ETV Bharat / state

Communal Harmony in Khuti Puja: ঈদে সম্প্রীতির নজির, রিমশা আলিকে কুমারী রূপে পুজো করে শহরে দুর্গোৎসবের সূচনা

খুঁটি পুজোয় রিমশা আলিকে কুমারী রূপে পুজো করে সম্প্রীতির নজির গড়ল বরানগর ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ৷ এই পুজোয় অংশ নেন হিন্দু ও মুসলিম উভয় ধর্মের মানুষজন ৷

Communal Harmony in Khuti Puja
Communal Harmony in Khuti Puja
author img

By

Published : Jun 30, 2023, 2:15 PM IST

Updated : Jun 30, 2023, 2:34 PM IST

ঈদে সম্প্রীতির নজির

কলকাতা, 30 জুন: যখন বাংলায় মাঝেমধ্যেই ধর্মীয় উত্তেজনা তৈরি হচ্ছে, মানুষের মধ্যে বিভেদের বাতাবরণ তৈরি হচ্ছে, তখন নজিরবিহীন সম্প্রীতির বার্তা দিল উত্তর কলকাতার এক পুজো কমিটি । বরানগর ফ্রেন্ড অ্যাসোসিয়েশন দুর্গোৎসব পা দিল 75 বছরে । আর সেই উপলক্ষে ঈদের দিনে খুঁটি পুজোয় স্থানীয় শিবমন্দিরে বছর পাঁচের রিমশা আলিকে কুমারী পুজো করল এই পুজো কমিটি । হানাহানির খবরে যখন বাংলার সম্প্রীতি নিয়ে উদ্বেগে থাকেন শান্তিপ্রিয় মানুষজন, তখন এমন ঘটনা নিঃসন্দেহে নজিরবিহীন বলে মনে করা হচ্ছে ৷

সম্প্রীতির নজির: সিথি সার্কাস ময়দান এলাকায় মিশ্র ধর্মের মানুষজনের বসবাস । বাংলার সবথেকে বড় উৎসব দুর্গা পুজোয় জাত-ধর্ম নির্বিশেষে অংশ নেন সবাই । পুজোর সব কাজই মিলে মিশে করে থাকেন তাঁরা । রাজ্যের বিভিন্ন প্রান্তে হনুমান জয়ন্তী বা রাম নবমী ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছিল, অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, তাতে তাঁরা সকলেই বেদনাহত । তাই এ বার আরও বেঁধে বেঁধে থাকার বার্তা দিতেই এই উদ্যোগ নিয়েছে বারানগর ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ।

Communal Harmony in Khuti Puja
রিমশা আলিকে কুমারী রূপে পুজো

আরও পড়ুন: কাগ্রামে জগদ্ধাত্রীপুজোয় মাতেন ইসলাম ধর্মাবলম্বীরাও

এই বছর এমন উদ্যোগ কেন ? সেই প্রসঙ্গে পুজো কমিটির সভাপতি অজয় ঘোষ বলেন, "বিগত 5-7 বছর ধরে বাংলায় রাম নবমী ও হনুমান জয়ন্তী ঘিরে যে বিশৃঙ্খলা চলছে, সেটা আমদের কাছে দুঃখের । আমরা ছোট থেকে পড়েছি, এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান । কোথাও যেন এই ঐক্যের ভিত নাড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে । দেশটা গান্ধিজির দেশ । ধর্মের হানাহানি নয়, এখানে ঐক্য থাকবে । এমন উদ্যোগ অন্য পুজো কমিটিগুলোও নিক ।"

ধরা পড়ল বাংলার প্রকৃত ঐতিহ্য: শুধু কুমারী পুজো নয়, ঈদের দিনে হিন্দু মহিলারা শাড়ি ও মুসলিম মহিলারা বোরখা পরেই মন্দিরের এই অনুষ্ঠানে অংশ নেন । হিন্দু ছেলেরা পঞ্জাবি ও মুসলিম পুরুষরা ফেজ টুপি পরে অংশ নেন এই পুজোয় । একইসঙ্গে, দুর্গা মূর্তি তৈরির জন্য তাঁরা সোনাগাছি গিয়ে যৌনকর্মীদের হাত থেকে মাটি নিয়ে আসেন । পুজো শেষে খাওয়া দাওয়া চলে চুটিয়ে । দুই ধর্মের মানুষজনের এই উৎসবে গা ভাসানো বাংলার চিরাচরিত ঐতিহ্যের ছবি আরও একবার ফুটিয়ে তুলেছে ।

