ETV Bharat / state

খাগড়াগড় কাণ্ডে 19 জনের সাজা ঘোষণার সম্ভাবনা আজ

author img

By

Published : Aug 30, 2019, 3:05 AM IST

খাগড়াগড় কাণ্ডে দোষ স্বীকার করেছে 19 অভিযুক্ত ৷ আজ সাজা ঘোষণা হতে পারে তাদের ৷

ফাইল ফোটো

কলকাতা, 30 অগাস্ট : খাগড়াগড় কাণ্ডে বুধবারই দোষ স্বীকার করেছে 19 অভিযুক্ত ৷ আজ তাদের সাজা ঘোষণা করতে পারে বিশেষ NIA আদালত ৷ তবে, বাকি অভিযুক্তদের বিরুদ্ধে মামলা চলবে ৷

2014 সালের 2 অক্টোবর ৷ বর্ধমানের খাগড়াগড়ের একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয় । ঘটনাস্থানেই মৃত্যু হয় জামাতুল মুজাহিদিন বাংলাদেশের এক জঙ্গির ৷ জখম হয় আরও দু’জন ৷ পরে আরও একজনের মৃত্যু হয় ৷ বিস্ফোরণের সময় বাড়িতে ছিল দুই মহিলা ও দুই শিশু । আলিমা ও রাজ়িয়া বিবি নামে ওই দুই মহিলাকে ঘটনাস্থান থেকেই গ্রেপ্তার করে পুলিশ ৷ পরে ঘটনার তদন্তভার যায় NIA-র হাতে । এরপর একে একে গ্রেপ্তার করা হয় 31 জনকে ৷ তালিকায় রয়েছে জামাতের অন্যতম মাথা বোমারু মিজান তথা কওসর ৷ তাকে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করে NIA ৷ সেই ঘটনায় সর্বশেষ জহিরুল শেখকে গ্রেপ্তার করা হয়েছে । চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে তাকে মধ্যপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয় । ধৃতদের বিরুদ্ধে বিশেষ NIA আদালতে মামলা চলতে থাকে ৷

Ajit Doval
ঘটনাস্থান পরিদর্শনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল

এই সংক্রান্ত আরও খবর : আদালতে দোষ স্বীকার খাগড়াগড় কাণ্ডে 19 অভিযুক্তর

ইতিমধ্যেই মাসখানেক আগে আইনজীবীদের মাধ্যমে 19 জন অভিযুক্ত জানায়, আদালতে দোষ স্বীকার করতে চায় তারা ৷ সেই চিঠি পাঠানো হয় NIA-কে ৷ এরপর বুধবার তাদের আদালতে পেশ করা হয় ৷ দোষ স্বীকার করে ওই 19 জন ৷ কওসর, ডালিম শেখ,কদর গাজি, ইউসুফ শেখ সহ 12 জন অবশ্য দোষ স্বীকার করেনি । তাদের বিরুদ্ধে মামলা চলবে বলে জানান বিচারক ।

এই সংক্রান্ত আরও খবর : বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার খাগড়াগড় কাণ্ডে অন্যতম অভিযুক্ত

তবে, ওই 19 জন অভিযুক্তর আচমকা ভোলবদলে কিছুটা অবাক গোয়েন্দারা ৷ হিসেবটা যেন কিছুতেই মেলাতে পারছেন না তাঁরা ৷ জেরার সময় যারা কালঘাম ছুটিয়েছিল, তারাই কি না দোষ স্বীকার করে নিল ! এর পিছনে অন্য কোনও মতলব নেই তো? সাজা ঘোষণার সম্ভাবনার মধ্যে আপাতত এটাই ভাবাচ্ছে গোয়েন্দাদের ৷

এই সংক্রান্ত আরও খবর : মধ্যপ্রদেশ থেকে গ্রেপ্তার খাগড়াগড়কাণ্ডের অন্যতম মাথা

কলকাতা, 30 অগাস্ট : খাগড়াগড় কাণ্ডে বুধবারই দোষ স্বীকার করেছে 19 অভিযুক্ত ৷ আজ তাদের সাজা ঘোষণা করতে পারে বিশেষ NIA আদালত ৷ তবে, বাকি অভিযুক্তদের বিরুদ্ধে মামলা চলবে ৷

2014 সালের 2 অক্টোবর ৷ বর্ধমানের খাগড়াগড়ের একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয় । ঘটনাস্থানেই মৃত্যু হয় জামাতুল মুজাহিদিন বাংলাদেশের এক জঙ্গির ৷ জখম হয় আরও দু’জন ৷ পরে আরও একজনের মৃত্যু হয় ৷ বিস্ফোরণের সময় বাড়িতে ছিল দুই মহিলা ও দুই শিশু । আলিমা ও রাজ়িয়া বিবি নামে ওই দুই মহিলাকে ঘটনাস্থান থেকেই গ্রেপ্তার করে পুলিশ ৷ পরে ঘটনার তদন্তভার যায় NIA-র হাতে । এরপর একে একে গ্রেপ্তার করা হয় 31 জনকে ৷ তালিকায় রয়েছে জামাতের অন্যতম মাথা বোমারু মিজান তথা কওসর ৷ তাকে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করে NIA ৷ সেই ঘটনায় সর্বশেষ জহিরুল শেখকে গ্রেপ্তার করা হয়েছে । চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে তাকে মধ্যপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয় । ধৃতদের বিরুদ্ধে বিশেষ NIA আদালতে মামলা চলতে থাকে ৷

Ajit Doval
ঘটনাস্থান পরিদর্শনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল

