ETV Bharat / state

নতুন অটোর রুট, সরকারি বাস বৃদ্ধি, ই-পারমিট, দরাজ ফিরহাদ - সরকারি বাস বৃদ্ধি

যেসব রুটে বাসের সংখ্যা কম, যাত্রী সুবিধার্থে সেইসব রুটে সরকারি বাসের সংখ্যা বারানোর কথা বলেন পরিবহন মন্ত্রী । ট্রাক ওভারলোডিং এর সমস্যাকে সামাল দিতে, ওভারলোডিং এর ক্ষেত্রে ফাইন আরও বাড়ানোর কথাও বলেন তিনি ৷

কী বললেন ফিরহাদ হাকিম
কী বললেন ফিরহাদ হাকিম
author img

By

Published : May 11, 2021, 9:12 PM IST

কলকাতা, 11 মে : রাজ্যের নতুন পরিবহন মন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন ফিরহাদ হাকিম । এরপরই পরিবহন শিল্পের সার্বিক উন্নতির জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি । যদিও করোনার বিরুদ্ধের যুদ্ধের উপরে জোর থাকবে সেকথাও বলেন তিনি ।
প্রথম দিনই পরিবহন দফতরের সবকটি দফতরের সচিবদের সঙ্গে প্রাথমিক বৈঠক সারেন পরিবহন মন্ত্রী । বলেন, "আজ বৈঠকেই আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলাম । যেমন শহরের কোন জায়গায় নতুন অটো রুট চালু করা যায় সেই বিষয়টি দেখতে বললাম । পাশাপাশি গাড়ির পারমিট পাওয়ার ক্ষেত্রেও একটা বড়সড় দালাল চক্র চলে । তাই এই দালাল চক্রকে বাদ দিয়ে ই-পারমিট চালু করার কথা বলেছি ।" পাশাপাশি পরিবহনমন্ত্রী শহর কলকাতায় আরও বেশি সংখ্যক ইলেকট্রিক ভেহিকল চালু করার উপর জোর দিতে নির্দেশ দিয়েছেন । এছাড়াও ইলেকট্রিক ভেহিকল চার্জিং স্টেশন তৈরির কথাও বলেন তিনি । এই বিষয় কথা বলতে গিয়ে তিনি এও বলেন যেহেতু ই ভেহিকলের দাম অন্যান্য ভেহিকলের চেয়ে অনেকটাই বেশি, তাই কার্বন ক্রেডিটে কি করে কিছুটা সাবসিডিজেড রেটে বাসগুলি চালানো যায়, তাও দেখা হবে ৷

কী বললেন ফিরহাদ হাকিম
আরও পড়ুন : প্লাস্টিকের বদলে কাপড়ের ব্যাগে মুড়ে দাহ হবে কোভিডে মৃতদের

যেসব রুটে বাসের সংখ্যা কম, যাত্রী সুবিধার্থে সেইসব রুটে সরকারি বাসের সংখ্যা বারানোর কথা বলেন তিনি । ট্রাক ওভারলোডিং এর সমস্যাকে সামাল দিতে, ওভারলোডিং এর ক্ষেত্রে ফাইন আরও বাড়ানোর কথাও বলেন ৷

কলকাতা, 11 মে : রাজ্যের নতুন পরিবহন মন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন ফিরহাদ হাকিম । এরপরই পরিবহন শিল্পের সার্বিক উন্নতির জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি । যদিও করোনার বিরুদ্ধের যুদ্ধের উপরে জোর থাকবে সেকথাও বলেন তিনি ।
প্রথম দিনই পরিবহন দফতরের সবকটি দফতরের সচিবদের সঙ্গে প্রাথমিক বৈঠক সারেন পরিবহন মন্ত্রী । বলেন, "আজ বৈঠকেই আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলাম । যেমন শহরের কোন জায়গায় নতুন অটো রুট চালু করা যায় সেই বিষয়টি দেখতে বললাম । পাশাপাশি গাড়ির পারমিট পাওয়ার ক্ষেত্রেও একটা বড়সড় দালাল চক্র চলে । তাই এই দালাল চক্রকে বাদ দিয়ে ই-পারমিট চালু করার কথা বলেছি ।" পাশাপাশি পরিবহনমন্ত্রী শহর কলকাতায় আরও বেশি সংখ্যক ইলেকট্রিক ভেহিকল চালু করার উপর জোর দিতে নির্দেশ দিয়েছেন । এছাড়াও ইলেকট্রিক ভেহিকল চার্জিং স্টেশন তৈরির কথাও বলেন তিনি । এই বিষয় কথা বলতে গিয়ে তিনি এও বলেন যেহেতু ই ভেহিকলের দাম অন্যান্য ভেহিকলের চেয়ে অনেকটাই বেশি, তাই কার্বন ক্রেডিটে কি করে কিছুটা সাবসিডিজেড রেটে বাসগুলি চালানো যায়, তাও দেখা হবে ৷

কী বললেন ফিরহাদ হাকিম
আরও পড়ুন : প্লাস্টিকের বদলে কাপড়ের ব্যাগে মুড়ে দাহ হবে কোভিডে মৃতদের

যেসব রুটে বাসের সংখ্যা কম, যাত্রী সুবিধার্থে সেইসব রুটে সরকারি বাসের সংখ্যা বারানোর কথা বলেন তিনি । ট্রাক ওভারলোডিং এর সমস্যাকে সামাল দিতে, ওভারলোডিং এর ক্ষেত্রে ফাইন আরও বাড়ানোর কথাও বলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.