ETV Bharat / state

KMC Car Parking Fee: কলকাতা পৌরনিগমের সিদ্ধান্তে বাড়ছে গাড়ি পার্কিংয়ের খরচ, ক্ষোভ শহরবাসীর - কলকাতায় পার্কিং ফি

শহরে গাড়ি রাখার খরচ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম ৷ রাতে রাস্তায় গাড়ি রাখতে হলে মাসে দিতে হবে 500 টাকা ৷ সিদ্ধান্তে অখুশি গাড়ির মালিকরা ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : Apr 4, 2023, 9:38 PM IST

কলকাতা, 4 এপ্রিল: দীর্ঘ কয়েক বছর পর বেশ খানিকটা পার্কিং ফি বাড়িয়েছে কলকাতা কর্পোরেশন । পাশাপশি, নতুন নিয়মে যত বেশি সময় ধরে গাড়ি পার্কিংয়ে থাকবে তত বেশি টাকাও গুনতে হবে গাড়ির মালিক, চালকদের । এমনকী, রাতে রাস্তায় গাড়ি রাখতে হলে এখন মাসিক ফি বাবদ 500 টাকা করে দিয়ে এখন থেকে অনুমতি আদায় করতে হবে ।

তবে কলকাতা পৌরনিগমের এই পার্কিং চার্জ বৃদ্ধির সিদ্ধান্তে নাগরিকদের একাংশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে ৷ রাজনৈতিক দলগুলিও পিছিয়ে নেই । রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নয়া ফি-এর তালিকার ছবি দিয়ে এই সিদ্ধান্তকে জনস্বার্থ বিরোধী বলে পোস্ট করেছেন । এদিকে মঙ্গলবার কংগ্রেসের তরফেও এই সিদ্ধান্তের প্রতিবাদে কলকাতা পৌরনিগমের সামনে বিক্ষোভ দেখানো হয়, পোড়ানো হয় মেয়র ফিরহাদ হাকিমের কুশপুতুল ৷

এই প্রসঙ্গে শহরের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলা হয়েছিল ইটিভি ভারতের তরফ থেকে ৷ উত্তর কলকাতার শিবশংকর লেনের বাসিন্দা তীর্থঙ্কর চট্টোপাধ্যায় যেমন বলেন,"বাড়ির সামনে গাড়ি রাখি । আজ নয় বহু বছর ধরে রাখি । আমি একা নই, অনেকেই তাঁদের গাড়ি রাখেন । কারণ আমদের বহু পুরনো বাড়ি, তাই গ্যারেজ নেই । এর জন্য এখন প্রতি মাসে ভাড়া গুনতে হবে ! কর্পোরেশন তাদের ব্যয় কমালেই পারে ।"

মধ্য কলকাতার বৌবাজার এলাকার নিখিল দাসের কথায়,"কেন্দ্র সরকার যেমন নানা বিষয়ে নানা অছিলায় টাকা নিচ্ছে, তেমনই এরাজ্যের সরকারও পিছিয়ে নেই ৷ সব দায় দিনের শেষে নাগরিকদের উপর । আমরা অপরাধ করেছি নাকি গাড়ি কিনে ? পার্কিং ফি এত টাকা এক ধাক্কায় বাড়িয়েছে, কোনও জায়গায় কাজে গেলে গাড়ি পার্কিং করতে ফি গুনতে হবে, আবার বাড়ির সামনে গাড়ি রাখব রাতে তখনও টাকা গুনতে হবে ৷" অন্যদিকে, দক্ষিণ কলকাতার রাসবিহারী এলাকার বাসিন্দা পারমিতা ভট্টাচার্য বলেন,"পার্কিংয়ের টাকা বৃদ্ধি করলেন ঠিক আছে আয় করার জন্য, কিন্তু রাস্তায় গাড়ি রাখতেও টাকা কেন দিতে হবে ? কলকাতায় এখন গ্যারেজ পাওয়া মুশকিল । মাসে বিরাট ভাড়া । তাই তো রাস্তায় রাখতে হয় গাড়ি । সেখানেও প্রতি মাসে 500 টাকা করে গুনতে হবে কেন ?"

লরি মালিক শঙ্কর মণ্ডল এই পার্কিং ফি বৃদ্ধি প্রসঙ্গে জানান, লরি রাখার জায়গা শহরের কোথায় আছে ? রাস্তার ধারেই রাখতে হয় । গাড়ি রাস্তায় নামলে বাণিজ্যিক নানা কর দিতে হয় । এছাড়াও বিভিন্নভাবে টাকা পয়সা যায় । এরপর নতুন মাথা ব্যথা হল, রাতে গাড়ির জন্য অতিরিক্ত টাকা দিতে হবে এবার । কত আর দেওয়া যায় ? এভাবেই নাগরিক মহলে ক্ষোভ ছড়িয়েছে পৌরনিগমের এই সিদ্ধান্ত নিয়ে ।

