ETV Bharat / state

Jagannath Sarkar Security : বোমা হামলার জের, বিজেপি সাংসদকে সশস্ত্র নিরাপত্তা দিল মমতার সরকার - জগন্নাথ সরকার

‘কাশ্মীর ফাইলস’ দেখে ফেরার পথে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের গাড়িতে বোমা মারে দুষ্কৃতীরা ৷ তারপরেই শোনা গিয়েছিল, কেন্দ্রীয় নিরাপত্তা ফিরে পেতে পারেন তিনি ৷ যদিও তার আগেই তাঁকে নিরাপত্তা দিল রাজ্য সরকার (Armed Security for BJP MP Jagannath Sarkar) ৷

Jagannath Sarkar BJP MP
বিজেপি সাংসদকে সশস্ত্র নিরাপত্তা দিল নবান্ন
author img

By

Published : Mar 20, 2022, 9:04 PM IST

কলকাতা, 20 মার্চ : গত মাসের মাঝামাঝি রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নিরাপত্তা তুলে নেয় কেন্দ্রীয় সরকার ৷ যা নিয়ে বিস্তর ক্ষোভ প্রকাশ করেছিলেন ৷ তাঁর ক্ষতি হলে কেন্দ্র দায়ী থাকবে বলেও হুঁশিয়ারি দেন সাংসদ ৷ শনিবার রাতে সেই আশঙ্কা সত্যি হয় ৷ বিবেক অগ্নিহোত্রী পরিচালিত সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখে ফেরার পথে জগন্নাথ সরকারের গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা ৷ অল্পের জন্য বেঁচে যান তিনি ৷ তারপরেই শোনা গিয়েছিল, কেন্দ্রীয় নিরাপত্তা ফিরে পেতে পারেন ৷ যদিও তার আগেই রানাঘাটের সাংসদকে নিরাপত্তা দিল রাজ্য সরকার (Armed Security for BJP MP Jagannath Sarkar) ৷

নবান্ন সূত্রে খবর, রানাঘাটের সাংসদকে নিরাপত্তার জন্য দু'জন সশস্ত্র পুলিশ কর্মী বহাল করা হয়েছে ৷ এই মুহূর্তে কলকাতায় রয়েছেন জগন্নাথ সরকার ৷ 12 এপ্রিল বালিগঞ্জে উপনির্বাচন ৷ গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের সুব্রত মুখোপাধ্যায়ের বিপক্ষে অ্যাডভোকেট লোকনাথ চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছিল গেরুয়া শিবির ৷ তাঁর ঝুলিতে এসেছিল 20.48 শতাংশ ভোট ৷ এবার ওই কেন্দ্রে বিজেপির বাজি কেয়া ঘোষ ৷ সেখানে ভোটের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে জগন্নাথ সরকারকে ৷ যার জন্য কয়েকদিন পরে কলকাতায় আসার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তাঁকে তড়িঘড়ি কলকাতায় নিয়ে এসেছে দল ৷ ঠিক সেইসময় নবান্ন থেকে নিরাপত্তা দেওয়ার বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন : আত্মসমর্পণ করব না, ইডির ডাকে দিল্লি যাওয়ার আগে বার্তা অভিষেকের

বিজেপি-র তরফ থেকে এই হামলার পেছনে তৃণমূলের হাত রয়েছে বলে বারবার অভিযোগ করা হচ্ছে ৷ রাজ্য সরকারের তরফে নিরাপত্তা দিয়ে বিরোধীদের তোলা যাবতীয় অভিযোগ খণ্ডন চেষ্টা করা হল বলেও মনে করছে রাজনীতিবিদদের একাংশ ৷

কলকাতা, 20 মার্চ : গত মাসের মাঝামাঝি রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নিরাপত্তা তুলে নেয় কেন্দ্রীয় সরকার ৷ যা নিয়ে বিস্তর ক্ষোভ প্রকাশ করেছিলেন ৷ তাঁর ক্ষতি হলে কেন্দ্র দায়ী থাকবে বলেও হুঁশিয়ারি দেন সাংসদ ৷ শনিবার রাতে সেই আশঙ্কা সত্যি হয় ৷ বিবেক অগ্নিহোত্রী পরিচালিত সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখে ফেরার পথে জগন্নাথ সরকারের গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা ৷ অল্পের জন্য বেঁচে যান তিনি ৷ তারপরেই শোনা গিয়েছিল, কেন্দ্রীয় নিরাপত্তা ফিরে পেতে পারেন ৷ যদিও তার আগেই রানাঘাটের সাংসদকে নিরাপত্তা দিল রাজ্য সরকার (Armed Security for BJP MP Jagannath Sarkar) ৷

নবান্ন সূত্রে খবর, রানাঘাটের সাংসদকে নিরাপত্তার জন্য দু'জন সশস্ত্র পুলিশ কর্মী বহাল করা হয়েছে ৷ এই মুহূর্তে কলকাতায় রয়েছেন জগন্নাথ সরকার ৷ 12 এপ্রিল বালিগঞ্জে উপনির্বাচন ৷ গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের সুব্রত মুখোপাধ্যায়ের বিপক্ষে অ্যাডভোকেট লোকনাথ চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছিল গেরুয়া শিবির ৷ তাঁর ঝুলিতে এসেছিল 20.48 শতাংশ ভোট ৷ এবার ওই কেন্দ্রে বিজেপির বাজি কেয়া ঘোষ ৷ সেখানে ভোটের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে জগন্নাথ সরকারকে ৷ যার জন্য কয়েকদিন পরে কলকাতায় আসার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তাঁকে তড়িঘড়ি কলকাতায় নিয়ে এসেছে দল ৷ ঠিক সেইসময় নবান্ন থেকে নিরাপত্তা দেওয়ার বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন : আত্মসমর্পণ করব না, ইডির ডাকে দিল্লি যাওয়ার আগে বার্তা অভিষেকের

বিজেপি-র তরফ থেকে এই হামলার পেছনে তৃণমূলের হাত রয়েছে বলে বারবার অভিযোগ করা হচ্ছে ৷ রাজ্য সরকারের তরফে নিরাপত্তা দিয়ে বিরোধীদের তোলা যাবতীয় অভিযোগ খণ্ডন চেষ্টা করা হল বলেও মনে করছে রাজনীতিবিদদের একাংশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.