ETV Bharat / state

লোকাল ট্রেন চালু নিয়ে রেলের চিঠিতে সাড়া নেই নবান্নের

author img

By

Published : Oct 16, 2020, 7:30 AM IST

লোকাল ট্রেন পরিষেবা শুরুর বিষয়ে রাজ্যের সঙ্গে বৈঠক করতে আগ্রহ দেখায় রেল । সেইমতো 14 অক্টোবর রাজ্যকে চিঠি দেয় । কিন্তু সেই চিঠির কোনও উত্তর এখনও দেওয়া হয়নি রাজ্যের তরফে ।

train
train

কলকাতা, 16 অক্টোবর : লোকাল ট্রেন পরিষেবা আবার চালু করার দাবিতে চলছে প্রতিবাদ বিক্ষোভ । পরিষেবা শুরু হবে কি না তার আলোচনা চেয়ে রাজ্যকে চিঠি দেয় রেল । কিন্তু রেলের সেই চিঠির কোনও জবাব এখনও দেয়নি রাজ্য । ফলে পুজোর আগে ট্রেন চলবে কি না তা একরকম অনিশ্চিত হয়েই থাকল ।

রেল কর্তৃপক্ষের দাবি, বৈঠকের জন্যও কোনওপ্রকার আগ্রহ দেখায়নি রাজ্য সরকার । সামনেই দুর্গাপুজো । তড়িঘড়ি করে বৈঠক করলেও, সবকিছু ঠিকঠাক করে ট্রেন চলাচল শুরু করা কিছুটা সময় সাপেক্ষ । ফলে পুজোর আগে রেল চলাচল একপ্রকার অসম্ভব ।

লোকাল ট্রেন চালুর দাবিতে কিছুদিন আগে থেকে বিভিন্ন স্টেশনে যাত্রী বিক্ষোভ হয় । তারপরই লোকাল ট্রেন পরিষেবা শুরুর বিষয়ে রাজ্যের সঙ্গে বৈঠক করতে আগ্রহ দেখায় রেল কর্তৃপক্ষ । সেইমতো 14 অক্টোবর রাজ্যকে চিঠি দেয় । রেল চলাচলের বিষয়ে খুঁটিনাটি বিষয়গুলি রাজ্যের কাছে জানতে চায় । একটি গুরুত্বপূর্ণ বৈঠক করে সমস্যা সমাধানের উল্লেখও ছিল চিঠিতে ।

পূর্ব রেলের তরফে চিঠি আসার পরেই আশার আলো দেখতে শুরু করেছিল রাজ্যের লাখ লাখ মানুষ । বিশেষত শহরতলি এবং গ্রামের বাসিন্দারা । কিন্তু নবান্নের তরফ থেকে এখনও কোনওপ্রকার সাড়া দেওয়া হয়নি ।

লোকাল ট্রেন পরিষেবা শুরু হলে কোরোনা সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ আকার নেবে বলেই মনে করছে রাজ্য সরকার । সে কারণে হয়ত এই বিষয়ে তারা কোনও উত্তর দেয়নি বলে মনে করছে বিশেষজ্ঞ মহল ।

কলকাতা, 16 অক্টোবর : লোকাল ট্রেন পরিষেবা আবার চালু করার দাবিতে চলছে প্রতিবাদ বিক্ষোভ । পরিষেবা শুরু হবে কি না তার আলোচনা চেয়ে রাজ্যকে চিঠি দেয় রেল । কিন্তু রেলের সেই চিঠির কোনও জবাব এখনও দেয়নি রাজ্য । ফলে পুজোর আগে ট্রেন চলবে কি না তা একরকম অনিশ্চিত হয়েই থাকল ।

রেল কর্তৃপক্ষের দাবি, বৈঠকের জন্যও কোনওপ্রকার আগ্রহ দেখায়নি রাজ্য সরকার । সামনেই দুর্গাপুজো । তড়িঘড়ি করে বৈঠক করলেও, সবকিছু ঠিকঠাক করে ট্রেন চলাচল শুরু করা কিছুটা সময় সাপেক্ষ । ফলে পুজোর আগে রেল চলাচল একপ্রকার অসম্ভব ।

লোকাল ট্রেন চালুর দাবিতে কিছুদিন আগে থেকে বিভিন্ন স্টেশনে যাত্রী বিক্ষোভ হয় । তারপরই লোকাল ট্রেন পরিষেবা শুরুর বিষয়ে রাজ্যের সঙ্গে বৈঠক করতে আগ্রহ দেখায় রেল কর্তৃপক্ষ । সেইমতো 14 অক্টোবর রাজ্যকে চিঠি দেয় । রেল চলাচলের বিষয়ে খুঁটিনাটি বিষয়গুলি রাজ্যের কাছে জানতে চায় । একটি গুরুত্বপূর্ণ বৈঠক করে সমস্যা সমাধানের উল্লেখও ছিল চিঠিতে ।

পূর্ব রেলের তরফে চিঠি আসার পরেই আশার আলো দেখতে শুরু করেছিল রাজ্যের লাখ লাখ মানুষ । বিশেষত শহরতলি এবং গ্রামের বাসিন্দারা । কিন্তু নবান্নের তরফ থেকে এখনও কোনওপ্রকার সাড়া দেওয়া হয়নি ।

লোকাল ট্রেন পরিষেবা শুরু হলে কোরোনা সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ আকার নেবে বলেই মনে করছে রাজ্য সরকার । সে কারণে হয়ত এই বিষয়ে তারা কোনও উত্তর দেয়নি বলে মনে করছে বিশেষজ্ঞ মহল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.