আরও পড়ুন: বিনা আধারেই মিলবে রেশন, সকলকে খাদ্যদ্রব্য পৌঁছতে উদ্যোগী রাজ্য

তবে শুধু নাগরিক নয় এই পার্কিং ফি নিয়ে সরব বিরোধীরাও । ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা কর্পোরেশনের এই নয়া পার্কিং ফি-এর তালিকা নিয়ে ট্যুইট করে এই সিদ্ধান্তকে জনস্বার্থ বিরোধী বলেছেন ।

কলকাতা, 4 এপ্রিল: দীর্ঘ কয়েক বছর পর বেশ খানিকটা পার্কিং ফি বাড়িয়েছে কলকাতা কর্পোরেশন । পাশাপশি, নতুন নিয়মে যত বেশি সময় ধরে গাড়ি পার্কিংয়ে থাকবে তত বেশি টাকাও গুনতে হবে গাড়ির মালিক, চালকদের । এমনকী, রাতে রাস্তায় গাড়ি রাখতে হলে এখন মাসিক ফি বাবদ 500 টাকা করে দিয়ে এখন থেকে অনুমতি আদায় করতে হবে ।

তবে কলকাতা পৌরনিগমের এই পার্কিং চার্জ বৃদ্ধির সিদ্ধান্তে নাগরিকদের একাংশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে ৷ রাজনৈতিক দলগুলিও পিছিয়ে নেই । রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নয়া ফি-এর তালিকার ছবি দিয়ে এই সিদ্ধান্তকে জনস্বার্থ বিরোধী বলে পোস্ট করেছেন । এদিকে মঙ্গলবার কংগ্রেসের তরফেও এই সিদ্ধান্তের প্রতিবাদে কলকাতা পৌরনিগমের সামনে বিক্ষোভ দেখানো হয়, পোড়ানো হয় মেয়র ফিরহাদ হাকিমের কুশপুতুল ৷

এই প্রসঙ্গে শহরের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলা হয়েছিল ইটিভি ভারতের তরফ থেকে ৷ উত্তর কলকাতার শিবশংকর লেনের বাসিন্দা তীর্থঙ্কর চট্টোপাধ্যায় যেমন বলেন,"বাড়ির সামনে গাড়ি রাখি । আজ নয় বহু বছর ধরে রাখি । আমি একা নই, অনেকেই তাঁদের গাড়ি রাখেন । কারণ আমদের বহু পুরনো বাড়ি, তাই গ্যারেজ নেই । এর জন্য এখন প্রতি মাসে ভাড়া গুনতে হবে ! কর্পোরেশন তাদের ব্যয় কমালেই পারে ।"

মধ্য কলকাতার বৌবাজার এলাকার নিখিল দাসের কথায়,"কেন্দ্র সরকার যেমন নানা বিষয়ে নানা অছিলায় টাকা নিচ্ছে, তেমনই এরাজ্যের সরকারও পিছিয়ে নেই ৷ সব দায় দিনের শেষে নাগরিকদের উপর । আমরা অপরাধ করেছি নাকি গাড়ি কিনে ? পার্কিং ফি এত টাকা এক ধাক্কায় বাড়িয়েছে, কোনও জায়গায় কাজে গেলে গাড়ি পার্কিং করতে ফি গুনতে হবে, আবার বাড়ির সামনে গাড়ি রাখব রাতে তখনও টাকা গুনতে হবে ৷" অন্যদিকে, দক্ষিণ কলকাতার রাসবিহারী এলাকার বাসিন্দা পারমিতা ভট্টাচার্য বলেন,"পার্কিংয়ের টাকা বৃদ্ধি করলেন ঠিক আছে আয় করার জন্য, কিন্তু রাস্তায় গাড়ি রাখতেও টাকা কেন দিতে হবে ? কলকাতায় এখন গ্যারেজ পাওয়া মুশকিল । মাসে বিরাট ভাড়া । তাই তো রাস্তায় রাখতে হয় গাড়ি । সেখানেও প্রতি মাসে 500 টাকা করে গুনতে হবে কেন ?"

লরি মালিক শঙ্কর মণ্ডল এই পার্কিং ফি বৃদ্ধি প্রসঙ্গে জানান, লরি রাখার জায়গা শহরের কোথায় আছে ? রাস্তার ধারেই রাখতে হয় । গাড়ি রাস্তায় নামলে বাণিজ্যিক নানা কর দিতে হয় । এছাড়াও বিভিন্নভাবে টাকা পয়সা যায় । এরপর নতুন মাথা ব্যথা হল, রাতে গাড়ির জন্য অতিরিক্ত টাকা দিতে হবে এবার । কত আর দেওয়া যায় ? এভাবেই নাগরিক মহলে ক্ষোভ ছড়িয়েছে পৌরনিগমের এই সিদ্ধান্ত নিয়ে ।

আরও পড়ুন: বিনা আধারেই মিলবে রেশন, সকলকে খাদ্যদ্রব্য পৌঁছতে উদ্যোগী রাজ্য

তবে শুধু নাগরিক নয় এই পার্কিং ফি নিয়ে সরব বিরোধীরাও । ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা কর্পোরেশনের এই নয়া পার্কিং ফি-এর তালিকা নিয়ে ট্যুইট করে এই সিদ্ধান্তকে জনস্বার্থ বিরোধী বলেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.