আগামী 17 জানুয়ারি জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভায় তাঁরা অংশগ্রহণ করবেন । আলিমুদ্দিন স্ট্রিট সূত্রে খবর, দেশের 'ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রক্ষা চ্যালেঞ্জ' শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখবেন সীতারাম ইয়েচুরি ।

CPIM
নিউটাউনে জ্যোতি বসু সোশাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের অস্থায়ী অফিস

কিন্তু ওই একই মঞ্চে দুই রাজ্যের দুই মুখ্যমন্ত্রীর উপস্থিতি লোকসভা ভোটের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় বিষয় বলে মনে করছে রাজনৈতিক মহল । কারণ, বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ গঠনে নীতীশ কুমারের বড় ভূমিকা ছিল ৷ সেই জোটে নীতীশের জেডিইউ-এর সঙ্গে যেমন বামেরা রয়েছে, তেমনই রয়েছে তৃণমূল কংগ্রেস ৷ নীতীশের সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সখ্যতা থাকলেও বাংলায় বাম ও তৃণমূলের বরাবরই ‘শত্রুতা’র সম্পর্ক ৷ আগামী লোকসভা নির্বাচনেও তা বজায় থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি ৷ এই পরিস্থিতি মমতার ‘শত্রু’পক্ষের সঙ্গে একমঞ্চে দাঁড়িয়ে ‘বন্ধু’ নীতীশ কী বার্তা দেন, সেটাই দেখার ৷

CPIM
নিউটাউনে জ্যোতি বসু সোশাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের অস্থায়ী অফিস

অন্যদিকে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের সম্পাদক রবীন দেব জানিয়েছেন, আগামী 17 তারিখের অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ বৃহস্পতিবার নিউটাউন নির্মীয়মান জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ-র অস্থায়ী অফিসে যাবেন সেন্টারের চেয়ারম্যান বিমান বসু, অন্যতম ট্রাস্টি মহম্মদ সেলিম-সহ অন্যান্যরা । তারপর 17 তারিখের গোটা পরিকল্পনার বিষয়টি সংবাদ মাধ্যমকে জানাবেন তাঁরা ।

উল্লেখ্য, 2010 সালে জ্যোতি বসু সোশাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের জন্য রাজারহাটে পাঁচ একর জমি দিয়েছিল হিডকো ৷ কিন্তু 2011 সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর আটকে যায় জমি হস্তান্তর প্রক্রিয়া ৷ এনিয়ে সিপিআইএমের তরফে রাজ্য সরকারের কাছে একাধিকবার অনুরোধ করা হয় ৷ বহু টালবাহানার পর জ্যোতি বসু সোশাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের জন্য রাজারহাটে বরাদ্দ পাঁচ একর জমি হস্তান্তর করে রাজ্য সরকার ৷ সিপিআইএম নেতা রবীন দেবের হাতে জমির প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া হয় ৷

আরও পড়ুন:

  1. শূন্যের গেরো কাটাতে লোকসভা নির্বাচনে নতুন মুখ খুঁজছে সিপিএম
  2. সরলেন শমীক লাহিড়ী, দক্ষিণ চব্বিশ পরগনার নয়া সিপিএম জেলা সম্পাদক হলেন রতন বাগচী
  3. ভারতে কমিউনিস্ট পার্টির ‘আসল’ প্রতিষ্ঠা দিবস পালনে কলকাতায় কারাত

কলকাতা, 11 জানুয়ারি: লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে আসছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার । আসছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন । সেই দু'জনের সঙ্গে একই মঞ্চে থাকবেন সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ।

নিউটাউনের (জ্যোতি বসু নগর) আগামী 17 জানুয়ারি জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভায় তাঁরা অংশগ্রহণ করবেন । আলিমুদ্দিন স্ট্রিট সূত্রে খবর, দেশের 'ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রক্ষা চ্যালেঞ্জ' শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখবেন সীতারাম ইয়েচুরি ।

CPIM
নিউটাউনে জ্যোতি বসু সোশাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের অস্থায়ী অফিস

কিন্তু ওই একই মঞ্চে দুই রাজ্যের দুই মুখ্যমন্ত্রীর উপস্থিতি লোকসভা ভোটের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় বিষয় বলে মনে করছে রাজনৈতিক মহল । কারণ, বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ গঠনে নীতীশ কুমারের বড় ভূমিকা ছিল ৷ সেই জোটে নীতীশের জেডিইউ-এর সঙ্গে যেমন বামেরা রয়েছে, তেমনই রয়েছে তৃণমূল কংগ্রেস ৷ নীতীশের সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সখ্যতা থাকলেও বাংলায় বাম ও তৃণমূলের বরাবরই ‘শত্রুতা’র সম্পর্ক ৷ আগামী লোকসভা নির্বাচনেও তা বজায় থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি ৷ এই পরিস্থিতি মমতার ‘শত্রু’পক্ষের সঙ্গে একমঞ্চে দাঁড়িয়ে ‘বন্ধু’ নীতীশ কী বার্তা দেন, সেটাই দেখার ৷

CPIM
নিউটাউনে জ্যোতি বসু সোশাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের অস্থায়ী অফিস

অন্যদিকে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের সম্পাদক রবীন দেব জানিয়েছেন, আগামী 17 তারিখের অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ বৃহস্পতিবার নিউটাউন নির্মীয়মান জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ-র অস্থায়ী অফিসে যাবেন সেন্টারের চেয়ারম্যান বিমান বসু, অন্যতম ট্রাস্টি মহম্মদ সেলিম-সহ অন্যান্যরা । তারপর 17 তারিখের গোটা পরিকল্পনার বিষয়টি সংবাদ মাধ্যমকে জানাবেন তাঁরা ।

উল্লেখ্য, 2010 সালে জ্যোতি বসু সোশাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের জন্য রাজারহাটে পাঁচ একর জমি দিয়েছিল হিডকো ৷ কিন্তু 2011 সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর আটকে যায় জমি হস্তান্তর প্রক্রিয়া ৷ এনিয়ে সিপিআইএমের তরফে রাজ্য সরকারের কাছে একাধিকবার অনুরোধ করা হয় ৷ বহু টালবাহানার পর জ্যোতি বসু সোশাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের জন্য রাজারহাটে বরাদ্দ পাঁচ একর জমি হস্তান্তর করে রাজ্য সরকার ৷ সিপিআইএম নেতা রবীন দেবের হাতে জমির প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া হয় ৷

আরও পড়ুন:

  1. শূন্যের গেরো কাটাতে লোকসভা নির্বাচনে নতুন মুখ খুঁজছে সিপিএম
  2. সরলেন শমীক লাহিড়ী, দক্ষিণ চব্বিশ পরগনার নয়া সিপিএম জেলা সম্পাদক হলেন রতন বাগচী
  3. ভারতে কমিউনিস্ট পার্টির ‘আসল’ প্রতিষ্ঠা দিবস পালনে কলকাতায় কারাত
Last Updated : Jan 11, 2024, 1:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.