ETV Bharat / state

Mukul Roy: ছেলে শুভ্রাংশুর তোলা অভিযোগেই কি বিধায়ক পদ সংকট পড়তে পারে মুকুলের ! - বিমান বন্দ্যোপাধ্যায়

দিল্লিতে মুকুল রায় ৷ তিনি বলছেন যে তিনি সুস্থ ৷ কিন্তু তাঁর ছেলে শুভ্রাংশু রায়ের দাবি যে মুকুল রায় মানসিকভাবে অসুস্থ ৷ এই অসুস্থতাই কি মুকুলের বিধায়ক পদকে সংকটে ফেলবে ? উঠছে প্রশ্ন ৷

Mukul Roy
Mukul Roy
author img

By

Published : Apr 22, 2023, 7:07 PM IST

কলকাতা, 22 এপ্রিল: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে গত দু’বছরে কম জলঘোলা হয়নি বঙ্গ রাজনীতিতে ৷ সেই বিষয়টি আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছে ৷ তবে এবার আর তাঁর দলত্যাগ বিরোধী আইনে বিধায়ক পদ খারিজ নিয়ে টানাপোড়েন শুরু হয়নি ৷ বরং শারীরিক অবস্থা কারণে সংকটে পড়তে মুকুল রায়ের বিধায়ক পদ ৷ এবার এই সংকটের পেছনে রয়েছে মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় ।

সম্প্রতি পরিবারকে কিছু না জানিয়ে দিল্লি চলে যান মুকুল রায় । এই অবস্থায় তাঁর ছেলে শুভ্রাংশু রায় অভিযোগ করেন যে তাঁর বাবা নিখোঁজ । তিনি মানসিকভাবে অসুস্থ । তাঁকে ভুল বুঝিয়ে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে । আর মানসিকভাবে মুকুল রায়ের এই অসুস্থতার অভিযোগই তাঁর বিধায়ক পদ খারিজের কারণ হতে পারে ৷ কারণ, বিধানসভার আইন বলে কোনও মানসিকভাবে অসুস্থ ব্যক্তি বিধায়ক পদে থাকতে পারেন না । এক্ষেত্রে মুকুল রায় যদি মানসিকভাবে অসুস্থ হন, তাহলে তাঁর বিধায়ক পদ খারিজ হতে পারে ৷

এই নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মানসিকভাবে ভারসাম্যহীন কোনও ব্যক্তি বিধায়ক পদে থাকতে পারেন না । এখনও মুকুল রায়কে নিয়ে তাঁর কাছে কোনও অভিযোগ আসেনি । কেউ যদি এই নিয়ে অভিযোগ করেন তিনি এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন ।

বিধানসভা সূত্রে খবর, এই ক্ষেত্রে অধ্যক্ষ চাইলে এই অভিযোগ খতিয়ে দেখতে বিষয়টিকে মেডিক্যাল বোর্ডের কাছে পাঠাতে পারেন । মেডিক্যাল বোর্ড যদি মুকুল রায়ের বিরুদ্ধে মস্তিষ্ক বিকৃতি বা তিনি মানসিকভাবে ভারসাম্যহীন, এমন রিপোর্ট দেয় সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ করতে পারেন অধ্যক্ষ ।

যদিও শনিবার দিল্লিতে বসে মুকুল রায় আবার দাবি করছেন, তাঁর শরীর এখন ঠিক আছে । তিনি সম্পূর্ণ সুস্থ ৷ মাঝে শরীর খারাপ হয়েছিল এখন ঠিক আছে । বাড়ির লোক অসুস্থ অসুস্থ করে পাগল প্রমাণের জন্য মনের উপর একটা চাপ সৃষ্টি হচ্ছিল । তাই বাড়ির কাউকে না জানিয়েই দিল্লিতে চলে এসেছেন তিনি ।

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2021 সালের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগরের উত্তর আসন থেকে বিজেপির টিকিটে জেতেন ৷ তার পর তিনি যোগ দেন তৃণমূল কংগ্রেসে ৷ দলত্যাগ বিরোধী আইনে তাঁর বিধায়ক পদ খারিজে বিধানসভার অধ্যক্ষের দ্বারস্থ হয় বিজেপি ৷ মামলা হয় আদালতে ৷ আদালত দ্রুত সিদ্ধান্ত নিতে নির্দেশ দেয় অধ্যক্ষকে ৷ অধ্যক্ষ জানিয়েদেন যে মুকুল রায় বিজেপিরই বিধায়ক ৷ এই নিয়ে বিজেপি আবার আদালতের দ্বারস্থ হয়েছে ৷ ফলে পুরো বিষয়টি নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি ৷

কিন্তু এখন প্রশ্ন উঠছে, সেই সিদ্ধান্ত হওয়ার আগেই কি মুকুল রায়ের বিধায়ক পদ চলে যাবে ? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগের ভিত্তিতে নয়, তাঁর ছেলে শুভ্রাংশু রায়ের বক্তব্যের ভিত্তিতেই কি প্রথমবার ভোটে জিতে জনপ্রতিনিধি হওয়া মুকুলের বিধায়ক পদের মেয়াদ নির্ধারিত সময়ের আগেই শেষ হবে ?

