ETV Bharat / state

New Dog in Lalbazar: শহরে খুনের কিনারা করতে লালবাজারের হাতিয়ার দের বছরের রাজ - New Dog in Lalbazar

কলকাতা পুলিশের সারমেয় বিভাগ বা কলকাতা পুলিশ ডগ স্কোয়ার্ড টিমে এক নতুন সদস্যের সংযোজন (New Dog in Lalbazar)। ল্যাব্রাডর প্রজাতির ওই কুকুরের নাম রাজ ৷

New Dog Lalbazar
শহরে খুনের কিনারা করতে লালবাজারের হাতিয়ার দের বছরের রাজ
author img

By

Published : Jul 12, 2022, 11:01 PM IST

কলকাতা, 12 জুলাই: শহরের বুকে ঘটে যাওয়া যেকোনও খুন এবং ডাকাতির ঘটনার কিনারা করতে এবার লালবাজারের হাতিয়ার রাজ । তবে কে এই রাজ ? সূত্রের খবর, রাজ আদতে কলকাতা পুলিশের সারমেয় বিভাগ বা কলকাতা পুলিশ ডগ স্কোয়ার্ড টিমের একজন নতুন সদস্য । এর প্রজাতি হল ল্যাব্রাডর (New Dog in Lalbazar)। ইতিমধ্যেই হরিয়ানার ইন্দ্র টিবেটিয়ান বর্ডার পুলিশের থেকে তিন মাসের বিশেষ প্রশিক্ষণ নিয়ে কলকাতায় পা রেখেছে ল্যাব্রাডার প্রজাতির রাজ । ইতিমধ্যেই রাজকে নিয়ে আশাবাদী কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।
জানা গিয়েছে, দেড় বছর বয়স এই রাজের । কিন্তু চোর ডাকাত ধরতে বিশেষভাবে পারদর্শী এবং নিমিষেই আততায়ীর গন্ধ শুঁকে আততায়ী পর্যন্ত পৌঁছতে বিশেষভাবে প্রশিক্ষিত এই রাজ ।

আরও পড়ুন: কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে পৃথক কন্ট্রোল রুম খোলার ভাবনা লালবাজারের
অত্যাধুনিক এবং অভিজাত ট্রাকিং ইউনিট বা কলকাতা পুলিশ ট্র্যাকিং ইউনিটের শক্তি বৃদ্ধি লক্ষ্যে নিয়ে আসা হয়েছে রাজকে । এই নিয়ে কলকাতা পুলিশের ডগ স্কোয়াডে ট্র্যাকার ডগ এর সংখ্যা বেড়ে দাঁড়াল মোট তিন । নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক পুলিশ কর্তার দাবি, দীর্ঘসময় ধরে এমন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শুধুমাত্র খুন এবং ডাকাতির ঘটনার আততায়ীকে এবং অভিযুক্তদের ধরতে পারদর্শী সারমেয় বহু বছর পর হাতে পেল কলকাতা পুলিশ ।

কলকাতা, 12 জুলাই: শহরের বুকে ঘটে যাওয়া যেকোনও খুন এবং ডাকাতির ঘটনার কিনারা করতে এবার লালবাজারের হাতিয়ার রাজ । তবে কে এই রাজ ? সূত্রের খবর, রাজ আদতে কলকাতা পুলিশের সারমেয় বিভাগ বা কলকাতা পুলিশ ডগ স্কোয়ার্ড টিমের একজন নতুন সদস্য । এর প্রজাতি হল ল্যাব্রাডর (New Dog in Lalbazar)। ইতিমধ্যেই হরিয়ানার ইন্দ্র টিবেটিয়ান বর্ডার পুলিশের থেকে তিন মাসের বিশেষ প্রশিক্ষণ নিয়ে কলকাতায় পা রেখেছে ল্যাব্রাডার প্রজাতির রাজ । ইতিমধ্যেই রাজকে নিয়ে আশাবাদী কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।
জানা গিয়েছে, দেড় বছর বয়স এই রাজের । কিন্তু চোর ডাকাত ধরতে বিশেষভাবে পারদর্শী এবং নিমিষেই আততায়ীর গন্ধ শুঁকে আততায়ী পর্যন্ত পৌঁছতে বিশেষভাবে প্রশিক্ষিত এই রাজ ।

আরও পড়ুন: কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে পৃথক কন্ট্রোল রুম খোলার ভাবনা লালবাজারের
অত্যাধুনিক এবং অভিজাত ট্রাকিং ইউনিট বা কলকাতা পুলিশ ট্র্যাকিং ইউনিটের শক্তি বৃদ্ধি লক্ষ্যে নিয়ে আসা হয়েছে রাজকে । এই নিয়ে কলকাতা পুলিশের ডগ স্কোয়াডে ট্র্যাকার ডগ এর সংখ্যা বেড়ে দাঁড়াল মোট তিন । নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক পুলিশ কর্তার দাবি, দীর্ঘসময় ধরে এমন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শুধুমাত্র খুন এবং ডাকাতির ঘটনার আততায়ীকে এবং অভিযুক্তদের ধরতে পারদর্শী সারমেয় বহু বছর পর হাতে পেল কলকাতা পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.