ETV Bharat / state

BJP New Campaign: জনসংযোগ বাড়াতে 'দিদির দূতে'র পালটা বিজেপি'র গ্রাম সম্পর্ক অভিযান - দুর্নীতি হাটাও পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচি

জনসংযোগ বাড়াতে কয়েকমাস আগে তৃণমূল কংগ্রেস শুরু করেছে 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচি ৷ এই কর্মসূচির মাধ্যমে দিদির দূতেরা গিয়েছেন গ্রামে গ্রামে ৷ একই ধাঁচে এবার পদ্ম শিবির শুরু করছে 'গ্রাম সম্পর্ক অভিযান' (Gram Sampark Abhiyan) ৷

ETV Bharat
ইন্দ্রনীল খাঁ
author img

By

Published : Feb 18, 2023, 7:24 PM IST

দিদির দূতের পালটা বিজেপির গ্রাম সম্পর্ক অভিযান

কলকাতা, 18 ফেব্রুয়ারি: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি ৷ তবে আগামী কয়েক মাসের মধ্যেই এই নির্বাচন হতে চলেছে ধরে নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের সবক'টি রাজনৈতিক দল ৷ এই নির্বাচনকে মাথায় রেখেই সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানোর উপর জোর দিচ্ছে বঙ্গ বিজেপি ৷ এই সূত্রেই নয়া কর্মসূচির ঘোষণা করল বিজেপি ৷

বিজেপির যুব মোর্চার নেতৃত্ব এবার গ্রামে গ্রামে যাবে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা নিয়ে ৷ শোনা হবে গ্রামবাসীদের সমস্যার কথা ৷ এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে 'গ্রাম সম্পর্ক অভিযান' ৷ শনিবার এই কর্মসূচির ঘোষণা করেন বঙ্গ বিজেপি'র যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ। এছাড়াও রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে 'দুর্নীতি হাটাও পশ্চিমবঙ্গ বাঁচাও' কর্মসূচির ঘোষণাও পদ্ম শিবিরের তরফে করা হয়েছে (New Campaign of BJP) ৷

এদিন সাংবাদিক বৈঠকে ইন্দ্রনীল খাঁ বলেন, "আজ আমাদের সিটি অফ জয়, সিটি অফ প্রোটেস্ট হয়ে গিয়েছে । কারণ আজ এই দুর্নীতি ইস্যুতে বিভিন্ন মঞ্চে ধরনা চলছে । বিক্ষোভ চলছে । অনশন চলছে । যুব সমাজকে যে এভাবে প্রতিবাদ এবং বিক্ষোভের মধ্যে নামতে হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক । তাই আগামিকাল বাইক র‍্যালির মধ্য দিয়ে আমাদের 'দুর্নীতি হাটাও পশ্চিমবঙ্গ বাঁচাও' কর্মসূচি পালন করা হবে । রাজ্যের জেলাগুলিতেও এই কর্মসূচি পালন করা হবে ৷ " প্রায় একমাস ধরে চলবে এই কর্মসূচি ৷

আরও পড়ুন: সাগরদিঘীতে কংগ্রেস কর্মীকে গ্রেফতার, প্রতিবাদে নির্বাচন কমিশনারকে চিঠি অধীরের

'গ্রাম সম্পর্ক অভিযান' 27 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে একমাস চলবে বলে জানান হয়েছে বিজেপি'র তরফে ৷ এই কর্মসূচির মাধ্যমে প্রতিটি গ্রাম, বিশেষ করে প্রতিটি গ্রামীণ বিধানসভায় দলের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবেন ৷ শুনবেন তাঁদের সমস্যার কথা ৷ পাশাপাশি তাঁদের সমস্যা সমাধান করার জন্যও চেষ্টা করা হবে । থাকছে সাধারণের সঙ্গে মিশে ভোজন কর্মসূচিও ৷

দিদির দূতের পালটা বিজেপির গ্রাম সম্পর্ক অভিযান

কলকাতা, 18 ফেব্রুয়ারি: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি ৷ তবে আগামী কয়েক মাসের মধ্যেই এই নির্বাচন হতে চলেছে ধরে নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের সবক'টি রাজনৈতিক দল ৷ এই নির্বাচনকে মাথায় রেখেই সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানোর উপর জোর দিচ্ছে বঙ্গ বিজেপি ৷ এই সূত্রেই নয়া কর্মসূচির ঘোষণা করল বিজেপি ৷

বিজেপির যুব মোর্চার নেতৃত্ব এবার গ্রামে গ্রামে যাবে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা নিয়ে ৷ শোনা হবে গ্রামবাসীদের সমস্যার কথা ৷ এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে 'গ্রাম সম্পর্ক অভিযান' ৷ শনিবার এই কর্মসূচির ঘোষণা করেন বঙ্গ বিজেপি'র যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ। এছাড়াও রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে 'দুর্নীতি হাটাও পশ্চিমবঙ্গ বাঁচাও' কর্মসূচির ঘোষণাও পদ্ম শিবিরের তরফে করা হয়েছে (New Campaign of BJP) ৷

এদিন সাংবাদিক বৈঠকে ইন্দ্রনীল খাঁ বলেন, "আজ আমাদের সিটি অফ জয়, সিটি অফ প্রোটেস্ট হয়ে গিয়েছে । কারণ আজ এই দুর্নীতি ইস্যুতে বিভিন্ন মঞ্চে ধরনা চলছে । বিক্ষোভ চলছে । অনশন চলছে । যুব সমাজকে যে এভাবে প্রতিবাদ এবং বিক্ষোভের মধ্যে নামতে হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক । তাই আগামিকাল বাইক র‍্যালির মধ্য দিয়ে আমাদের 'দুর্নীতি হাটাও পশ্চিমবঙ্গ বাঁচাও' কর্মসূচি পালন করা হবে । রাজ্যের জেলাগুলিতেও এই কর্মসূচি পালন করা হবে ৷ " প্রায় একমাস ধরে চলবে এই কর্মসূচি ৷

আরও পড়ুন: সাগরদিঘীতে কংগ্রেস কর্মীকে গ্রেফতার, প্রতিবাদে নির্বাচন কমিশনারকে চিঠি অধীরের

'গ্রাম সম্পর্ক অভিযান' 27 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে একমাস চলবে বলে জানান হয়েছে বিজেপি'র তরফে ৷ এই কর্মসূচির মাধ্যমে প্রতিটি গ্রাম, বিশেষ করে প্রতিটি গ্রামীণ বিধানসভায় দলের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবেন ৷ শুনবেন তাঁদের সমস্যার কথা ৷ পাশাপাশি তাঁদের সমস্যা সমাধান করার জন্যও চেষ্টা করা হবে । থাকছে সাধারণের সঙ্গে মিশে ভোজন কর্মসূচিও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.