ETV Bharat / state

New Garia-Ruby Metro: ফেব্রুয়ারিতেই নিউ গড়িয়া-রুবি মোড়ে শুরু মেট্রো পরিষেবা, এল ছাড়পত্র

author img

By

Published : Feb 7, 2023, 5:50 PM IST

চলতি মাসেই নিউ গড়িয়া থেকে রুবি মোড় (New Garia-Ruby Metro) পর্যন্ত শুরু হতে চলেছে মেট্রোর যাত্রী পরিষেবা ৷ ইতিমধ্যে সিআরএসের তরফে মিলেছে ছাড়পত্র ৷

New Garia Ruby Metro
নিউ গড়িয়া রুবি মোড়

কলকাতা, 7 ফেব্রুয়ারি: চলতি মাসেই যাত্রী নিয়ে দৌড়বে নিউ গড়িয়া থেকে রুবি মোড় পর্যন্ত মেট্রো (New Garia-Ruby Metro to start in February) । আজই মিলেছে ছাড়পত্র । কবি সুভাষ বা নিউ গড়িয়া থেকে রুবি মোড় বা হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত মেট্রোর অরেঞ্জ লাইনে যাত্রী পরিষেবা শুরু এবার শুধু সময়ের অপেক্ষা । আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা । গত 30 জানুয়ারি এই অংশের পরিদর্শনে এসেছিলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস) ।

অরুণ অরোরা বলেন, "আমরা এই অংশে মেট্রো পরিষেবা দিতে প্রস্তুত । তবে এই মাসের ঠিক কবে থেকে শুরু হবে পরিষেবা সেই সিদ্ধান্ত নেবে রেল বোর্ড । রেল বোর্ডের তরফে তারিখ ঘোষণা করা হলেই পরিষেবা শুরু হয়ে যাবে । ছাড়পত্র মিললেও ভাড়া কী হবে সেই বিষয় সিদ্ধান্ত নিতে এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে ।" এখনও সিআরএসের ছাড়পত্রের কপি এসে পৌঁছয়নি সাংবাদিকদের হাতে ৷ তবে জানা গিয়েছে, ছাড়পত্র পাওয়ার পরেও সবদিক খতিয়ে দেখে পরিষেবা চালু করা হবে ৷

আরও পড়ুন: নিউ গড়িয়া-রুবি মোড় সিআরএস পরিদর্শন শেষ, রুটে মেট্রো চালুর অপেক্ষা

গত বছরের সেপ্টেম্বর মাসে এই রুটে ট্রায়াল রান শুরু হয় । 30 জানুয়ারি সকাল 9 টা নাগাদ থেকে হয়েছিল সিআরএসে পরিদর্শন । প্রায় সন্ধ্যে 6টা পর্যন্ত চলেছিল সেই পরিদর্শন কর্মসূচি । 5.4 কিমি মেট্রো লাইনের এই অংশে আপাতত পাঁচটি স্টেশন চালু করা হবে বলে জানা গিয়েছে । এই অংশের কাজের জন্য ব্যয় হয়েছে প্রায় 1550 কোটি টাকা বলে রেল সূত্রের খবর ।

সিআরএস এবং তাঁর দলের আধিকারিকরা পাঁচটি স্টেশন কবি সুভাষ বা নিউ গড়িয়া, সত্যজিৎ রায় বা হাইল্যান্ড পার্ক, জ্যোতিরিন্দ্র নন্দী বা মেট্রো ক্যাশ অ্যান্ড কেরি ও অজয় নগর, কবি সুকান্ত বা অভিষিক্তা ক্রসিং এবং হেমন্ত মুখোপাধ্যায়ের বা রুবি মোড় ঘুরে দেখেছিলেন । পাশাপাশি স্টেশনগুলিতে সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তাঁরা । আগুনের উৎসস্থল খোঁজা ও তা নির্বাপণের ব্যবস্থাপনা খতিয়ে দেখেছিলেন রেলের আধিকারিকরা ৷ এমনকী স্টেশন কন্ট্রোল প্যানেল, ট্র্যাকের সবকটি পয়েন্ট, সাব স্টেশন, প্ল্যাটফর্ম, ট্র্যাক, এসকেলেটর, লিফট, যাত্রী সুরক্ষা ও যাত্রী স্বাচ্ছন্দের সমস্ত দিকগুলিও খতিয়ে দেখেন তাঁরা ।

কবি সুভাষ থেকে রুবি মোড় পর্যন্ত ট্রলি ইনস্পেকশন করা হয়েছিল । অর্থাৎ ট্রলি চালিয়ে ট্র্যাক পরীক্ষা করা হয় । এমনকী 30 জানুয়ারি সন্ধ্যের দিকে রেকে চেপে স্পিড ট্রায়াল করে দেখেন সিআরএস আধিকারিকরা । সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির মধ্যেই সিআরএসএর কমপ্লায়েন্স-সহ রিপোর্ট চলে আসার সম্ভাবনা ছিল । আর তাই হল ৷ সেই রিপোর্টের ওপর নির্ভর করেই যত দ্রুত সম্ভব যাত্রী সেবার জন্য খুলে যেতে চলেছে এই অংশের মেট্রো । এমনটাই জানা গিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে ৷

