ETV Bharat / state

কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নিতে আবেদনের পরেও মুকুলের বাড়িতে সিআইএসএফ জওয়ানরা - Central Security of Mukul Roy

আজ সকালেও তাঁর সল্টলেকের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন ছিলেন ।

মুকুল রায়
মুকুল রায়
author img

By

Published : Jun 12, 2021, 5:00 PM IST

কলকাতা, 12 জুন : কাল ঘর ওয়াপসি হয়েছে ৷ সাড়ে তিন বছরের অভিমান কাটিয়ে তৃণমূলে ফিরেছেন মুকুল রায় ৷ রাজ্যের তরফে গতকাল থেকেই মুকুল রায়ের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ এই পরিস্থিতিতে কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়ার আবেদন জানালেন মুকুল রায় ৷ স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে এই মর্মে চিঠিও পাঠিয়েছেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি ৷ যদিও সেই আবেদনের পর স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত আসেনি ৷

মুকুল রায় আগে যখন তৃণমূলে ছিলেন তখন তাঁকে রাজ্যের তরফে জ়েড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হত ৷ শোনা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আবারও তাঁকে জ়েড ক্যাটেগরির নিরাপত্তা দিতে চলেছে ৷ মুকুল-পুত্র শুভ্রাংশু রায় পেতে পারেন ওয়াই প্লাস নিরাপত্তা ।

এদিকে আজ সকালেও তাঁর সল্টলেকের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন ছিলেন । এ বিষয়ে মুকুল রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে দেওয়ার কথা তিনি জানিয়ে দিয়েছেন । তবে এক্ষেত্রে যাঁরা নিরাপত্তা দেন তাঁরাই ঠিক করেন কবে এই নিরাপত্তা তুলে নেওয়া হবে । আর সে কারণেই এখনও তার বাড়ির সামনে কেন্দ্রীয় নিরাপত্তা রয়েছে ।

কলকাতা, 12 জুন : কাল ঘর ওয়াপসি হয়েছে ৷ সাড়ে তিন বছরের অভিমান কাটিয়ে তৃণমূলে ফিরেছেন মুকুল রায় ৷ রাজ্যের তরফে গতকাল থেকেই মুকুল রায়ের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ এই পরিস্থিতিতে কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়ার আবেদন জানালেন মুকুল রায় ৷ স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে এই মর্মে চিঠিও পাঠিয়েছেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি ৷ যদিও সেই আবেদনের পর স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত আসেনি ৷

মুকুল রায় আগে যখন তৃণমূলে ছিলেন তখন তাঁকে রাজ্যের তরফে জ়েড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হত ৷ শোনা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আবারও তাঁকে জ়েড ক্যাটেগরির নিরাপত্তা দিতে চলেছে ৷ মুকুল-পুত্র শুভ্রাংশু রায় পেতে পারেন ওয়াই প্লাস নিরাপত্তা ।

এদিকে আজ সকালেও তাঁর সল্টলেকের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন ছিলেন । এ বিষয়ে মুকুল রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে দেওয়ার কথা তিনি জানিয়ে দিয়েছেন । তবে এক্ষেত্রে যাঁরা নিরাপত্তা দেন তাঁরাই ঠিক করেন কবে এই নিরাপত্তা তুলে নেওয়া হবে । আর সে কারণেই এখনও তার বাড়ির সামনে কেন্দ্রীয় নিরাপত্তা রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.