ETV Bharat / state

পাঁচ বছর চাকরি করলেই কনস্টেবল হওয়ার সুযোগ হোমগার্ডদের কাছে

হোমগার্ড হিসেবে মাত্র পাঁচ বছর চাকরি করলে পুলিশ কনস্টেবল পদে উন্নীত হওয়ার সুযোগ মিলবে ।

Nabanna
ফাইল ছবি
author img

By

Published : Sep 8, 2020, 7:25 PM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর : এবার হোমগার্ড থেকে সরাসরি পুলিশ কনস্টেবলে উন্নীত হওয়ার সুযোগ । আজ বিজ্ঞপ্তি জারি করে একথা ঘোষণা করল রাজ্য সরকার । জানিয়ে দেওয়া হল- মাত্র 5 বছর হোমগার্ডের কাজ করলে সরাসরি কনস্টেবল হওয়ার সুযোগ মিলবে । এছাড়াও বিজ্ঞপ্তি জারি করে কর্মরত হোমগার্ডদের জন্য একাধিক সুযোগ-সুবিধার কথাও ঘোষণা করা হয়েছে ।

আজ রাজ্যজুড়ে পালিত হল "পুলিশ দিবস"। পুলিশ দিবসের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্য মন্ত্রীরা। কোরোনা যোদ্ধা হিসেবে পুলিশকর্মীদের সম্মান জানাতেই বিশেষ এই দিন পালনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেইমতো পুলিশকর্মীদের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ।

কোরোনা পরিস্থিতিতে পুলিশকর্মীদের পাশাপাশি হোমগার্ডরাও প্রাণপণে লড়াই চালিয়ে যাচ্ছে । কিন্তু পুলিশকর্মীদের তুলনায় তাঁরা একটু সুযোগ-সুবিধা কম পান । আর তাই বিশেষ দিনে হোমগার্ডদের সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা ঘোষণা করল রাজ্য সরকার ।

আরও পড়ুন : পুজোর আগে সমস্ত বেহাল রাস্তা সারাইয়ের নির্দেশ নবান্নর

বিজ্ঞপ্তি জারি করে জানানো হল, কোনও হোমগার্ড মাত্র পাঁচ বছর চাকরি করলেই কনস্টেবল পদে উন্নীত হওয়ার সুযোগ পাবেন। 60 বছর পর্যন্ত চাকরি করার সুযোগ পাবেন । অবসর শেষে মিলবে 3 লাখ টাকা। উল্লেখ্য, আগে 50 হাজার টাকা দিত রাজ্য সরকার । আজ থেকে তা বেড়ে 3 লাখ টাকা করা হল । দুর্ঘটনা বিমা 3 লাখ টাকা করে দেওয়া হল । এছাড়াও প্রতি মাসে পাবেন 2 হাজার 40 টাকা করে ।

কলকাতা, 8 সেপ্টেম্বর : এবার হোমগার্ড থেকে সরাসরি পুলিশ কনস্টেবলে উন্নীত হওয়ার সুযোগ । আজ বিজ্ঞপ্তি জারি করে একথা ঘোষণা করল রাজ্য সরকার । জানিয়ে দেওয়া হল- মাত্র 5 বছর হোমগার্ডের কাজ করলে সরাসরি কনস্টেবল হওয়ার সুযোগ মিলবে । এছাড়াও বিজ্ঞপ্তি জারি করে কর্মরত হোমগার্ডদের জন্য একাধিক সুযোগ-সুবিধার কথাও ঘোষণা করা হয়েছে ।

আজ রাজ্যজুড়ে পালিত হল "পুলিশ দিবস"। পুলিশ দিবসের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্য মন্ত্রীরা। কোরোনা যোদ্ধা হিসেবে পুলিশকর্মীদের সম্মান জানাতেই বিশেষ এই দিন পালনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেইমতো পুলিশকর্মীদের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ।

কোরোনা পরিস্থিতিতে পুলিশকর্মীদের পাশাপাশি হোমগার্ডরাও প্রাণপণে লড়াই চালিয়ে যাচ্ছে । কিন্তু পুলিশকর্মীদের তুলনায় তাঁরা একটু সুযোগ-সুবিধা কম পান । আর তাই বিশেষ দিনে হোমগার্ডদের সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা ঘোষণা করল রাজ্য সরকার ।

আরও পড়ুন : পুজোর আগে সমস্ত বেহাল রাস্তা সারাইয়ের নির্দেশ নবান্নর

বিজ্ঞপ্তি জারি করে জানানো হল, কোনও হোমগার্ড মাত্র পাঁচ বছর চাকরি করলেই কনস্টেবল পদে উন্নীত হওয়ার সুযোগ পাবেন। 60 বছর পর্যন্ত চাকরি করার সুযোগ পাবেন । অবসর শেষে মিলবে 3 লাখ টাকা। উল্লেখ্য, আগে 50 হাজার টাকা দিত রাজ্য সরকার । আজ থেকে তা বেড়ে 3 লাখ টাকা করা হল । দুর্ঘটনা বিমা 3 লাখ টাকা করে দেওয়া হল । এছাড়াও প্রতি মাসে পাবেন 2 হাজার 40 টাকা করে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.