কলকাতা, 12 জুন : মুকুল রায়কে জ়েড ক্যাটাগরি নিরাপত্তা দিতে পারে রাজ্য সরকার । এমনই খবর পাওয়া যাচ্ছে । অতীতে তৃণমূলে থাকাকালীন এই নিরাপত্তা ভোগ করতেন মুকুল রায় । ফের একবার পুরানো নিরাপত্তা ফিরে পেতে চলেছেন বলো শোনা যাচ্ছে । এদিকে, শুভ্রাংশু পেতে পারেন ওয়াই প্লাস নিরাপত্তা ।
গতকালই মুকুলের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য পুলিশকে । ইতিমধ্যেই বিজেপির দেওয়া কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়েছেন মুকুল । এর জন্য প্রয়োজনীয় চিঠিপত্র আগেই পাঠিয়ে দিয়েছেন তিনি । শনিবার সকালে তিনি জানিয়েছেন, তিনি কোনও কেন্দ্রীয় নিরাপত্তা নিচ্ছেন না । যদিও এদিন দেখা যায় তার সল্টলেকের বাড়ির সামনে কেন্দ্রীয় নিরাপত্তা রয়েছে ।
এ বিষয়ে তৃণমূল নেতা মুকুল রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে দেওয়ার কথা তিনি জানিয়ে দিয়েছেন । তবে এক্ষেত্রে যারা নিরাপত্তা দেন তারাই ঠিক করেন কবে এই নিরাপত্তা তুলে নেওয়া হবে । আর সে কারণেই এখনও তার বাড়ির সামনে কেন্দ্রীয় নিরাপত্তা রয়েছে ।
আরও পড়ুন, Babul Supriyo : ব্যাডমিন্টনের শাটল-এর সঙ্গে তুলনা, মুকুলকে তীব্র আক্রমণ বাবুলের
অতীতে তৃণমূলে থাকাকালীন মুকুল রায় জ়েড ক্যাটাগরির নিরাপত্তা ভোগ করতেন । দলত্যাগ করে বিজেপিতে যাওয়ার পর মুকুল রায় সমমানের নিরাপত্তার ব্যবস্থা করা হয় কেন্দ্রের তরফে । পুরনো দলে ফিরে আসার পর তিনি আবার পুরনো নিরাপত্তা ফিরে পান কি না সেটাই এখন দেখার । যদিও নবান্ন সূত্রে খবর, তাঁকে 3 জন সশস্ত্র রক্ষী-সহ মোট 9 জনের নিরাপত্তা দেওয়া হচ্ছে । পরবর্তীতে স্বরাষ্ট্র দফতরের নির্দেশ অনুসারে তাঁর নিরাপত্তা পুনর্গঠিত করা হতে পারে ।