আরও পড়ুন: মায়াবী শিল্পী মুকুল রায়, অন্তর্ধান প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কুণাল ঘোষের

কলকাতা, 22 এপ্রিল: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে গত দু’বছরে কম জলঘোলা হয়নি বঙ্গ রাজনীতিতে ৷ সেই বিষয়টি আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছে ৷ তবে এবার আর তাঁর দলত্যাগ বিরোধী আইনে বিধায়ক পদ খারিজ নিয়ে টানাপোড়েন শুরু হয়নি ৷ বরং শারীরিক অবস্থা কারণে সংকটে পড়তে মুকুল রায়ের বিধায়ক পদ ৷ এবার এই সংকটের পেছনে রয়েছে মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় ।

সম্প্রতি পরিবারকে কিছু না জানিয়ে দিল্লি চলে যান মুকুল রায় । এই অবস্থায় তাঁর ছেলে শুভ্রাংশু রায় অভিযোগ করেন যে তাঁর বাবা নিখোঁজ । তিনি মানসিকভাবে অসুস্থ । তাঁকে ভুল বুঝিয়ে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে । আর মানসিকভাবে মুকুল রায়ের এই অসুস্থতার অভিযোগই তাঁর বিধায়ক পদ খারিজের কারণ হতে পারে ৷ কারণ, বিধানসভার আইন বলে কোনও মানসিকভাবে অসুস্থ ব্যক্তি বিধায়ক পদে থাকতে পারেন না । এক্ষেত্রে মুকুল রায় যদি মানসিকভাবে অসুস্থ হন, তাহলে তাঁর বিধায়ক পদ খারিজ হতে পারে ৷

এই নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মানসিকভাবে ভারসাম্যহীন কোনও ব্যক্তি বিধায়ক পদে থাকতে পারেন না । এখনও মুকুল রায়কে নিয়ে তাঁর কাছে কোনও অভিযোগ আসেনি । কেউ যদি এই নিয়ে অভিযোগ করেন তিনি এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন ।

বিধানসভা সূত্রে খবর, এই ক্ষেত্রে অধ্যক্ষ চাইলে এই অভিযোগ খতিয়ে দেখতে বিষয়টিকে মেডিক্যাল বোর্ডের কাছে পাঠাতে পারেন । মেডিক্যাল বোর্ড যদি মুকুল রায়ের বিরুদ্ধে মস্তিষ্ক বিকৃতি বা তিনি মানসিকভাবে ভারসাম্যহীন, এমন রিপোর্ট দেয় সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ করতে পারেন অধ্যক্ষ ।

যদিও শনিবার দিল্লিতে বসে মুকুল রায় আবার দাবি করছেন, তাঁর শরীর এখন ঠিক আছে । তিনি সম্পূর্ণ সুস্থ ৷ মাঝে শরীর খারাপ হয়েছিল এখন ঠিক আছে । বাড়ির লোক অসুস্থ অসুস্থ করে পাগল প্রমাণের জন্য মনের উপর একটা চাপ সৃষ্টি হচ্ছিল । তাই বাড়ির কাউকে না জানিয়েই দিল্লিতে চলে এসেছেন তিনি ।

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2021 সালের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগরের উত্তর আসন থেকে বিজেপির টিকিটে জেতেন ৷ তার পর তিনি যোগ দেন তৃণমূল কংগ্রেসে ৷ দলত্যাগ বিরোধী আইনে তাঁর বিধায়ক পদ খারিজে বিধানসভার অধ্যক্ষের দ্বারস্থ হয় বিজেপি ৷ মামলা হয় আদালতে ৷ আদালত দ্রুত সিদ্ধান্ত নিতে নির্দেশ দেয় অধ্যক্ষকে ৷ অধ্যক্ষ জানিয়েদেন যে মুকুল রায় বিজেপিরই বিধায়ক ৷ এই নিয়ে বিজেপি আবার আদালতের দ্বারস্থ হয়েছে ৷ ফলে পুরো বিষয়টি নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি ৷

কিন্তু এখন প্রশ্ন উঠছে, সেই সিদ্ধান্ত হওয়ার আগেই কি মুকুল রায়ের বিধায়ক পদ চলে যাবে ? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগের ভিত্তিতে নয়, তাঁর ছেলে শুভ্রাংশু রায়ের বক্তব্যের ভিত্তিতেই কি প্রথমবার ভোটে জিতে জনপ্রতিনিধি হওয়া মুকুলের বিধায়ক পদের মেয়াদ নির্ধারিত সময়ের আগেই শেষ হবে ?

আরও পড়ুন: মায়াবী শিল্পী মুকুল রায়, অন্তর্ধান প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কুণাল ঘোষের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.