ETV Bharat / state

Whooping Cough in West Bengal: আবারও কি ফিরছে হুপিং কাশি ? একাধিক রোগী ভর্তি হাসপাতালে - একাধিক রোগী ভর্তি হাসপাতালে

হুপিং কাশিতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি একাধিক রোগী (Whooping Cough in West Bengal) ৷ পরিস্থিতি ঠিক কী ?

more than one patient of Whooping Cough in West Bengal admitted in different hospitals
হুপিং কাশির সংক্রমণ ৷
author img

By

Published : Jan 16, 2023, 7:33 PM IST

কলকাতা, 16 জানুয়ারি: বঙ্গে কি আবারও ফিরছে পুরনো ব্যধি ? ফিরছে কি মানুষকে নাজেহাল করা হুপিং কাশি (Whooping Cough in West Bengal) ? বিষয়টি নিয়ে ইতিমধ্য়েই আলোচনা শুরু হয়েছে নানা মহলে ৷ উল্লেখ্য, একটা সময় এই রোগের জেরে নাস্তানাবুদ হতে হয়েছিল সারা দেশের মানুষকে ৷ আবারও সেই রোগের হদিশ পাওয়া গিয়েছে ৷ শুধু তাই নয়, হুপিং কাশির কবলে পড়ে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি হতে হয়েছে একাধিক রোগীকে ৷

তথ্য বলছে, হাসপাতালে চিকিৎসাধীন হুপিং কাশিতে আক্রান্তদের সেই তালিকায় রয়েছে বাঁকুড়ার এক বালিকা ৷ তার বয়স 11 বছর ৷ জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে সে ভর্তি রয়েছে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে ৷ তার স্বাস্থ্যপরীক্ষার রিপোর্ট বলছে, সে হুপিং কাশিতে আক্রান্ত ৷ চিকিৎসা শুরু হলেও এখনও ওই বালিকার জ্বর কমেনি ৷ চিকিৎসক প্রভাস প্রসূন গিরির অধীনে হাসপাতালে চিকিৎসা চলছে তার ৷

আরও পড়ুন: ভ্রুণ জরায়ুর নালীতে নয়, রয়েছে পেটে ! বিরল চিকিৎসা রানাঘাট হাসপাতালে

অন্যদিকে, বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে এক কিশোর ৷ তারও শরীরে ধরা পড়েছে হুপিং কাশির সংক্রমণ ৷ এর পাশাপাশি আনন্দপুরের অন্য আর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে হুপিং কাশিতে আক্রান্ত আরও এক 15 বছরের কিশোর ৷ তবে, আগের পরিস্থিতি ফিরে এসেছে, এমনটা মানছেন না বিশেষজ্ঞরা ৷ তাঁদের বক্তব্য, মাত্র এই কয়েকটি ঘটনা থেকে কোনও সিদ্ধান্তে আসা সম্ভব নয় ৷ চিকিৎসক প্রভাস প্রসূন গিরি যেমন বলেন,"এই ধরনের কেস আমরা মাঝেমধ্যেই পেয়ে থাকি ৷ ফলে পুরোনো রোগ আবার স্বমহিমায় নতুনভাবে ফিরে এসেছে, এমনটা কখনই বলা যায় না ৷"

প্রসঙ্গত, 1978 সালে হুপিং কাশির টিকা বাজারে আসে ৷ তারপর থেকেই শুরু হয় টিকাকরণ ৷ শিশুর জন্মের পর 6 মাস থেকে 18 মাস বয়সের মধ্যে এই টিকা দেওয়া হয় ৷ চিকিৎসক অরিন্দম বিশ্বাস এই প্রসঙ্গে বলেন,"ভ্যাকসিন একটি প্রোটেকশন হিসাবে কাজ করে ৷ এখন সাধারণত অ্যান্টিবায়োটিক দিয়ে কাশি কমানো হয় ৷ ফলে হুপিং কাশিতে আক্রান্ত রোগী আমরা খুবই কম পাই ৷ তবে এর মানে এই নয় যে এই অসুখ একেবারে বিদায় নিয়েছে, কিংবা টিকা নেওয়া আছে বলে কখনও হবে না ৷"

