কলকাতা, 12 জুন : তৃণমূলে ফিরেই ফের সক্রিয় মুকুল রায় (Mukul Roy) । ফোন করলেন বিজেপির একাধিক বিধায়ক - সাংসদ থেকে শুরু করে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতিকে । তাঁদের সবাইকেই তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রে খবর ।
ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামীকে ইতিমধ্যেই মুকুল রায় ফোন করেছেন বিজেপির অন্দরে কানাঘুষো শোনা যাচ্ছে ।
সূত্রের খবর, বিজেপি বিধায়করা প্রকাশ্যে মুখ না খুললেও ঘনিষ্ঠ মহলে বিষয়টি জানিয়েছেন তাঁরা ।
তৃণমূলে যোগদানের পর গতরাতে থেকেই সক্রিয় হতে দেখা যায় মুকুল রায়কে । কালই উত্তরবঙ্গের এক সাংসদ ও জনা দশেক বিধায়ককে ফোন করেন মুকুল ৷ তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জানান তাঁদের ।
আরও পড়ুন : ক্যামাক স্ট্রিটের অফিসে মুকুল-অভিষেক বৈঠক
কোন কোন জেলার বিধায়ক ? কোচবিহার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি ও পুরুলিয়া । বাকি জেলাগুলিতে একজন করে হলেও, পুরুলিয়ায় ফোন গিয়েছে 2 জনের কাছে । শুধু তাই নয়, জলপাইগুড়ি, হুগলি ও পুরুলিয়ার বিধায়করা বিষয়টি ইতিমধ্য়েই দলের রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন ৷
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "ওঁনার অনেক পূর্ব পরিচিত আছেন । তাঁদেরকে উনি ফোন করতেই পারেন । কারা থাকবেন, কারা যাবেন, তা নিয়ে আমি চিন্তিত নই ৷ "