ETV Bharat / state

New Museum in Kolkata: কলকাতার কাহিনি শোনাবে নতুন সংগ্রহশালা, সৌজন্যে পৌরনিগম - সংগ্রহশালা

কলকাতা শহরে একটি নতুন সংগ্রহশালা (New Museum in Kolkata) তৈরি করছে কলকাতা পৌরনিগম (KMC) ৷ কী এর বৈশিষ্ট্য ?

New Museum in Kolkata will be established at Town Hall by KMC
টাউন হলে তৈরি হচ্ছে নতুন সংগ্রহশালা ৷
author img

By

Published : Dec 21, 2022, 8:29 PM IST

কলকাতার ইতিহাস সংরক্ষণে উদ্যোগী পৌরনিগম ৷

কলকাতা, 21 ডিসেম্বর: আগামিদিনে আন্তর্জাতিকমানের একটি সংগ্রহশালা পেতে চলেছে শহর কলকাতা (New Museum in Kolkata) ৷ কলকাতা পৌরনিগমের (KMC) উদ্যোগে শতাব্দী প্রাচীন টাউন হলে (Calcutta Town Hall) তৈরি হবে এই সংগ্রহশালা ৷ এখানে কলকাতার বিস্তারিত ইতিহাস সংরক্ষিত থাকবে ৷ সেই তথ্যভাণ্ডারের অধিকাংশই থাকবে ডিজিট্যাল সংস্করণ হিসাবে ৷ বুধবার একথা জানিয়েছেন কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ তথা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান দেবাশিস কুমার ৷

এই প্রসঙ্গে এদিন দেবাশিস কুমার বলেন, "ইতিমধ্যেই এই প্রকল্পের ডিপিআর তৈরি করা হয়ে গিয়েছে ৷ এবার টেন্ডার ডাকার প্রস্তুতি শুরু হয়েছে ৷ এই প্রকল্প নিয়ে দফায় দফায় বৈঠক করেছে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ কমিটি ৷ বুধবারও টাউন হলে এই কমিটির সদস্যরা আলোচনায় বসেন ৷"

আরও পড়ুন: আগাছা ও জঙ্গলে ভরা 5 কোটি খরচে তৈরি দেশবন্ধু পার্কের সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র

এদিনের এই বৈঠকে হাজির ছিলেন বিশেষজ্ঞ কমিটির অন্যতম সদস্য তথা শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য-সহ অন্যরা ৷ এই প্রকল্প নিয়ে দেবাশিস আরও বলেন, "কলকাতার গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরার জন্যই আন্তর্জাতিকমানের এই সংগ্রহশালা তৈরি করা হবে ৷ এটা আমাদের অনেক দিনের পরিকল্পনা ৷ বড় কাজ ৷ তাই করতে একটু সময় লাগছে ৷"

প্রকল্প সম্পর্কে বলতে গিয়ে শিল্পী শুভাপ্রসন্ন জানান, "কলকাতার প্রাচীন ইতিহাসের সমস্ত দিককেই লিপিবদ্ধ করে তার ডিজিট্যাল সংস্করণ তৈরির প্রচেষ্টা শুরু হয়েছে ৷ এই সংগ্রহশালা চালু হয়ে গেলে বহু মানুষ উপকৃত হবেন ৷ তাঁরা এখানে গবেষণার কাজ করতে পারবেন ৷ যুদ্ধের কলকাতা, মন্বন্তরের কলকাতা থেকে শুরু করে কলকাতার খেলার ইতিহাস-সহ ইত্যাদি সমস্ত বিষয়ের তথ্য এই সংগ্রহশালায় পাওয়া যাবে ৷ আশা করছি, আগামী বছরই এই প্রকল্প অনেকটা রূপ পাবে ৷"

