ETV Bharat / state

Vande Bharat Express: বন্দে মাতরমের মাটিতে বন্দে ভারত নিয়ে উৎফুল্ল মোদি - বন্দে মাতরম

পশ্চিমবঙ্গের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ হঠাৎ মাতৃবিয়োগের জেরে ভার্চুয়ালি এই ট্রেনের যাত্রা শুরু করান তিনি ৷ একইসঙ্গে, এদিনই জোকা-তারাতলা রুটে মেট্রো পরিষেবারও (Joka Taratala Metro Service) পথচলা শুরু হল মোদির হাতে ৷ উদ্বোধনী অনুষ্ঠানে বন্দে মাতরমেরও প্রসঙ্গ টানেন মোদি ৷

Narendra Modi virtually flags off Vande Bharat Express and Joka Taratala Metro Service
বাংলায় শুরু হল বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা ৷
author img

By

Published : Dec 30, 2022, 12:08 PM IST

Updated : Dec 30, 2022, 1:47 PM IST

ভার্চুয়াল উদ্বোধন ৷

কলকাতা, 30 ডিসেম্বর: পরবর্তিত সিদ্ধান্ত অনুসারে, ভার্চুয়ালিই বাংলায় বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ একইসঙ্গে, দীর্ঘ প্রতিক্ষার পর জোকা থেকে তারাতলা রুটে মেট্রো চলাচলেরও (Joka Taratala Metro Service) সূচনা করলেন তিনি ৷ সেটাও হল ভার্চুয়ালি ৷ তবে বাংলায় বন্দে ভারতের উদ্বোধনে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী ৷ মোদি বলেন, "যে মাটি থেকে বন্দে মাতরম স্লোগান প্রথম উচ্চারিত হয়েছিল সেখানে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করতে পেতে আমি আপ্লুত ৷"

কথা ছিল, শুক্রবার বঙ্গ সফরে আসবেন মোদি ৷ কিন্তু, তার আগেই সবকিছু এলোমেলো হয়ে যায় ৷ গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদি (Heeraben Modi) ৷ চিকিৎসায় ক্রমে সুস্থও হয়ে উঠছিলেন তিনি ৷ চিকিৎসকরা ভেবেছিলেন, আগামী এক-দু'দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে হীরাবেনকে ৷ কিন্তু, সুস্থতার খবরের মধ্যেই শুক্রবার ভোর রাতে প্রয়াত হন প্রধানমন্ত্রীর মা ৷ ফলে বঙ্গ সফর বাতিল করে গুজরাতে পৌঁছন মোদি ৷ সামিল হন মায়ের শেষকৃত্যের অনুষ্ঠানে ৷

  • PM Modi flags off Vande Bharat Express connecting Howrah to New Jalpaiguri, in West Bengal, via video conferencing. West Bengal CM Mamata Banerjee, Union railway minister Ashwini Vaishnaw & other leaders present at the event in Howrah. pic.twitter.com/YFuoltdslX

    — ANI (@ANI) December 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: হাওড়া স্টেশনে মমতা আসতেই জয় শ্রীরাম ধ্বনি, বন্দে ভারতের উদ্বোধনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

তবে, এই অপূরণীয় ক্ষতির পরও বাংলায় বন্দে ভারত এক্সপ্রেস ও জোকা-তারাতলা মেট্রো পরিষেবা-সহ একগুচ্ছ জনকল্য়াণমুখী প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেননি প্রধানমন্ত্রী ৷ নির্দিষ্ট সময় তিনি হাওড়া স্টেশনে পৌঁছতে না পারলেও কেন্দ্রের প্রতিনিধি হিসাবে রেলমন্ত্রী-সহ পৌঁছে যান অন্যরা ৷ অন্যদিকে, রাজ্য সরকারের পক্ষ থেকে অনুষ্ঠানে সামিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ উপস্থিত ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)-সহ রাজ্য সরকারের উচ্চপদস্থ আমলা ও আধিকারিকরা ৷

উপস্থিত সকলকে সাক্ষী রেখেই ভার্চুয়ালি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি ৷ একইসঙ্গে, জোকা-তারাতলা মেট্রো পরিষেবা-সহ আরও একাধিক প্রকল্পের উদ্বোধন করেন তিনি ৷ পরবর্তীতে, মোদি এই অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাষণও দেন ৷ সেখানে ভারতীয় রেলের সাম্প্রতিক আধুনিকীকরণ ও সম্প্রসারণ নিয়ে অনেক তথ্য তুলে ধরেন মোদি ৷ বন্দে ভারত এক্সপ্রেস এবং জোকা তারাতলা মেট্রো পরিষেবা যে কলকাতা তথা বাংলার মানুষের কতটা সুবিধা করবে, তা নিয়েও কথা বলতে শোনা প্রধানমন্ত্রীকে ৷ মোদি তাঁর ভাষণে বলেন, "যে বঙ্গভূমে একদিন বন্দে মাতরম রচিত হয়েছিল, আজ সেখানেই বন্দে ভারতের উদ্বোধন হল ৷ আজ বাংলাকে আমার প্রণাম জানানোর দিন ৷" অন্যদিকে, মাতৃবিয়োগের পরও এই কর্মসূচিতে সামিল হওয়ায় প্রধানমন্ত্রীকে আন্তরিক সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

  • PM Modi inaugurates the Joka-Taratala stretch of the Purple Line of the Kolkata Metro through video conferencing. West Bengal CM Mamata Banerjee is present at the event.

