ETV Bharat / state

ইয়ং এলিফ্যান্ট এফসি বধ করতে তৈরী চনমনে মোহনবাগান

চলতি মরশুমের শুরুতে ডুরান্ড কাপ ও কলকাতা লিগে অল্পের জন্য খেতাব আসেনি গঙ্গা পাড়ের ক্লাবে ৷ দুই টুর্নামেন্টেই রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে কিভু ভিকুনার ছেলেদের ৷ কিবু ভিকুনা আই লিগের আগেই দলে সাফল্যের আলো আনতে চাইছেন ৷ তাই পদ্মাপারে যেকোনও মূল্যে ট্রফি জিততে চান তিনি ।

মোহনবাগান
author img

By

Published : Oct 19, 2019, 10:31 PM IST

চট্টগ্রাম, 19 অক্টোবর : প্রথম ম্যাচ থেকেই দলের সুরটা বেঁধে দিতে চাইছেন বাগান কোচ কিবু ভিকুনা । রবিবার চট্টগ্রামে শেখ কামাল কাপে মোহনবাগানের প্রতিপক্ষ ভিয়েতনামের ইয়ং এলিফ্যান্ট এফসি । সবুজ মেরুন ব্রিগেডের দায়িত্ব নেওয়ার পরে প্রথমবার শুধু কলকাতা নয় দেশের বাইরে খেলতে এসেছেন কিবু ভিকুনা । আই লিগের আগে ভালো কিছু করার একটা বাড়তি তাগিদ রয়েছে পুরো বাগান শিবিরের ৷

চলতি মরশুমের শুরুতে ডুরান্ড কাপ ও কলকাতা লিগে অল্পের জন্য খেতাব আসেনি গঙ্গা পারের ক্লাবে ৷ দুই টুর্নামেন্টেই রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে কিবু ভিকুনার ছেলেদের ৷ কিবু ভিকুনা আই লিগের আগেই দলে সাফল্যের আলো আনতে চাইছেন ৷ তাই পদ্মাপারে যেকোনও মূল্যে ট্রফি জিততে চান তিনি ।

মোহনবাগান কোচের মতে তাঁর ছেলেরা শেখ কামাল কাপের মত আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার জন্যে মুখিয়ে রয়েছে। এই টুর্নামেন্টে তাঁর পাঁচটি দেশের ক্লাবের বিরুদ্ধে খেলার সুযোগ পাচ্ছেন । যা কাজে লাগিয়ে আই লিগের আগে দল গুছিয়ে নেওয়াই কিবু ভিকুনার লক্ষ্য । এই টুর্নামেন্টে পাঁচ বিদেশি খেলাতে পারবে অংশগ্রহণকারী দলগুলো । এই সুযোগটা কাজে লাগাতে চাইছেন মোহনবাগান কোচ । কারণ সবুজ-মেরুন ডাগ আউটে বসার পর থেকে কিবু ভিকুনা একসঙ্গে পাঁচ বিদেশিকে খেলানোর সুযোগ পাননি ।

বাংলাদেশের শেখ কামাল কাপে দলের কম্বিনেশন দেখে নিতে পারবেন বাগান কোচ ৷ শনিবার প্রায় ঘণ্টাখানেকের অনুশীলনের শেষে মোহনবাগান কোচ জানান তাঁর ফুটবলাররা নিজেদের সেরাটা উজাড় করে দিতে তৈরি । প্রতিপক্ষ ভিয়েতনামের ইয়ং এলিফ্যান্ট এফসি যথেষ্ট শক্তিশালী ৷ তাছাড়া যে কোনও প্রতিযোগিতার প্রথম ম্যাচ সবসময় কঠিন । তাই প্রথম ম্যাচের আগে বেশ সতর্ক বাগান শিবির ৷

চট্টগ্রাম, 19 অক্টোবর : প্রথম ম্যাচ থেকেই দলের সুরটা বেঁধে দিতে চাইছেন বাগান কোচ কিবু ভিকুনা । রবিবার চট্টগ্রামে শেখ কামাল কাপে মোহনবাগানের প্রতিপক্ষ ভিয়েতনামের ইয়ং এলিফ্যান্ট এফসি । সবুজ মেরুন ব্রিগেডের দায়িত্ব নেওয়ার পরে প্রথমবার শুধু কলকাতা নয় দেশের বাইরে খেলতে এসেছেন কিবু ভিকুনা । আই লিগের আগে ভালো কিছু করার একটা বাড়তি তাগিদ রয়েছে পুরো বাগান শিবিরের ৷

চলতি মরশুমের শুরুতে ডুরান্ড কাপ ও কলকাতা লিগে অল্পের জন্য খেতাব আসেনি গঙ্গা পারের ক্লাবে ৷ দুই টুর্নামেন্টেই রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে কিবু ভিকুনার ছেলেদের ৷ কিবু ভিকুনা আই লিগের আগেই দলে সাফল্যের আলো আনতে চাইছেন ৷ তাই পদ্মাপারে যেকোনও মূল্যে ট্রফি জিততে চান তিনি ।