এই সংক্রান্ত আরও খবর : আদালতে দোষ স্বীকার খাগড়াগড় কাণ্ডে 19 অভিযুক্তর

ইতিমধ্যেই মাসখানেক আগে আইনজীবীদের মাধ্যমে 19 জন অভিযুক্ত জানায়, আদালতে দোষ স্বীকার করতে চায় তারা ৷ সেই চিঠি পাঠানো হয় NIA-কে ৷ এরপর বুধবার তাদের আদালতে পেশ করা হয় ৷ দোষ স্বীকার করে ওই 19 জন ৷ কওসর, ডালিম শেখ,কদর গাজি, ইউসুফ শেখ সহ 12 জন অবশ্য দোষ স্বীকার করেনি । তাদের বিরুদ্ধে মামলা চলবে বলে জানান বিচারক ।

এই সংক্রান্ত আরও খবর : বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার খাগড়াগড় কাণ্ডে অন্যতম অভিযুক্ত

তবে, ওই 19 জন অভিযুক্তর আচমকা ভোলবদলে কিছুটা অবাক গোয়েন্দারা ৷ হিসেবটা যেন কিছুতেই মেলাতে পারছেন না তাঁরা ৷ জেরার সময় যারা কালঘাম ছুটিয়েছিল, তারাই কি না দোষ স্বীকার করে নিল ! এর পিছনে অন্য কোনও মতলব নেই তো? সাজা ঘোষণার সম্ভাবনার মধ্যে আপাতত এটাই ভাবাচ্ছে গোয়েন্দাদের ৷

এই সংক্রান্ত আরও খবর : মধ্যপ্রদেশ থেকে গ্রেপ্তার খাগড়াগড়কাণ্ডের অন্যতম মাথা

Intro:কলকাতা, 30 অগাস্ট: গোয়েন্দারা কিছুটা অবাকই! হিসেবটা যেন কিছুতেই মিলছে না। জিজ্ঞাসাবাদের সময় যারা ঘাম ছুটিয়ে ছিল, তারাই কিনা স্বীকার করে নিল দোষ! এর পেছনে অন্য কোনো মতলব নেই তো? খাগড়াগড় কাণ্ডে 19 অভিযুক্তের দোষ স্বীকার প্রসঙ্গে এটাই গোয়েন্দাদের মনোভাব। আজ NIAর বিশেষ আদালতে 19 জনের সাজা ঘোষণার সম্ভাবনা। Body:২০১৪ সালের ২ অক্টোবর। বর্ধমানের খাগড়াগড়ের একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের এক সদস্যের বিস্ফোরণস্থলেই মৃত্যু হয়। দু’জন পুরুষ আহত হয়‌। পরে মৃত্যু হয় আরো একজনের। ঘটনার সময় ওই বাড়িতে ছিল দুজন মহিলা, ছিল দুই শিশু। ঘটনার সময়ে বাড়ির মালিক আশরাফ আলি চৌধুরী পাশের নিজের বাড়িতেই স্নান করছিলেন। পাশাপাশি বাড়ি দুটো তাদেরই। বিস্ফোরণের শব্দ শুনে তিনি দোতলায় উঠে দেখেন, দরজায় ভিতর থেকে তালা দেওয়া। দুই মহিলা জানিয়ে দেন, কিছুই হয়নি। ঘরে কোনও পুরুষ নেই। তাই দরজা খোলা যাবে না। সেই দুই মহিলা হল আলিমা বিবি ও রাজিয়া বিবি। তাদের ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে একে একে গ্রেপ্তার করা হয় ৩১ জনকে। এরই মাঝে জামাতুল মুজাহিদিনের অন্যতম মাথা বোমারু মিজান তথা কওসরকে গ্রেপ্তার করেছে NIA। মামলায় সর্বশেষ গ্রেপ্তারি জহিরুল শেখ। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে তাকে মধ্যপ্রদেশ গ্রেপ্তার করা হয়। এই 31 জনের মধ্যে রাজিয়া,আলিমা সহ ১৯ জন বিচারকের সামনে দোষ স্বীকার করে নিয়েছে।
Conclusion:বিচার চলাকালীন মাসখানেক আগে ধৃতদের মধ্যে আলিমা বিবি-সহ ১৯ জন অভিযুক্ত তাঁদের আইনজীবী ফজলে আহমেদ এবং মহম্মদ আবু সেলিমের মাধ্যমে আদালতকে জানায়, তারা দোষ স্বীকার করতে চায়। আদালতকে জানিয়ে সেই চিঠি পাঠানো হয় NIAকেও। সেই সূত্রে বুধবার বিশেষ NIA আদালতের বিচারকের সামনে পেশ করা হয় 19 জনকে। বিচারক জানতে চান, কোনও প্ররোচনায় পা দিয়ে তারা দোষ স্বীকার করছেন কিনা। পাশাপাশি বিচারক শুনিয়ে দেন, খাগড়াগড় কাণ্ডে যেসব ধারায় মামলা হয়েছে তার সাজা কি হতে পারে। পুরো বিষয়টির ভিডিও রেকর্ডিং করা হয়। সেই সূত্রেই আজ 19 অভিযুক্তের সাজা ঘোষণার সম্ভাবনা প্রবল। তবে কওসর ওরফে বোমারু মিজান, ডালিম শেখ,কদর গাজি, ইউসুফ শেখরা অবশ্য দোষ স্বীকার করেনি। ওই ১২ জনের বিচার চলবে বলে জানিয়েছেন বিচারক। 

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.