ETV Bharat / state

জলের জটে আটকে 5 নং ওয়ার্ডের ভাগ্য়

মিটার বসিয়ে জল সঞ্চয়ে মডেল 5 নম্বর ওয়ার্ডে ৷ দাবি বোরো চেয়ারম্যান তরুণ সাহার ৷ যদিও কাটমানি ও সিন্ডিকেটের উন্নয়ন হয়েছে বলে অভিযোগ বিরোধীদের ৷

ছবি
ছবি
author img

By

Published : Mar 13, 2020, 11:31 PM IST

Updated : Mar 15, 2020, 7:50 PM IST

কলকাতা, 13 মার্চ : এলাকার রাস্তাঘাট আগের থেকে অনেক ভালো হয়েছে ৷ স্থানীয় মানুষজন এখন রাতের অন্ধকারে বের হতে ভয় পান না ৷ কারণ রাস্তাজুড়ে আলো ৷ এখন বস্তিগুলোতেও সমস্যা নেই জলের ৷ কারণ, বস্তি খাতেই নাকি খরচ হয়েছে সব থেকে বেশি ৷ আর সেখানে জলের সরবরাহও আগের থেকে অনেকটাই বেশি ৷ রাস্তায় খানা-খন্দ থাকলেও তা সারিয়ে তোলার দাবি বোরো চেয়ারম্যানের ৷

এমনই ছবি ফুটে উঠেছে এক নম্বর বোরোর ৷ 1,2,3,4,5,6,7,8,9 নম্বর ওয়ার্ড নিয়ে তৈরি । দমদম স্টেশন, কাশিপুর, বেলগাছিয়া, পূর্ব সিঁথি, পাইকপাড়া, টালা, বাগবাজার, শোভাবাজার এলাকা নিয়ে তৈরি হয়েছে বোরোটি । এখানে মোট ভোটার 3,06,407 । এর মধ্যে পুরুষ 1,59,320 জন ও মহিলা ভোটার 1,47,055 জন প্রায় । বাঙালি ভাষাভাষী মানুষের সঙ্গে হিন্দি ভাষাভাষী ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও এই এলাকায় বসবাস করেন । এই বোরোতে মিশ্র ভাষাভাষী মানুষ বসবাস করার জন্য দুর্গাপুজোর সঙ্গেই বড় করে পালন করা হয় রামনবমী ও ছট পূজার মত উৎসব । আদি কলকাতার একটি বড় অংশ রয়েছে এই বোরোতে । তাই বাগবাজার শোভাবাজার ঐতিহ্যবাহী এলাকাগুলি অংশ এই বোরোর ।

দেখুন 1 নম্বর বোরোর হালহকিকত

5 নম্বর ওয়ার্ডের বোরো চেয়ারম্যান তরুণ সাহা জানিয়েছেন, গত 10 বছর ধরে এই বোরটি তৃণমূলের দখলে রয়েছে । পাঁচ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে এলাকার । মেয়র ফিরহাদ হাকিম আসার পর বস্তির উন্নয়নের উপর জোর দেন । বস্তি খাতে সবচেয়ে বেশি খরচ করা হয়েছে । বস্তিগুলিতে পেপার ব্লক দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে । লাইট এর ব্যবস্থা করা হয়েছে আগের থেকে অনেক বেশি । সেই সঙ্গে বস্তিগুলোতে আগের তুলনায় অনেকটাই বেশি জল সরবরাহ হচ্ছে । এছাড়াও রাস্তার আলোর সংখ্যা বেড়েছে । জলের মিটার বসে জলের অপচয় বন্ধ হয়েছে । এবং আগামী দিনে বাকি ওয়ার্ডগুলিতেও জলের মিটার বসে জলের অপচয় বন্ধ করা হবে ।