কলকাতা, 7 ফেব্রুয়ারি: চলতি মাসেই যাত্রী নিয়ে দৌড়বে নিউ গড়িয়া থেকে রুবি মোড় পর্যন্ত মেট্রো (New Garia-Ruby Metro to start in February) । আজই মিলেছে ছাড়পত্র । কবি সুভাষ বা নিউ গড়িয়া থেকে রুবি মোড় বা হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত মেট্রোর অরেঞ্জ লাইনে যাত্রী পরিষেবা শুরু এবার শুধু সময়ের অপেক্ষা । আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা । গত 30 জানুয়ারি এই অংশের পরিদর্শনে এসেছিলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস) ।

অরুণ অরোরা বলেন, "আমরা এই অংশে মেট্রো পরিষেবা দিতে প্রস্তুত । তবে এই মাসের ঠিক কবে থেকে শুরু হবে পরিষেবা সেই সিদ্ধান্ত নেবে রেল বোর্ড । রেল বোর্ডের তরফে তারিখ ঘোষণা করা হলেই পরিষেবা শুরু হয়ে যাবে । ছাড়পত্র মিললেও ভাড়া কী হবে সেই বিষয় সিদ্ধান্ত নিতে এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে ।" এখনও সিআরএসের ছাড়পত্রের কপি এসে পৌঁছয়নি সাংবাদিকদের হাতে ৷ তবে জানা গিয়েছে, ছাড়পত্র পাওয়ার পরেও সবদিক খতিয়ে দেখে পরিষেবা চালু করা হবে ৷

আরও পড়ুন: নিউ গড়িয়া-রুবি মোড় সিআরএস পরিদর্শন শেষ, রুটে মেট্রো চালুর অপেক্ষা

গত বছরের সেপ্টেম্বর মাসে এই রুটে ট্রায়াল রান শুরু হয় । 30 জানুয়ারি সকাল 9 টা নাগাদ থেকে হয়েছিল সিআরএসে পরিদর্শন । প্রায় সন্ধ্যে 6টা পর্যন্ত চলেছিল সেই পরিদর্শন কর্মসূচি । 5.4 কিমি মেট্রো লাইনের এই অংশে আপাতত পাঁচটি স্টেশন চালু করা হবে বলে জানা গিয়েছে । এই অংশের কাজের জন্য ব্যয় হয়েছে প্রায় 1550 কোটি টাকা বলে রেল সূত্রের খবর ।

সিআরএস এবং তাঁর দলের আধিকারিকরা পাঁচটি স্টেশন কবি সুভাষ বা নিউ গড়িয়া, সত্যজিৎ রায় বা হাইল্যান্ড পার্ক, জ্যোতিরিন্দ্র নন্দী বা মেট্রো ক্যাশ অ্যান্ড কেরি ও অজয় নগর, কবি সুকান্ত বা অভিষিক্তা ক্রসিং এবং হেমন্ত মুখোপাধ্যায়ের বা রুবি মোড় ঘুরে দেখেছিলেন । পাশাপাশি স্টেশনগুলিতে সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তাঁরা । আগুনের উৎসস্থল খোঁজা ও তা নির্বাপণের ব্যবস্থাপনা খতিয়ে দেখেছিলেন রেলের আধিকারিকরা ৷ এমনকী স্টেশন কন্ট্রোল প্যানেল, ট্র্যাকের সবকটি পয়েন্ট, সাব স্টেশন, প্ল্যাটফর্ম, ট্র্যাক, এসকেলেটর, লিফট, যাত্রী সুরক্ষা ও যাত্রী স্বাচ্ছন্দের সমস্ত দিকগুলিও খতিয়ে দেখেন তাঁরা ।

কবি সুভাষ থেকে রুবি মোড় পর্যন্ত ট্রলি ইনস্পেকশন করা হয়েছিল । অর্থাৎ ট্রলি চালিয়ে ট্র্যাক পরীক্ষা করা হয় । এমনকী 30 জানুয়ারি সন্ধ্যের দিকে রেকে চেপে স্পিড ট্রায়াল করে দেখেন সিআরএস আধিকারিকরা । সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির মধ্যেই সিআরএসএর কমপ্লায়েন্স-সহ রিপোর্ট চলে আসার সম্ভাবনা ছিল । আর তাই হল ৷ সেই রিপোর্টের ওপর নির্ভর করেই যত দ্রুত সম্ভব যাত্রী সেবার জন্য খুলে যেতে চলেছে এই অংশের মেট্রো । এমনটাই জানা গিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.