কলকাতা, 2 নভেম্বর : চলতি মাসের 25 তারিখ থেকে মেরামতের জন্য বন্ধ করে দেওয়া হবে টালা বা হেমন্ত সেতু । তাই যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এবার বাড়তি ট্রেন চালাবার সিদ্ধান্ত নিল মেট্রো রেল কতৃপক্ষ । এদের তরফে জানানো হয়েছে যে টালা ব্রিজ বন্ধ থাকবে বলে 10টি অতিরিক্ত পরিষেবা দেওয়া হবে নোয়াপাড়া থেকে । এই অতিরিক্ত পরিষেবার ফলে উত্তর কলকাতা ও নোয়াপাড়ার মানুষজনের যাতায়াতের সুবিধা হবে । টালা ব্রিজ বন্ধ থাকায় এতে করে যানজট এড়িয়ে খুব তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছানো যাবেম।
সোমবার (4 নভেম্বর) থেকে 10টি অতিরিক্ত পরিষেবা দেওয়া হবে । অন্য দিনে 111 টি পরিষেবা দেয়। তবে এবার সংখ্যাটা বেড়ে হল121 টি । 61টি আপ ও 60টি ডাউন পরিষেবা দেওয়া হবে ।
পাশাপাশি যাত্রীদের যাতে কোনওরকম অসুবিধা মুখে পড়তে না হয় সেজন্য শনিবার ও রবিবার একই পরিষেবা থাকবে । যদিও সপ্তাহের অন্যান্য দিনে কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত 144টি আপ ও 144টি পরিষেবা (228টি) দেওয়া হয় তাই থাকবে, এর কোনও পরিবর্তন হয়নি ।