হরিদেবপুর, 28 জুন: হরিদেবপুরকাণ্ডে কঠোর পদক্ষেপ কলকাতা পৌরনিগমের । আলোক বিভাগের ডিরেক্টর জেনারেল সঞ্জয় ভৌমিক-সহ আরও এক ডেপুটি ইঞ্জিনিয়ার ও ওই বরোর আলোক বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন কলকাতা পৌরনিগমের কমিশনার বিনোদ কুমার(Municipal Commissioner has directed a departmental inquiry against the DG in Haridevpur)। ওই ওয়ার্ডের আলোক বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হল ।
প্রসঙ্গত, 26 জুন বেহালার হরিদেবপুরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় নীতিশ যাদব(12) নামে এক কিশোরের ৷ বাড়ি ফেরার সময় রাস্তার জমা জলে পা ফেলতেই এই দুর্ঘটনা ঘটে ৷ অনুমান, পাশে থাকা ল্যাম্পপোস্ট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় কিশোরের ৷ এরপরই ঘটনার কারণ খুঁজতে নামে কলকাতা পৌরনিগম ৷ তারপরেই এই সিদ্ধান্ত ৷
আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বালকের মৃত্যু, কারণ খুঁজতে দফায়-দফায় বৈঠক কলকাতা পৌরনিগমে