    (Source: DD) pic.twitter.com/Q3wlmx7zFu

    — ANI (@ANI) December 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, 1 জানুয়ারি থেকেই বন্দে ভারত এক্সপ্রেস ব্যবহার করতে পারবে আমজনতা ৷ তার জন্য এদিন থেকেই শুরু হয়ে গিয়েছে টিকিট কাটার প্রক্রিয়া ৷ অন্যদিকে, জোকা-তারাতলা মেট্রো পরিষেবা শুরু হলে কলকাতার সঙ্গে শহরতলির সরাসরি যোগাযোগ আরও সহজ ও পোক্ত হবে ৷

ভার্চুয়াল উদ্বোধন ৷

কলকাতা, 30 ডিসেম্বর: পরবর্তিত সিদ্ধান্ত অনুসারে, ভার্চুয়ালিই বাংলায় বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ একইসঙ্গে, দীর্ঘ প্রতিক্ষার পর জোকা থেকে তারাতলা রুটে মেট্রো চলাচলেরও (Joka Taratala Metro Service) সূচনা করলেন তিনি ৷ সেটাও হল ভার্চুয়ালি ৷ তবে বাংলায় বন্দে ভারতের উদ্বোধনে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী ৷ মোদি বলেন, "যে মাটি থেকে বন্দে মাতরম স্লোগান প্রথম উচ্চারিত হয়েছিল সেখানে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করতে পেতে আমি আপ্লুত ৷"

কথা ছিল, শুক্রবার বঙ্গ সফরে আসবেন মোদি ৷ কিন্তু, তার আগেই সবকিছু এলোমেলো হয়ে যায় ৷ গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদি (Heeraben Modi) ৷ চিকিৎসায় ক্রমে সুস্থও হয়ে উঠছিলেন তিনি ৷ চিকিৎসকরা ভেবেছিলেন, আগামী এক-দু'দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে হীরাবেনকে ৷ কিন্তু, সুস্থতার খবরের মধ্যেই শুক্রবার ভোর রাতে প্রয়াত হন প্রধানমন্ত্রীর মা ৷ ফলে বঙ্গ সফর বাতিল করে গুজরাতে পৌঁছন মোদি ৷ সামিল হন মায়ের শেষকৃত্যের অনুষ্ঠানে ৷

  • PM Modi flags off Vande Bharat Express connecting Howrah to New Jalpaiguri, in West Bengal, via video conferencing. West Bengal CM Mamata Banerjee, Union railway minister Ashwini Vaishnaw & other leaders present at the event in Howrah. pic.twitter.com/YFuoltdslX

    — ANI (@ANI) December 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: হাওড়া স্টেশনে মমতা আসতেই জয় শ্রীরাম ধ্বনি, বন্দে ভারতের উদ্বোধনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

তবে, এই অপূরণীয় ক্ষতির পরও বাংলায় বন্দে ভারত এক্সপ্রেস ও জোকা-তারাতলা মেট্রো পরিষেবা-সহ একগুচ্ছ জনকল্য়াণমুখী প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেননি প্রধানমন্ত্রী ৷ নির্দিষ্ট সময় তিনি হাওড়া স্টেশনে পৌঁছতে না পারলেও কেন্দ্রের প্রতিনিধি হিসাবে রেলমন্ত্রী-সহ পৌঁছে যান অন্যরা ৷ অন্যদিকে, রাজ্য সরকারের পক্ষ থেকে অনুষ্ঠানে সামিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ উপস্থিত ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)-সহ রাজ্য সরকারের উচ্চপদস্থ আমলা ও আধিকারিকরা ৷

উপস্থিত সকলকে সাক্ষী রেখেই ভার্চুয়ালি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি ৷ একইসঙ্গে, জোকা-তারাতলা মেট্রো পরিষেবা-সহ আরও একাধিক প্রকল্পের উদ্বোধন করেন তিনি ৷ পরবর্তীতে, মোদি এই অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাষণও দেন ৷ সেখানে ভারতীয় রেলের সাম্প্রতিক আধুনিকীকরণ ও সম্প্রসারণ নিয়ে অনেক তথ্য তুলে ধরেন মোদি ৷ বন্দে ভারত এক্সপ্রেস এবং জোকা তারাতলা মেট্রো পরিষেবা যে কলকাতা তথা বাংলার মানুষের কতটা সুবিধা করবে, তা নিয়েও কথা বলতে শোনা প্রধানমন্ত্রীকে ৷ মোদি তাঁর ভাষণে বলেন, "যে বঙ্গভূমে একদিন বন্দে মাতরম রচিত হয়েছিল, আজ সেখানেই বন্দে ভারতের উদ্বোধন হল ৷ আজ বাংলাকে আমার প্রণাম জানানোর দিন ৷" অন্যদিকে, মাতৃবিয়োগের পরও এই কর্মসূচিতে সামিল হওয়ায় প্রধানমন্ত্রীকে আন্তরিক সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

  • PM Modi inaugurates the Joka-Taratala stretch of the Purple Line of the Kolkata Metro through video conferencing. West Bengal CM Mamata Banerjee is present at the event.

    (Source: DD) pic.twitter.com/Q3wlmx7zFu

    — ANI (@ANI) December 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, 1 জানুয়ারি থেকেই বন্দে ভারত এক্সপ্রেস ব্যবহার করতে পারবে আমজনতা ৷ তার জন্য এদিন থেকেই শুরু হয়ে গিয়েছে টিকিট কাটার প্রক্রিয়া ৷ অন্যদিকে, জোকা-তারাতলা মেট্রো পরিষেবা শুরু হলে কলকাতার সঙ্গে শহরতলির সরাসরি যোগাযোগ আরও সহজ ও পোক্ত হবে ৷

Last Updated : Dec 30, 2022, 1:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.