কলকাতা, 30 অক্টোবর : ফের জেল হেপাজতের নির্দেশ দেওয়া হল এস এম এইচ মির্জ়াকে । আজ চতুর্থবারের জন্য নারদকাণ্ডে অভিযুক্ত IPS এর জামিনের আবেদন খারিজ করে দিল CBI-এর বিশেষ আদালত । ফলে তাঁকে আপাতত জেলেই থাকতে হবে ।
এর আগে 15 অক্টোবর মির্জ়াকে আজ পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দিয়েছিল আদালত । সেই সূত্রেই আজ তাঁকে কোর্টে তোলা হয় । CBI-এর বিশেষ আদালতে এই মামলার শুনানি হয় । মির্জ়ার আইনজীবীরা তাঁর জামিনের পক্ষে জোর সওয়াল করেন । বলা হয়, একমাস জেলে থাকাকালীন CBI নতুন কোনও তথ্য মির্জ়ার বিরুদ্ধে জোগাড় করতে পারেনি । জেলে থাকাকালীন তাঁর কাছে গিয়ে কোনও জিজ্ঞাসাবাদও করেননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । আইনজীবিদের প্রশ্ন ছিল, তদন্তের অগ্রগতি নেই, তাহলে কেন জেলে রাখা হবে মির্জ়াকে?
অন্যদিকে, যথারীতি জামিনের বিরোধিতা করেন CBI-এর আইনজীবী । এবারও মির্জাকে তিনি প্রভাবশালী হিসেবেই তুলে ধরেন । তাঁর দাবি, জেলের বাইরে থাকলে প্রভাব খাটিয়ে উনি তদন্তের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করতে পারেন । এক্ষেত্রে তাঁর রাজনৈতিক যোগাযোগের তত্ত্ব তুলে ধরেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীরা ।
দু'পক্ষের সওয়াল-জবাব শোনার পর, আদালত মির্জ়ার জামিনের আবেদন খারিজ করে দেয় । তাঁকে ফের 14 দিনের জন্য জেল হেপাজতের নির্দেশ দেয় ব্যাঙ্কশাল কোর্টের CBI-এর বিশেষ আদালত । অর্থাৎ, আগামী 13 নভেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে মির্জ়াকে ।