ঈদে সম্প্রীতির নজির

কলকাতা, 30 জুন: যখন বাংলায় মাঝেমধ্যেই ধর্মীয় উত্তেজনা তৈরি হচ্ছে, মানুষের মধ্যে বিভেদের বাতাবরণ তৈরি হচ্ছে, তখন নজিরবিহীন সম্প্রীতির বার্তা দিল উত্তর কলকাতার এক পুজো কমিটি । বরানগর ফ্রেন্ড অ্যাসোসিয়েশন দুর্গোৎসব পা দিল 75 বছরে । আর সেই উপলক্ষে ঈদের দিনে খুঁটি পুজোয় স্থানীয় শিবমন্দিরে বছর পাঁচের রিমশা আলিকে কুমারী পুজো করল এই পুজো কমিটি । হানাহানির খবরে যখন বাংলার সম্প্রীতি নিয়ে উদ্বেগে থাকেন শান্তিপ্রিয় মানুষজন, তখন এমন ঘটনা নিঃসন্দেহে নজিরবিহীন বলে মনে করা হচ্ছে ৷

সম্প্রীতির নজির: সিথি সার্কাস ময়দান এলাকায় মিশ্র ধর্মের মানুষজনের বসবাস । বাংলার সবথেকে বড় উৎসব দুর্গা পুজোয় জাত-ধর্ম নির্বিশেষে অংশ নেন সবাই । পুজোর সব কাজই মিলে মিশে করে থাকেন তাঁরা । রাজ্যের বিভিন্ন প্রান্তে হনুমান জয়ন্তী বা রাম নবমী ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছিল, অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, তাতে তাঁরা সকলেই বেদনাহত । তাই এ বার আরও বেঁধে বেঁধে থাকার বার্তা দিতেই এই উদ্যোগ নিয়েছে বারানগর ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ।

Communal Harmony in Khuti Puja
রিমশা আলিকে কুমারী রূপে পুজো

আরও পড়ুন: কাগ্রামে জগদ্ধাত্রীপুজোয় মাতেন ইসলাম ধর্মাবলম্বীরাও

এই বছর এমন উদ্যোগ কেন ? সেই প্রসঙ্গে পুজো কমিটির সভাপতি অজয় ঘোষ বলেন, "বিগত 5-7 বছর ধরে বাংলায় রাম নবমী ও হনুমান জয়ন্তী ঘিরে যে বিশৃঙ্খলা চলছে, সেটা আমদের কাছে দুঃখের । আমরা ছোট থেকে পড়েছি, এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান । কোথাও যেন এই ঐক্যের ভিত নাড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে । দেশটা গান্ধিজির দেশ । ধর্মের হানাহানি নয়, এখানে ঐক্য থাকবে । এমন উদ্যোগ অন্য পুজো কমিটিগুলোও নিক ।"

ধরা পড়ল বাংলার প্রকৃত ঐতিহ্য: শুধু কুমারী পুজো নয়, ঈদের দিনে হিন্দু মহিলারা শাড়ি ও মুসলিম মহিলারা বোরখা পরেই মন্দিরের এই অনুষ্ঠানে অংশ নেন । হিন্দু ছেলেরা পঞ্জাবি ও মুসলিম পুরুষরা ফেজ টুপি পরে অংশ নেন এই পুজোয় । একইসঙ্গে, দুর্গা মূর্তি তৈরির জন্য তাঁরা সোনাগাছি গিয়ে যৌনকর্মীদের হাত থেকে মাটি নিয়ে আসেন । পুজো শেষে খাওয়া দাওয়া চলে চুটিয়ে । দুই ধর্মের মানুষজনের এই উৎসবে গা ভাসানো বাংলার চিরাচরিত ঐতিহ্যের ছবি আরও একবার ফুটিয়ে তুলেছে ।

Last Updated : Jun 30, 2023, 2:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.