তবে এলাকায় জল জমার সমস্যা নিয়ে তরুণ সাহা জানিয়েছেন, কলকাতার আদি এলাকাগুলিতে এই সমস্যা । তার কারণ, টালা থেকে জলের পাইপলাইন কলকাতার বিভিন্ন অংশে গেছে রাস্তার তলা দিয়ে । ফলে পাইপলাইনের সমস্যা হলেই রাস্তা খুঁড়ে কাজ করতে হয় । তাই এলাকায় খানাখন্দ ও জল জমার সমস্যা রয়েছে । এছাড়াও এই এলাকা দিয়ে ট্রাক, লরির মতো ভারী যান চলাচল করে । যার ফলে রাস্তার অবস্থা মাঝে মধ্যেই বেহাল দশায় পরিণত হয় । তবে নিয়মিতভাবে রাস্তা মেরামত করা হয় বলেও জানিয়েছেন তিনি । জল জমা বন্ধ করতে নিকাশের কাজ করা হয়েছে । তাই এলাকায় আগের মত জল জমে থাকে না বলেও দাবি করেছেন বোরো চেয়ারম্যান ।

এছাড়াও, এলাকায় পৌর স্কুল রয়েছে সেই স্কুলগুলিকে আরও জনপ্রিয় করে তুলতে ইংরেজি মাধ্যমে করতে চান তিনি । টালা ব্রিজের চলাচল বন্ধ হয়ে যাওয়ার ফলে যাতায়াতের একটা বড় সমস্যা দেখা দিয়েছে । ইতিমধ্যেই টালা ব্রিজ ভাঙার কাজ শুরু হয়েছে । এই বিষয়ে বোরো চেয়ারম্যান তপন সাহা জানিয়েছেন, রেলের অনুমতি মিলেছে । আগামী দু'বছরের মধ্যে টালা ব্রিজের কাজ শেষ হবে । ইতিমধ্যেই একটি সার্ভিস রোড এর ব্যবস্থা করা হয়েছে নির্বাচনের আগেই সেই সার্ভিসটি খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য । তিনি জানিয়েছেন, এই এলাকায় উন্নয়নের কাজের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে । কারণ রেলের বেশকিছু সম্পত্তি থাকায় উন্নয়নের ক্ষেত্রে সমস্যা হয় । এলাকায় দূষণের একটি বড় সমস্যা রয়েছে । এলাকার গোডাউন থাকার ফলে ও ভারী গাড়ি যান চলাচল বেশি করার ফলে এলাকায় দূষণের মাত্রা অনেক বেশি । আগামী দিনে দূষণ নিয়ন্ত্রণ করতে গ্রিন বেঞ্চের পরামর্শ অনুসারে কাজ করতে চান বলে জানিয়েছেন তিনি ।

অবশ্য বিরোধী শিবিরের মতামত ভিন্ন । তাঁদের বক্তব্য এই এলাকায় অনেক সমস্যা রয়েছে কিন্তু সেভাবে কোনও উন্নয়ন হয়নি । BJP পক্ষ থেকে ব্রিজেশ ঝা জানিয়েছেন, যা উন্নয়ন হয়েছে তা বাম জমানায় হয়েছে । এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের টাকায় বাম জমানায় এলাকার উন্নয়নের কাজ হয়েছে । কিন্তু তৃণমূল আসার পর থেকেই এলাকায় সেভাবে উন্নয়নের কাজ হয়নি । শুধু এলাকায় নীল-সাদা রং হয়েছে । তাঁদের আরও অভিযোগ অবৈধ নির্মাণ হয়েছে অনেক বেশি । কাটমানি দেওয়ার অভিযোগও সরাসরি করেছেন বিরোধীরা ।

তবে, এলাকার মানুষরা জানিয়েছেন উন্নয়ন হয়েছে বস্তি এলাকাগুলিতে । আগের তুলনায় জল রাস্তা ও আলোর ব্যবস্থা বেশি ভালো হয়েছে । তবে অনেকেই বিপরীত মতামত জানিয়েছেন,তাঁদের বক্তব্য শুধু নীল-সাদা রঙ হয়েছে উন্নয়নের কাজ হয়নি । অবৈধ নির্মাণ রমরমিয়ে চলছে ৷ সঙ্গে চলছে সিন্ডিকেট ও তোলাবাজি । গত পাঁচ বছরে এলাকার সমস্যা আরও অনেক বেড়ে গেছে বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ।

