কলকাতা, 3 এপ্রিল: হাওড়া ও হুগলির রিষড়ায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তির ঘটনার পর এলাকার পরিস্থিতি জানতে সুকান্ত মজুমদারকে ফোন করলেন জেপি নাড্ডা ৷ সোমবার সন্ধ্যা 6টা 20 মিনিট নাগাদ বিজেপি সভাপতি নাড্ডা ফোন করেন দলের রাজ্য সভাপতি সুকান্তকে ৷ ফোন করে উনি এই দুই এলাকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন বলে জানান রাজ্য বিজেপি সভাপতি ৷
সুকান্ত মজুমদার জানান, যেসব এলাকায় অশান্তি হয়েছে সেখানে কেন্দ্রীয়বাহিনী মোতায়েনের প্রয়োজন বলে তিনি জেপি নাড্ডাকে বলেছেন ৷ পাশাপাশি ওই দুই এলাকায় হিংসার যে ঘটনা ঘটেছে তা নিয়ে এনআইএ তদন্তেরও দাবি জানিয়েছে রাজ্য বিজেপি ৷ সুকান্ত মজুমদার বলেন, "হাওড়ার শিবপুর ও হুগলির রিষড়ার ঘটনায় আমি এনআইএ তদন্তের দাবি করেছি, একমাত্র তা হলেই সত্যি সামনে আসবে ৷" পরিস্থিতি সামলাতে রাজ্য পুলিশ ব্যর্থ বলেও এদিন নাড্ডার কাছে অভিযোগ করেন বিজেপি'র রাজ্য সভাপতি ৷ উল্লেখ্য, এদিন সকালে দিল্লিতে সাংবাদিক বৈঠক করে এনআইএ তদন্তের দাবি করেছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও ৷
এদিন রিষড়ায় যাওয়ার চেষ্টা করলেও সুকান্ত মজুমদারকে সেখানে যাওয়ার অনুমতি দেয়নি প্রশাসন ৷ এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, তৃণমূল নেতারা সেখানে ঘুরে বেড়ালেও তাঁকে পুলিশ যেতে দেয়নি ৷ রবিবার রিষড়ার ঘটনা প্রসঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বিজেপি'ই বাইরে থেকে দুষ্কৃতীদের নিয়ে এসে অশান্তি ছড়িয়েছে ৷
আরও পড়ুন: 144 ধারা সত্ত্বেও ওঁরা সেখানে 'খোলা ষাঁড়ের মতো' ঘুরে বেড়াচ্ছেন ! তোপ সুকান্তর
রবিবারের ঘটনায় রিষড়ায় আহত হন পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ ৷ আহত হন সাধারণ নাগরিক ও পুলিশ কর্মীরাও ৷ এই ঘটনার পর থেকেই এলাকায় জারি করা হয় 144 ধারা, বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবাও ৷ এর আগে হাওড়ার শিবপুরেও অশান্তি ছড়িয়েছিল রামনবমীর মিছিলকে কেন্দ্র করে ৷ এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷ সংখ্যালঘু ভোটব্যাঙ্কের স্বার্থেই রাজ্যের শাসকদল তৃণমূল এই অশান্তি করিয়েছে বলে অভিযোগ বিজেপি'র ৷ পালটা অশান্তি পাকানোর জন্য গেরুয়া শিবিরকে বিঁধেছে ঘাসফুল শিবির ৷