ETV Bharat / state

Sujan Slams Mamata: কার্নিভালে টাকা পাওয়া যায়, 100 দিনের প্রকল্পে নয় কেন ? মমতাকে তোপ সুজনের - মমতা বন্দ্যোপাধ্যায়

কার্নিভালে টাকা পাওয়া যায়, তাহলে 100 দিনের প্রকল্পে কেন পাওয়া যায় না (Sujan Slams Mamata)? মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে তোপ দেগে এ কথা বললেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)৷

Money available for carnival, why not in 100 days project ? Sujan Chakraborty slams Mamata Banerjee
থাম্বনেইল
author img

By

Published : Nov 2, 2022, 7:18 PM IST

কলকাতা, 2 নভেম্বর: বুধবারের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Sujan Slams Mamata) খেলা ও মেলা থেকে টাকা বাঁচিয়ে প্রকল্পে জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন । সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) কড়া ভাষায় আক্রমণ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। এ দিন তিনি বলেন, "কার্নিভালে টাকা পাওয়া যায়, 100 দিনের প্রকল্পে পাওয়া যায় না কেন ? কোটি কোটি টাকা লুট করে এখন ঋণ করছে সরকার ৷"

চেন্নাই রওনা দেওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে মোরবি বিপর্যয় নিয়ে একাধিক মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রধানমন্ত্রীর রাজ্যর বিষয়ে তিনি কিছু বলবেন না বলেই জানিয়েছেন । সে প্রসঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন সুজন চক্রবর্তী । তিনি বলেন, "প্রধানমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাসুর । তাঁর সম্পর্কে বলবেন কী করে ! দিদি-ভাইপোকে তো বাঁচতে হবে । শুধু তাই নয়, শাসক হয়ে শাসকের বিরুদ্ধে মুখ খুলবেন কী করে । মালবাজার বিপর্যয় নিয়ে পালটা তোপ শুনতে হবে । কারণ, তিনিও তো কার্নিভাল শেষ করে মালবাজার গিয়েছিলেন প্রধানমন্ত্রীর মতোই ।"

আরও পড়ুন: লোকসভা ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আঞ্চলিক দলগুলি, চেন্নাই যাওয়ার আগে বললেন মমতা

রাজ্যের লটারি বিক্রির রমরমা প্রসঙ্গেও মুখ খোলেন সুজন চক্রবর্তী । তিনি বলেন, গ্রামের গরিব মানুষ লটারি কাটেন । মাঝে দু-একটা টাকা পান । বাকি মোটা অঙ্কের টাকা তো পান বিধায়কের বউ, তাঁর ভাইয়ের বউ, নেতা-মন্ত্রীদের আত্মীয়-স্বজনরাই সব পাচ্ছেন । লটারিতেও যে লুট করা যায় !

কলকাতা, 2 নভেম্বর: বুধবারের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Sujan Slams Mamata) খেলা ও মেলা থেকে টাকা বাঁচিয়ে প্রকল্পে জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন । সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) কড়া ভাষায় আক্রমণ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। এ দিন তিনি বলেন, "কার্নিভালে টাকা পাওয়া যায়, 100 দিনের প্রকল্পে পাওয়া যায় না কেন ? কোটি কোটি টাকা লুট করে এখন ঋণ করছে সরকার ৷"

চেন্নাই রওনা দেওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে মোরবি বিপর্যয় নিয়ে একাধিক মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রধানমন্ত্রীর রাজ্যর বিষয়ে তিনি কিছু বলবেন না বলেই জানিয়েছেন । সে প্রসঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন সুজন চক্রবর্তী । তিনি বলেন, "প্রধানমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাসুর । তাঁর সম্পর্কে বলবেন কী করে ! দিদি-ভাইপোকে তো বাঁচতে হবে । শুধু তাই নয়, শাসক হয়ে শাসকের বিরুদ্ধে মুখ খুলবেন কী করে । মালবাজার বিপর্যয় নিয়ে পালটা তোপ শুনতে হবে । কারণ, তিনিও তো কার্নিভাল শেষ করে মালবাজার গিয়েছিলেন প্রধানমন্ত্রীর মতোই ।"

আরও পড়ুন: লোকসভা ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আঞ্চলিক দলগুলি, চেন্নাই যাওয়ার আগে বললেন মমতা

রাজ্যের লটারি বিক্রির রমরমা প্রসঙ্গেও মুখ খোলেন সুজন চক্রবর্তী । তিনি বলেন, গ্রামের গরিব মানুষ লটারি কাটেন । মাঝে দু-একটা টাকা পান । বাকি মোটা অঙ্কের টাকা তো পান বিধায়কের বউ, তাঁর ভাইয়ের বউ, নেতা-মন্ত্রীদের আত্মীয়-স্বজনরাই সব পাচ্ছেন । লটারিতেও যে লুট করা যায় !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.