মোহনবাগান কোচের মতে তাঁর ছেলেরা শেখ কামাল কাপের মত আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার জন্যে মুখিয়ে রয়েছে। এই টুর্নামেন্টে তাঁর পাঁচটি দেশের ক্লাবের বিরুদ্ধে খেলার সুযোগ পাচ্ছেন । যা কাজে লাগিয়ে আই লিগের আগে দল গুছিয়ে নেওয়াই কিবু ভিকুনার লক্ষ্য । এই টুর্নামেন্টে পাঁচ বিদেশি খেলাতে পারবে অংশগ্রহণকারী দলগুলো । এই সুযোগটা কাজে লাগাতে চাইছেন মোহনবাগান কোচ । কারণ সবুজ-মেরুন ডাগ আউটে বসার পর থেকে কিবু ভিকুনা একসঙ্গে পাঁচ বিদেশিকে খেলানোর সুযোগ পাননি ।

বাংলাদেশের শেখ কামাল কাপে দলের কম্বিনেশন দেখে নিতে পারবেন বাগান কোচ ৷ শনিবার প্রায় ঘণ্টাখানেকের অনুশীলনের শেষে মোহনবাগান কোচ জানান তাঁর ফুটবলাররা নিজেদের সেরাটা উজাড় করে দিতে তৈরি । প্রতিপক্ষ ভিয়েতনামের ইয়ং এলিফ্যান্ট এফসি যথেষ্ট শক্তিশালী ৷ তাছাড়া যে কোনও প্রতিযোগিতার প্রথম ম্যাচ সবসময় কঠিন । তাই প্রথম ম্যাচের আগে বেশ সতর্ক বাগান শিবির ৷

Intro:প্রথম ম্যাচ থেকেই দলের সুরটা বেধে দিতে চাইছেন কিবু ভিকুনা। রবিবার চট্টগ্রামে শেখ কামাল কাপে মোহনবাগানের প্রথম প্রতিপক্ষ ভিয়েতনামের ইয়ং এলিফ্যান্ট এফসি। সবুজ মেরুন ব্রিগেডের দায়িত্ব নেওয়ার পরে প্রথমবার শুধু কলকাতা নয় দেশের বাইরে খেলতে এসেছেন কিবু ভিকুনা। ফলে ভালো কিছু করার একটা বাড়তি তাগিদ রয়েছে মোহনবাগান কোচ ও পুরো দলের। চলতি মরসুমের শুরুতে ডুরান্ড কাপ ও কলকাতা লিগে খেতাব গঙ্গা পাড়ের ক্লাবে ঢোকেনি। ফলে কিবু ভিকুনা আই লিগের আগে দলে সাফল্যের আলো আনতে পদ্মাপাড়ের দেশে যেকোনও মূল্যে জিততে চাইছেন। সবুজ মেরুনের স্প্যানিশ কোচ বলছেন তারা শেখ কামালের মত আর্ন্তজাতিক টুর্নামেন্টে খেলার জন্যে মুখিয়ে রয়েছেন। এই টুর্নামেন্টে তাদের পাচটি ভিন্ন দেশের ক্লাবের বিরুদ্ধে খেলার সুযোগ দিয়েছে। যা কাজে লাগিয়ে নিজেদের তৈরি করে নেওয়াই লক্ষ্য। এই টুর্নামেন্টে পাচ বিদেশি খেলাতে পারবে অংশগ্রহণ কারী দলগুলো। এই সুযোগ টা কাজে লাগাতে চাইছেন মোহনবাগান কোচ। কারন সবুজ মেরুন ডাগ আউটে বসার পর থেকে কিবু ভিকুনার একসঙ্গে পাচ বিদেশিকে খেলানোর সুযোগ মেলেনি। বাংলাদেশের টুর্নামেন্টে এই সুযোগ আদতে আই লিগের আগে দলের কম্বিনেশন দেখে নিতে সাহায্য করবে। প্রায় ঘণ্টা খানেকের অনুশীলনের শেষে মোহনবাগান কোচ বলেছেন দল তৈরি। ফুটবলাররা নিজেদের নিংড়ে দিতে দৃঢ় প্রতিঞ্জ। প্রতিপক্ষ ভিয়েতনামের ক্লাব দলটি যথেষ্ট শক্তিশালী বলে খবর রয়েছে বাগান শিবিরে।তাছাড়া প্রতিযোগিতার প্রথম ম্যাচ সবসময় কঠিন।তাই প্রস্তুতি শেষ হলেও সমীহর আবহাওয়া একই সঙ্গে মোহনবাগানে।


Body:মোহনবাগান


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.