ETV Bharat / state

চতুর্থবারের জন্য জামিন খারিজ, ফের জেল হেপাজতে মির্জ়া - IPS mirza in jail custody

মির্জার আইনজীবীরা তাঁর জামিনের পক্ষে জোর সওয়াল করেন । বলা হয়, একমাস জেলে থাকাকালীন CBI নতুন কোনও তথ্য মির্জার বিরুদ্ধে জোগাড় করতে পারেনি । জেলে থাকাকালীন তাঁর কাছে গিয়ে কোনও জিজ্ঞাসাবাদও করেননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । আইনজীবীদের প্রশ্ন ছিল, তদন্তের অগ্রগতি নেই, তাহলে কেন জেলে রাখা হবে মির্জ়াকে?

মির্জা
author img

By

Published : Oct 30, 2019, 5:13 PM IST

কলকাতা, 30 অক্টোবর : ফের জেল হেপাজতের নির্দেশ দেওয়া হল এস এম এইচ মির্জ়াকে । আজ চতুর্থবারের জন্য নারদকাণ্ডে অভিযুক্ত IPS এর জামিনের আবেদন খারিজ করে দিল CBI-এর বিশেষ আদালত । ফলে তাঁকে আপাতত জেলেই থাকতে হবে ।

এর আগে 15 অক্টোবর মির্জ়াকে আজ পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দিয়েছিল আদালত । সেই সূত্রেই আজ তাঁকে কোর্টে তোলা হয় । CBI-এর বিশেষ আদালতে এই মামলার শুনানি হয় । মির্জ়ার আইনজীবীরা তাঁর জামিনের পক্ষে জোর সওয়াল করেন । বলা হয়, একমাস জেলে থাকাকালীন CBI নতুন কোনও তথ্য মির্জ়ার বিরুদ্ধে জোগাড় করতে পারেনি । জেলে থাকাকালীন তাঁর কাছে গিয়ে কোনও জিজ্ঞাসাবাদও করেননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । আইনজীবিদের প্রশ্ন ছিল, তদন্তের অগ্রগতি নেই, তাহলে কেন জেলে রাখা হবে মির্জ়াকে?

অন্যদিকে, যথারীতি জামিনের বিরোধিতা করেন CBI-এর আইনজীবী । এবারও মির্জাকে তিনি প্রভাবশালী হিসেবেই তুলে ধরেন । তাঁর দাবি, জেলের বাইরে থাকলে প্রভাব খাটিয়ে উনি তদন্তের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করতে পারেন । এক্ষেত্রে তাঁর রাজনৈতিক যোগাযোগের তত্ত্ব তুলে ধরেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীরা ।

দু'পক্ষের সওয়াল-জবাব শোনার পর, আদালত মির্জ়ার জামিনের আবেদন খারিজ করে দেয় । তাঁকে ফের 14 দিনের জন্য জেল হেপাজতের নির্দেশ দেয় ব্যাঙ্কশাল কোর্টের CBI-এর বিশেষ আদালত । অর্থাৎ, আগামী 13 নভেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে মির্জ়াকে ।

কলকাতা, 30 অক্টোবর : ফের জেল হেপাজতের নির্দেশ দেওয়া হল এস এম এইচ মির্জ়াকে । আজ চতুর্থবারের জন্য নারদকাণ্ডে অভিযুক্ত IPS এর জামিনের আবেদন খারিজ করে দিল CBI-এর বিশেষ আদালত । ফলে তাঁকে আপাতত জেলেই থাকতে হবে ।

এর আগে 15 অক্টোবর মির্জ়াকে আজ পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দিয়েছিল আদালত । সেই সূত্রেই আজ তাঁকে কোর্টে তোলা হয় । CBI-এর বিশেষ আদালতে এই মামলার শুনানি হয় । মির্জ়ার আইনজীবীরা তাঁর জামিনের পক্ষে জোর সওয়াল করেন । বলা হয়, একমাস জেলে থাকাকালীন CBI নতুন কোনও তথ্য মির্জ়ার বিরুদ্ধে জোগাড় করতে পারেনি । জেলে থাকাকালীন তাঁর কাছে গিয়ে কোনও জিজ্ঞাসাবাদও করেননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । আইনজীবিদের প্রশ্ন ছিল, তদন্তের অগ্রগতি নেই, তাহলে কেন জেলে রাখা হবে মির্জ়াকে?

অন্যদিকে, যথারীতি জামিনের বিরোধিতা করেন CBI-এর আইনজীবী । এবারও মির্জাকে তিনি প্রভাবশালী হিসেবেই তুলে ধরেন । তাঁর দাবি, জেলের বাইরে থাকলে প্রভাব খাটিয়ে উনি তদন্তের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করতে পারেন । এক্ষেত্রে তাঁর রাজনৈতিক যোগাযোগের তত্ত্ব তুলে ধরেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীরা ।

দু'পক্ষের সওয়াল-জবাব শোনার পর, আদালত মির্জ়ার জামিনের আবেদন খারিজ করে দেয় । তাঁকে ফের 14 দিনের জন্য জেল হেপাজতের নির্দেশ দেয় ব্যাঙ্কশাল কোর্টের CBI-এর বিশেষ আদালত । অর্থাৎ, আগামী 13 নভেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে মির্জ়াকে ।

Intro:কলকাতা, ৩০ অক্টোবর: ফের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হলো এস এম এইচ মির্জাকে। আজ চতুর্থবারের জন্য নারদ কান্ডে অভিযুক্ত IPS এর জামিনের আবেদন খারিজ করে দিল CBI এর বিশেষ আদালত। ফলে তাঁকে আপাতত জেলেই থাকতে হবে।Body:এর আগে ১৫ অক্টোবর আজ পর্যন্ত যে হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। সেই সূত্রেই আজ তাকে কোর্টে তোলা হয়। সিবিআইয়ের বিশেষ আদালতে এই মামলার শুনানি হয়। মির্জার আইনজীবীরা তাঁর জামিনের পক্ষে জোর সওয়াল করেন। বলা হয়, একমাস জেলে থাকাকালীন সিবিআই নতুন কোনও তথ্য যোগার করতে পারেনি মির্জার বিরুদ্ধে। জেলে থাকাকালীন তাঁর কাছে গিয়ে কোনও জিজ্ঞাসাবাদও করেননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আইনজীবিদের প্রশ্ন ছিল, তদন্তের অগ্রগতি নেই, তাহলে কেন জেলে রাখা হবে মির্জাকে?
Conclusion:অন্যদিকে, সিবিআই যথারীতি জামিনের বিরোধিতা করে। এবারও মির্জাকে তারা প্রভাবশালী হিসেবেই তুলে ধরে। তাদের দাবি জেলের বাইরে থাকলে প্রভাব খাটিয়ে উনি তদন্তের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করতে পারেন। এক্ষেত্রে তাঁর রাজনৈতিক যোগাযোগের তত্ত্ব তুলে ধরেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীরা।

দু'পক্ষের সওয়াল-জবাব শোনার পর, আদালত মির্জার জামিনের আবেদন খারিজ করে। তাঁকে ফের ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেয় ব্যাঙ্কশাল কোর্ট-এর সিবিআই বিশেষ আদালত। অর্থাৎ, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে মির্জাকে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.