কলকাতা, 13 মার্চ : এলাকার রাস্তাঘাট আগের থেকে অনেক ভালো হয়েছে ৷ স্থানীয় মানুষজন এখন রাতের অন্ধকারে বের হতে ভয় পান না ৷ কারণ রাস্তাজুড়ে আলো ৷ এখন বস্তিগুলোতেও সমস্যা নেই জলের ৷ কারণ, বস্তি খাতেই নাকি খরচ হয়েছে সব থেকে বেশি ৷ আর সেখানে জলের সরবরাহও আগের থেকে অনেকটাই বেশি ৷ রাস্তায় খানা-খন্দ থাকলেও তা সারিয়ে তোলার দাবি বোরো চেয়ারম্যানের ৷

এমনই ছবি ফুটে উঠেছে এক নম্বর বোরোর ৷ 1,2,3,4,5,6,7,8,9 নম্বর ওয়ার্ড নিয়ে তৈরি । দমদম স্টেশন, কাশিপুর, বেলগাছিয়া, পূর্ব সিঁথি, পাইকপাড়া, টালা, বাগবাজার, শোভাবাজার এলাকা নিয়ে তৈরি হয়েছে বোরোটি । এখানে মোট ভোটার 3,06,407 । এর মধ্যে পুরুষ 1,59,320 জন ও মহিলা ভোটার 1,47,055 জন প্রায় । বাঙালি ভাষাভাষী মানুষের সঙ্গে হিন্দি ভাষাভাষী ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও এই এলাকায় বসবাস করেন । এই বোরোতে মিশ্র ভাষাভাষী মানুষ বসবাস করার জন্য দুর্গাপুজোর সঙ্গেই বড় করে পালন করা হয় রামনবমী ও ছট পূজার মত উৎসব । আদি কলকাতার একটি বড় অংশ রয়েছে এই বোরোতে । তাই বাগবাজার শোভাবাজার ঐতিহ্যবাহী এলাকাগুলি অংশ এই বোরোর ।

দেখুন 1 নম্বর বোরোর হালহকিকত

5 নম্বর ওয়ার্ডের বোরো চেয়ারম্যান তরুণ সাহা জানিয়েছেন, গত 10 বছর ধরে এই বোরটি তৃণমূলের দখলে রয়েছে । পাঁচ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে এলাকার । মেয়র ফিরহাদ হাকিম আসার পর বস্তির উন্নয়নের উপর জোর দেন । বস্তি খাতে সবচেয়ে বেশি খরচ করা হয়েছে । বস্তিগুলিতে পেপার ব্লক দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে । লাইট এর ব্যবস্থা করা হয়েছে আগের থেকে অনেক বেশি । সেই সঙ্গে বস্তিগুলোতে আগের তুলনায় অনেকটাই বেশি জল সরবরাহ হচ্ছে । এছাড়াও রাস্তার আলোর সংখ্যা বেড়েছে । জলের মিটার বসে জলের অপচয় বন্ধ হয়েছে । এবং আগামী দিনে বাকি ওয়ার্ডগুলিতেও জলের মিটার বসে জলের অপচয় বন্ধ করা হবে ।

