কলকাতা, 30 অগাস্ট : গণধর্ষণের জেরে কোলাঘাটের কিশোরীর মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠল । গতকাল রাত 11টা 15 মিনিট নাগাদ ওই কিশোরীর মৃত্যু হয়েছে SSKM হাসপাতালে । অভিযোগ, সেখানে তার চিকিৎসার জন্য ICU-র বেড তো দূরের কথা, সাধারণ বেডও মেলেনি । মেঝেতে রেখে চিকিৎসা হয়েছে তার ।
শনিবার, 24 অগাস্ট গণধর্ষনের শিকার হয় ওই কিশোরী । ধর্ষণের ভিডিয়ো ভাইরাল করে দেওয়া হবে, এমন হুঁশিয়ারি দেয় অভিযুক্তরা । বাড়ি ফিরে সে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে । মুখ থেকে গ্যাঁজলা বের হতে থাকায় তাকে ভরতি করা হয় মেচেদার একটি নার্সিংহোমে । সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে সোমবার 26 অগাস্ট তাকে রেফার করা হয় তমলুক জেলা হাসপাতালে ।
26 অগাস্ট রাত 11-12 নাগাদ তাকে সেখান থেকে নিয়ে আসা হয় SSKM হাসপাতালে । সেখানে মেডিসিন বিভাগে ভরতি করানো হয় । একথা জানিয়ে এই কিশোরীর প্রতিবেশী মদন কুমার মণ্ডল বলেন, "তমলুক জেলা হাসপাতাল থেকে বলা হয় ICU-এর প্রয়োজন । এর জন্য NRS অথবা SSKM হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলা হয় । SSKM-এ ICU-এর বেড তো দূরের কথা, নর্মাল বেডটাও পাইনি । অনেক কষ্টে রাত দু'টো নাগাদ ভরতি করানো হয় সেখানে । মেঝেতে রেখেই তারপর চিকিৎসা হয় ।" এই অভিযোগের বিষয়ে SSKM হাসপাতালের MSVP ( মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল) রঘুনাথ মিশ্রর বক্তব্য জানতে চেয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সম্ভব হয়নি ।
নির্যাতিতার প্রতিবেশী মদন কুমার মণ্ডল বলেন, "আমার প্রথম প্রশ্ন, রাজ্যের বড় এই হাসপাতালে এরকম এক রোগী যিনি কি না নির্যাতিতা এবং কীটনাশক খেয়েছেন । সেই রোগী ICU-র বেড পায় না । 26 তারিখ রাত থেকে গতকাল, বৃহস্পতিবার রাত 11টা 15 পর্যন্ত মেঝেতে রেখে চিকিৎসা হয়েছে । শেষ নিশ্বাস ত্যাগ করেছেন । আমার মনে হয়, চিকিৎসার জন্য মেডিকেল টিম গড়া উচিত ছিল ।" একইসঙ্গে তিনি বলেন, "মাননীয়া মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন, রাজ্যের সবথেকে বড় এই হাসপাতালে যদি এই পরিষেবা হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবেন?"
এই ঘটনায় 6 জন অভিযুক্তের মধ্যে একজন সিভিক ভলান্টিয়ারের আত্মীয় । তিনি এখনও অধরা । একথা জানিয়ে মৃত এই কিশোরীর এই প্রতিবেশী বলেন, "24 ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে । দোষীদের উপযুক্ত শাস্তি অর্থাৎ, ফাঁসি দিতে হবে । এরপরে যদি দেখি প্রশাসন আড়াল করছে দোষীদের, তাহলে আমরা CBI তদন্তের দাবি করছি ।" আজ দুপুরে মৃত এই কিশোরীর মৃতদেহের পোস্টমর্টেম হয় SSKM-এ । হাসপাতালে তারপর দেহ নিয়ে বাড়িতে ফিরবেন পরিজনরা ।