ETV Bharat / state

Mukul Roy: পদ্মের জায়গায় ঘাসফুল, ভোল বদল মুকুলের টুইটারের - বিজেপি

শুক্রবার বিকেলে তৃণমূলে যোগদান করেন মুকুল রায় ৷ তার কিছুক্ষণের মধ্যেই তাঁর টুইটার অ্যাকাউন্টের বায়োতে জ্বলজ্বল করতে দেখা গেল 'অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের' নাম,ব্যাকগ্রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ছবি ৷

মুকুল রায়
মুকুল রায়
author img

By

Published : Jun 12, 2021, 12:14 PM IST

কলকাতা, 12 জুন : শুক্রবার সকাল অবধিও যেখানে বিরাজ করছিল পদ্মফুল, বিকেল গড়াতে না গড়াতেই সেখানে দেখা মিলল ঘাসফুলের ৷ মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ভোল বদলে গেল মুকুল রায়ের টুইটার অ্যাকাউন্টের ৷

শুক্রবার বিকেলে তৃণমূলে যোগদান করেন মুকুল রায় ৷ তার কিছুক্ষণের মধ্যেই তাঁর টুইটার অ্যাকাউন্টের বায়োতে জ্বলজ্বল করতে দেখা গেল 'অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের' নাম,ব্যাকগ্রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ছবি ৷ অথচ গতকাল সকাল পর্যন্তও সেখানে 'ভারতীয় জনতা পার্টির' নাম ছিল ৷

মুকুল রায় বিজেপি সংক্রান্ত টুইট করেছিলেন শেষ 13 মে ৷ কৈলাশ বিজয়বর্গীয়কে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ৷ এরপর তিনি করোনা আক্রান্ত হওয়ায় বেশ কিছুদিন কোনও টুইট করেননি ৷ এরপর পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণে শোকপ্রকাশ করে টুইট করেন মুকুল ৷ আর তারপর গতকাল তৃণমূলে যোগদানের পর সন্ধেবেলা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর একটি ছবি তিনি টুইট করেন ৷

আরও পড়ুন : Babul Supriyo : ব্যাডমিন্টনের শাটল-এর সঙ্গে তুলনা, মুকুলকে তীব্র আক্রমণ বাবুলের

একুশের নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা চলছিল মুকুলের তৃণমূলে ফেরা নিয়ে ৷ গতকাল সকল জল্পনার অবসান ঘটিয়ে মুকুল রায়ের ছেলে শুভ্রাংশুকে নিয়ে পুনরায় তৃণমূলে যোগদান করেন তিনি ৷

কলকাতা, 12 জুন : শুক্রবার সকাল অবধিও যেখানে বিরাজ করছিল পদ্মফুল, বিকেল গড়াতে না গড়াতেই সেখানে দেখা মিলল ঘাসফুলের ৷ মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ভোল বদলে গেল মুকুল রায়ের টুইটার অ্যাকাউন্টের ৷

শুক্রবার বিকেলে তৃণমূলে যোগদান করেন মুকুল রায় ৷ তার কিছুক্ষণের মধ্যেই তাঁর টুইটার অ্যাকাউন্টের বায়োতে জ্বলজ্বল করতে দেখা গেল 'অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের' নাম,ব্যাকগ্রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ছবি ৷ অথচ গতকাল সকাল পর্যন্তও সেখানে 'ভারতীয় জনতা পার্টির' নাম ছিল ৷

মুকুল রায় বিজেপি সংক্রান্ত টুইট করেছিলেন শেষ 13 মে ৷ কৈলাশ বিজয়বর্গীয়কে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ৷ এরপর তিনি করোনা আক্রান্ত হওয়ায় বেশ কিছুদিন কোনও টুইট করেননি ৷ এরপর পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণে শোকপ্রকাশ করে টুইট করেন মুকুল ৷ আর তারপর গতকাল তৃণমূলে যোগদানের পর সন্ধেবেলা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর একটি ছবি তিনি টুইট করেন ৷

আরও পড়ুন : Babul Supriyo : ব্যাডমিন্টনের শাটল-এর সঙ্গে তুলনা, মুকুলকে তীব্র আক্রমণ বাবুলের

একুশের নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা চলছিল মুকুলের তৃণমূলে ফেরা নিয়ে ৷ গতকাল সকল জল্পনার অবসান ঘটিয়ে মুকুল রায়ের ছেলে শুভ্রাংশুকে নিয়ে পুনরায় তৃণমূলে যোগদান করেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.