কলকাতা, 7 অক্টোবর : আগামীকাল বন্ধ থাকবে নবান্ন ৷ কোরোনা আবহে আগামীকাল ও পরশু জীবাণুমুক্তকরণের কাজ চলবে নবান্নে ৷ এই মর্মেই আজ বিকেলে রাজ্য সরকারের ওয়েবসাইটে স্বরাষ্ট্রদপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে একথা ঘোষণা করা হয় ৷ বিজ্ঞপ্তিতে এই দুই দিন সমস্ত অফিসার ও কর্মীদের নবান্নে না আসার কথাও জানানো হয়েছে৷
অন্যদিকে রাজ্যে BJP কর্মীদের উপর "পুলিশি আঘাত", কর্মসংস্থান, বেকার যুবকদের চাকরির দাবিতে কালকের দিনই নবান্ন অভিযানের ডাক দিয়েছে রাজ্য BJP ৷ 16 সেপ্টেম্বর রাজ্য BJP-র সদর কার্যালয় থেকে নবান্ন অভিযানের ডাক দেন সদ্য দায়িত্ব প্রাপ্ত যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ ৷ সৌমিত্র খাঁ বলেছিলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রতিদিন মিছিল করতে পারেন তা হলে আমরা কেন মিছিল করব না? বাংলার বেকার যুবকদের জন্য আমরা এই মিছিল করছি ।"
আজ বিকেলে নবান্নের ওয়েবসাইটে কাল ও পরশু নবান্ন বন্ধ থাকবে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় ৷ রাজ্য BJP নেতাদের বক্তব্য BJP-কে ভয় পেয়েই নবান্ন বন্ধ রাখা হচ্ছে ৷ তবে নবান্ন বন্ধ থাকলেও কাল যে অভিযান হচ্ছেই তার আভাস মিলেছে BJP যুব মোর্চার তরফে ৷