তবে, শুভাপ্রসন্ন একথা বললেও দেবাশিস জানান, যতক্ষণ না টেন্ডার প্রক্রিয়া শেষ হচ্ছে, ততক্ষণ বলা সম্ভব নয়, কবে এই সংগ্রহশালা সম্পূর্ণ হবে এবং তা সাধারণের জন্য খুলে দেওয়া হবে ৷ কারণ, কোন সংস্থা টেন্ডার পাবে, তারা কীভাবে কাজ করবে, তার উপরই সবকিছু নির্ভর করছে ৷

কলকাতার ইতিহাস সংরক্ষণে উদ্যোগী পৌরনিগম ৷

কলকাতা, 21 ডিসেম্বর: আগামিদিনে আন্তর্জাতিকমানের একটি সংগ্রহশালা পেতে চলেছে শহর কলকাতা (New Museum in Kolkata) ৷ কলকাতা পৌরনিগমের (KMC) উদ্যোগে শতাব্দী প্রাচীন টাউন হলে (Calcutta Town Hall) তৈরি হবে এই সংগ্রহশালা ৷ এখানে কলকাতার বিস্তারিত ইতিহাস সংরক্ষিত থাকবে ৷ সেই তথ্যভাণ্ডারের অধিকাংশই থাকবে ডিজিট্যাল সংস্করণ হিসাবে ৷ বুধবার একথা জানিয়েছেন কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ তথা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান দেবাশিস কুমার ৷

এই প্রসঙ্গে এদিন দেবাশিস কুমার বলেন, "ইতিমধ্যেই এই প্রকল্পের ডিপিআর তৈরি করা হয়ে গিয়েছে ৷ এবার টেন্ডার ডাকার প্রস্তুতি শুরু হয়েছে ৷ এই প্রকল্প নিয়ে দফায় দফায় বৈঠক করেছে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ কমিটি ৷ বুধবারও টাউন হলে এই কমিটির সদস্যরা আলোচনায় বসেন ৷"

আরও পড়ুন: আগাছা ও জঙ্গলে ভরা 5 কোটি খরচে তৈরি দেশবন্ধু পার্কের সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র

এদিনের এই বৈঠকে হাজির ছিলেন বিশেষজ্ঞ কমিটির অন্যতম সদস্য তথা শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য-সহ অন্যরা ৷ এই প্রকল্প নিয়ে দেবাশিস আরও বলেন, "কলকাতার গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরার জন্যই আন্তর্জাতিকমানের এই সংগ্রহশালা তৈরি করা হবে ৷ এটা আমাদের অনেক দিনের পরিকল্পনা ৷ বড় কাজ ৷ তাই করতে একটু সময় লাগছে ৷"

প্রকল্প সম্পর্কে বলতে গিয়ে শিল্পী শুভাপ্রসন্ন জানান, "কলকাতার প্রাচীন ইতিহাসের সমস্ত দিককেই লিপিবদ্ধ করে তার ডিজিট্যাল সংস্করণ তৈরির প্রচেষ্টা শুরু হয়েছে ৷ এই সংগ্রহশালা চালু হয়ে গেলে বহু মানুষ উপকৃত হবেন ৷ তাঁরা এখানে গবেষণার কাজ করতে পারবেন ৷ যুদ্ধের কলকাতা, মন্বন্তরের কলকাতা থেকে শুরু করে কলকাতার খেলার ইতিহাস-সহ ইত্যাদি সমস্ত বিষয়ের তথ্য এই সংগ্রহশালায় পাওয়া যাবে ৷ আশা করছি, আগামী বছরই এই প্রকল্প অনেকটা রূপ পাবে ৷"

তবে, শুভাপ্রসন্ন একথা বললেও দেবাশিস জানান, যতক্ষণ না টেন্ডার প্রক্রিয়া শেষ হচ্ছে, ততক্ষণ বলা সম্ভব নয়, কবে এই সংগ্রহশালা সম্পূর্ণ হবে এবং তা সাধারণের জন্য খুলে দেওয়া হবে ৷ কারণ, কোন সংস্থা টেন্ডার পাবে, তারা কীভাবে কাজ করবে, তার উপরই সবকিছু নির্ভর করছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.