তবে এলাকায় জল জমার সমস্যা নিয়ে তরুণ সাহা জানিয়েছেন, কলকাতার আদি এলাকাগুলিতে এই সমস্যা । তার কারণ, টালা থেকে জলের পাইপলাইন কলকাতার বিভিন্ন অংশে গেছে রাস্তার তলা দিয়ে । ফলে পাইপলাইনের সমস্যা হলেই রাস্তা খুঁড়ে কাজ করতে হয় । তাই এলাকায় খানাখন্দ ও জল জমার সমস্যা রয়েছে । এছাড়াও এই এলাকা দিয়ে ট্রাক, লরির মতো ভারী যান চলাচল করে । যার ফলে রাস্তার অবস্থা মাঝে মধ্যেই বেহাল দশায় পরিণত হয় । তবে নিয়মিতভাবে রাস্তা মেরামত করা হয় বলেও জানিয়েছেন তিনি । জল জমা বন্ধ করতে নিকাশের কাজ করা হয়েছে । তাই এলাকায় আগের মত জল জমে থাকে না বলেও দাবি করেছেন বোরো চেয়ারম্যান ।

এছাড়াও, এলাকায় পৌর স্কুল রয়েছে সেই স্কুলগুলিকে আরও জনপ্রিয় করে তুলতে ইংরেজি মাধ্যমে করতে চান তিনি । টালা ব্রিজের চলাচল বন্ধ হয়ে যাওয়ার ফলে যাতায়াতের একটা বড় সমস্যা দেখা দিয়েছে । ইতিমধ্যেই টালা ব্রিজ ভাঙার কাজ শুরু হয়েছে । এই বিষয়ে বোরো চেয়ারম্যান তপন সাহা জানিয়েছেন, রেলের অনুমতি মিলেছে । আগামী দু'বছরের মধ্যে টালা ব্রিজের কাজ শেষ হবে । ইতিমধ্যেই একটি সার্ভিস রোড এর ব্যবস্থা করা হয়েছে নির্বাচনের আগেই সেই সার্ভিসটি খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য । তিনি জানিয়েছেন, এই এলাকায় উন্নয়নের কাজের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে । কারণ রেলের বেশকিছু সম্পত্তি থাকায় উন্নয়নের ক্ষেত্রে সমস্যা হয় । এলাকায় দূষণের একটি বড় সমস্যা রয়েছে । এলাকার গোডাউন থাকার ফলে ও ভারী গাড়ি যান চলাচল বেশি করার ফলে এলাকায় দূষণের মাত্রা অনেক বেশি । আগামী দিনে দূষণ নিয়ন্ত্রণ করতে গ্রিন বেঞ্চের পরামর্শ অনুসারে কাজ করতে চান বলে জানিয়েছেন তিনি ।

অবশ্য বিরোধী শিবিরের মতামত ভিন্ন । তাঁদের বক্তব্য এই এলাকায় অনেক সমস্যা রয়েছে কিন্তু সেভাবে কোনও উন্নয়ন হয়নি । BJP পক্ষ থেকে ব্রিজেশ ঝা জানিয়েছেন, যা উন্নয়ন হয়েছে তা বাম জমানায় হয়েছে । এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের টাকায় বাম জমানায় এলাকার উন্নয়নের কাজ হয়েছে । কিন্তু তৃণমূল আসার পর থেকেই এলাকায় সেভাবে উন্নয়নের কাজ হয়নি । শুধু এলাকায় নীল-সাদা রং হয়েছে । তাঁদের আরও অভিযোগ অবৈধ নির্মাণ হয়েছে অনেক বেশি । কাটমানি দেওয়ার অভিযোগও সরাসরি করেছেন বিরোধীরা ।

তবে, এলাকার মানুষরা জানিয়েছেন উন্নয়ন হয়েছে বস্তি এলাকাগুলিতে । আগের তুলনায় জল রাস্তা ও আলোর ব্যবস্থা বেশি ভালো হয়েছে । তবে অনেকেই বিপরীত মতামত জানিয়েছেন,তাঁদের বক্তব্য শুধু নীল-সাদা রঙ হয়েছে উন্নয়নের কাজ হয়নি । অবৈধ নির্মাণ রমরমিয়ে চলছে ৷ সঙ্গে চলছে সিন্ডিকেট ও তোলাবাজি । গত পাঁচ বছরে এলাকার সমস্যা আরও অনেক বেড়ে গেছে বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ।

Last Updated : Mar 15, 2020, 7:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.