কলকাতা, 16 অক্টোবর: ষষ্ঠ বেতন কমিশনকে তিন মাস সময় দিল রাজ্য সরকার । আজ নবান্নে জারি হল বিজ্ঞপ্তি । বেতন কাঠামো খতিয়ে দেখবে ষষ্ঠ বেতন কমিশন ।
রাজ্যের বিভিন্ন সরকারি অনুদান প্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মী এবং বিভিন্ন শিক্ষা বোর্ডগুলির কর্মীদের বেতন কাঠামো পর্যালোচনা করবে এই কমিশন। আগামী তিন মাসের মধ্যে বেতন কমিশন তাদের রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দেবে । এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের অর্থ দপ্তর ।
গত 13 সেপ্টেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে সরকারি কর্মচারীদের সভায় বেতন কমিশনের সুপারিশের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সুপারিশের প্রথম পর্যায়ের রিপোর্ট পড়ে শোনান মুখ্যমন্ত্রী ৷ তিনি জানিয়ে দেন, আগামী বছর পয়লা জানুয়ারি থেকেই বেতন কমিশনের সুপারিশ কার্যকর করা হবে ৷ এর পরে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মীদের বর্ধিত বেতনের অনুমোদন হয় ৷ বেতন কমিশনের সুপারিশ মেনে বর্তমানে মূল বেতন, মহার্ঘ ভাতার সঙ্গে জুড়ে দেওয়া হয় । মূল বেতন এবং মহার্ঘ ভাতার উপর 14.2 শতাংশ বেতন বাড়ানো হয় ৷
মহার্ঘ ভাতা, পে কমিশনের সঙ্গে যুক্ত করে সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন 7000 টাকা থেকে বেড়ে হয়েছে 17990 টাকা । অর্থাৎ সরকারি কর্মচারীদের সবকিছু মিলিয়ে ন্যূনতম বেতন বেড়ে হয়েছে 20 হাজার 148 টাকা । এবার রাজ্যের বিভিন্ন সরকারি অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মী এবং শিক্ষা বোর্ডগুলির কর্মীদের বেতন কাঠামো পর্যালোচনা করবে ষষ্ঠ বেতন কমিশন ।