কলকাতা, 16 জানুয়ারি: বঙ্গে কি আবারও ফিরছে পুরনো ব্যধি ? ফিরছে কি মানুষকে নাজেহাল করা হুপিং কাশি (Whooping Cough in West Bengal) ? বিষয়টি নিয়ে ইতিমধ্য়েই আলোচনা শুরু হয়েছে নানা মহলে ৷ উল্লেখ্য, একটা সময় এই রোগের জেরে নাস্তানাবুদ হতে হয়েছিল সারা দেশের মানুষকে ৷ আবারও সেই রোগের হদিশ পাওয়া গিয়েছে ৷ শুধু তাই নয়, হুপিং কাশির কবলে পড়ে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি হতে হয়েছে একাধিক রোগীকে ৷

তথ্য বলছে, হাসপাতালে চিকিৎসাধীন হুপিং কাশিতে আক্রান্তদের সেই তালিকায় রয়েছে বাঁকুড়ার এক বালিকা ৷ তার বয়স 11 বছর ৷ জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে সে ভর্তি রয়েছে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে ৷ তার স্বাস্থ্যপরীক্ষার রিপোর্ট বলছে, সে হুপিং কাশিতে আক্রান্ত ৷ চিকিৎসা শুরু হলেও এখনও ওই বালিকার জ্বর কমেনি ৷ চিকিৎসক প্রভাস প্রসূন গিরির অধীনে হাসপাতালে চিকিৎসা চলছে তার ৷

আরও পড়ুন: ভ্রুণ জরায়ুর নালীতে নয়, রয়েছে পেটে ! বিরল চিকিৎসা রানাঘাট হাসপাতালে

অন্যদিকে, বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে এক কিশোর ৷ তারও শরীরে ধরা পড়েছে হুপিং কাশির সংক্রমণ ৷ এর পাশাপাশি আনন্দপুরের অন্য আর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে হুপিং কাশিতে আক্রান্ত আরও এক 15 বছরের কিশোর ৷ তবে, আগের পরিস্থিতি ফিরে এসেছে, এমনটা মানছেন না বিশেষজ্ঞরা ৷ তাঁদের বক্তব্য, মাত্র এই কয়েকটি ঘটনা থেকে কোনও সিদ্ধান্তে আসা সম্ভব নয় ৷ চিকিৎসক প্রভাস প্রসূন গিরি যেমন বলেন,"এই ধরনের কেস আমরা মাঝেমধ্যেই পেয়ে থাকি ৷ ফলে পুরোনো রোগ আবার স্বমহিমায় নতুনভাবে ফিরে এসেছে, এমনটা কখনই বলা যায় না ৷"

প্রসঙ্গত, 1978 সালে হুপিং কাশির টিকা বাজারে আসে ৷ তারপর থেকেই শুরু হয় টিকাকরণ ৷ শিশুর জন্মের পর 6 মাস থেকে 18 মাস বয়সের মধ্যে এই টিকা দেওয়া হয় ৷ চিকিৎসক অরিন্দম বিশ্বাস এই প্রসঙ্গে বলেন,"ভ্যাকসিন একটি প্রোটেকশন হিসাবে কাজ করে ৷ এখন সাধারণত অ্যান্টিবায়োটিক দিয়ে কাশি কমানো হয় ৷ ফলে হুপিং কাশিতে আক্রান্ত রোগী আমরা খুবই কম পাই ৷ তবে এর মানে এই নয় যে এই অসুখ একেবারে বিদায় নিয়েছে, কিংবা টিকা নেওয়া আছে বলে কখনও হবে না ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.