ETV Bharat / state

কয়লা মন্ত্রী তিনি ? জল্পনা ওড়ালেন মুকুল - virtual rally of BJP

অনলাইন জনসভায় যোগ দেওয়ার পূর্বে সাংবাদিকদের মুখোমুখি মুকুল রায় । চলছে দলের বিভিন্ন কার্যালয়ে অনলাইনে জনসভা ।

mukul roy will go to delhi for coal minister speculation
অনলাইন জনসভায় মুকুল রায়
author img

By

Published : Jun 9, 2020, 1:22 PM IST

কলকাতা, 9 জুন : কয়লা মন্ত্রী হতে চলেছেন মুকুল রায় ? আজ এই কথাকে উড়িয়ে দিলেন BJP নেতা মুকুল রায় । দলীয় কার্যালয়ে প্রবেশ মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "ওসব গুজবে কান দেবেন না । রাজনৈতিক কাজকর্মের সুবাদে দিল্লি যেতে হবে ।"

আজকের BJP-র এই অনলাইন জনসভাকে ঘিরে বিরোধীদের মধ্যে সমালোচনার ঝড় তুঙ্গে । BJP-র অনলাইন জনসভাকে তৃণমূল কংগ্রেস টাকার খেলা বলে প্রচার করছে । অন্যদিকে, কংগ্রেস বলছে 2021 সালের বিধানসভা ভোটের হাতিয়ার করে রাজনীতি করছে ভারতীয় জনতা পার্টি । বিরোধীদের সমালোচনা তিনি উড়িয়ে দিয়ে বলেন, বাঁশ-ময়দানে করা জনসভার তুলনায় এই অনলাইন জনসভায় প্রচুর কম খরচ হয় ।

তিনি বিপক্ষদের কটাক্ষ করে এদিন বলেন, "এদের IT সম্বন্ধে কোনও অভিজ্ঞতা নেই ।" কোরোনা পরিস্থিতিকে মাথায় রেখে এই পদক্ষেপ করেছে সর্বভারতীয় জনতা পার্টি । আজ সারা রাজ্যজুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনলাইন ভিডিয়ো কনফারেন্সে দলীয় কর্মীসমর্থকদের সঙ্গে যোগাযোগ করবেন । সে বিষয়ে মুকুল রায় বলেন, "BJP-ই হল ভারতের একমাত্র পথিকৃৎ । ডিজিটাল ইন্ডিয়ার প্রথম স্লোগান দিয়েছিলেন প্রথম ভারতের প্রধান মন্ত্রী । স্বাভাবিক ভাবেই তার নিজস্ব ভঙ্গী ও গতিতে এগিয়ে নিয়ে যাবে । এটাই আমার বিশ্বাস ।"

আজকের অনলাইন জনসভায় আসলে কী নিয়ে হবে ? সে বিষয়ে স্পষ্ট জানিয়ে দিলেন মুকুল রায় । তাঁর কথায়, "ভারতীয় জনতা পার্টির অন্যতম পথিকৃতের কথা শুনতে পশ্চিমবঙ্গের মানুষ মুখিয়ে রয়েছে । 78 হাজার বুথ রয়েছে । প্রত্যেক বুথেই মানুষ কি বলতে চাইছে তা শুনতেই BJP-র এই অনলাইন জনসভা ।"

এছাড়া তিনি আরও জানান, 6 বছরের মেয়াদে প্রধানমন্ত্রীর কাছ থেকে দেশবাসী কী পেল এবং 10 বছরের মেয়াদে রাজ্যবাসী মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোন কোন বিষয়ে বঞ্চিত, তার তুল্যমূল্য নিয়েই মূলত এই অনলাইন জনসভা ।

কলকাতা, 9 জুন : কয়লা মন্ত্রী হতে চলেছেন মুকুল রায় ? আজ এই কথাকে উড়িয়ে দিলেন BJP নেতা মুকুল রায় । দলীয় কার্যালয়ে প্রবেশ মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "ওসব গুজবে কান দেবেন না । রাজনৈতিক কাজকর্মের সুবাদে দিল্লি যেতে হবে ।"

আজকের BJP-র এই অনলাইন জনসভাকে ঘিরে বিরোধীদের মধ্যে সমালোচনার ঝড় তুঙ্গে । BJP-র অনলাইন জনসভাকে তৃণমূল কংগ্রেস টাকার খেলা বলে প্রচার করছে । অন্যদিকে, কংগ্রেস বলছে 2021 সালের বিধানসভা ভোটের হাতিয়ার করে রাজনীতি করছে ভারতীয় জনতা পার্টি । বিরোধীদের সমালোচনা তিনি উড়িয়ে দিয়ে বলেন, বাঁশ-ময়দানে করা জনসভার তুলনায় এই অনলাইন জনসভায় প্রচুর কম খরচ হয় ।

তিনি বিপক্ষদের কটাক্ষ করে এদিন বলেন, "এদের IT সম্বন্ধে কোনও অভিজ্ঞতা নেই ।" কোরোনা পরিস্থিতিকে মাথায় রেখে এই পদক্ষেপ করেছে সর্বভারতীয় জনতা পার্টি । আজ সারা রাজ্যজুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনলাইন ভিডিয়ো কনফারেন্সে দলীয় কর্মীসমর্থকদের সঙ্গে যোগাযোগ করবেন । সে বিষয়ে মুকুল রায় বলেন, "BJP-ই হল ভারতের একমাত্র পথিকৃৎ । ডিজিটাল ইন্ডিয়ার প্রথম স্লোগান দিয়েছিলেন প্রথম ভারতের প্রধান মন্ত্রী । স্বাভাবিক ভাবেই তার নিজস্ব ভঙ্গী ও গতিতে এগিয়ে নিয়ে যাবে । এটাই আমার বিশ্বাস ।"

আজকের অনলাইন জনসভায় আসলে কী নিয়ে হবে ? সে বিষয়ে স্পষ্ট জানিয়ে দিলেন মুকুল রায় । তাঁর কথায়, "ভারতীয় জনতা পার্টির অন্যতম পথিকৃতের কথা শুনতে পশ্চিমবঙ্গের মানুষ মুখিয়ে রয়েছে । 78 হাজার বুথ রয়েছে । প্রত্যেক বুথেই মানুষ কি বলতে চাইছে তা শুনতেই BJP-র এই অনলাইন জনসভা ।"

এছাড়া তিনি আরও জানান, 6 বছরের মেয়াদে প্রধানমন্ত্রীর কাছ থেকে দেশবাসী কী পেল এবং 10 বছরের মেয়াদে রাজ্যবাসী মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোন কোন বিষয়ে বঞ্চিত, তার তুল্যমূল্য নিয়েই মূলত এই অনলাইন জনসভা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.