ETV Bharat / state

CFL Kolkata Derby: প্রথম জয়ের খোঁজে লাল-হলুদ, অপরাজিত চ্যাম্পিয়ন হতে চায় মহমেডান - আইএসএলে ম্যাচ প্র্যাকটিস

মঙ্গলবার দুপুরে কিশোর ভারতী স্টেডিয়ামে মহামেডান স্পোর্টিং এবং ইস্টবেঙ্গল একে অপরের মুখোমুখি । কলকাতা লিগের সুপার সিক্সের ম্যাচে ইস্টবেঙ্গল কোনও বিদেশি ফুটবলার খেলায়নি । প্রতিপক্ষ দলের সাফল্যের রসায়নে বিদেশিদের ভূমিকা বড় (Mohammedan SC versus East Bengal Club) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 1, 2022, 10:31 AM IST

Updated : Nov 1, 2022, 11:09 PM IST

কলকাতা, 1 নভেম্বর: খেতাবের ঠিকানা নিশ্চিত হয়ে গেলেও ডার্বির উত্তাপ কমে না । কিন্তু ইতিহাসের উলটপুরাণ চলতি কলকাতা লিগে । কিশোর ভারতী স্টেডিয়ামে মহামেডান স্পোর্টিং এবং ইস্টবেঙ্গল মঙ্গলবার দুপুরে মুখোমুখি হবে । আন্দ্রে চেরিনোশভের দল জানিয়েছে, তারা শেষ ম্যাচে ইস্টবেঙ্গলকে হারিয়েই লিগ চ্যাম্পিয়নের উৎসব করতে চায় । অন্যদিকে, তথ্য বলছে এর আগে কোনও দিন ইস্টবেঙ্গল জয়হীন অবস্থায় লিগের শেষ ম্যাচ খেলতে নামেনি (Mohammedan SC versus East Bengal Club)।

তাই একটি জয়ের লক্ষ্যে কোচ বিনো জর্জ, বলছেন সমর্থকদের সমর্থনের জন্য জিতব । ভবানীপুরের বিরুদ্ধে পরাজয়ের ধাক্কা কাটিয়ে মঙ্গলবার ঘুরে দাঁড়ানোর কথা বলছেন লাল-হলুদ কোচ । তাই সাদা-কালোর শিবিরের বিরুদ্ধে আইএসএলের দল থেকেও ফুটবলার নিয়ে নামার ইঙ্গিত রয়েছে । কলকাতা লিগের সুপার সিক্সের ম্যাচে ইস্টবেঙ্গল কোনও বিদেশি ফুটবলার খেলায়নি । প্রতিপক্ষ দলের সাফল্যের রসায়নে বিদেশিদের ভূমিকা বড় । এই অবস্থায় আইএসএলে ম্যাচ প্র্যাকটিসের অভাবে থাকা বিদেশিদের নামানো হবে কি না, তা জানতে অপেক্ষা করতেই হবে ।

আরও পড়ুন: কমলজিতের ব্যর্থতাকে আড়াল করে ঘুরে দাঁড়ানোর ডাক কনস্ট্যান্টাইনের

মঙ্গলবার দুপুরে লাল-হলুদের প্রাক্তনীরা সাংবাদিক বৈঠক ডেকেছেন । যেখানে আইএসএলে ফল ভালো করতে দলের ইনভেস্টর ইমামি গ্রুপকে দলবদলের দ্বিতীয় পর্বে ভালো বিদেশি নেওয়ার কথা বলতে চান । কিন্তু কলকাতা লিগের দলগঠনে প্রাক্তনীদের বড় ভূমিকা ছিল । চলতি লিগে লজ্জার পারফরম্যান্সের দায় তারা নেবে কি না, তা বড় প্রশ্ন । এখন দেখার বিনো জর্জের ছেলেরা ইস্টবেঙ্গলকে এই কুখ্যাত নজির গড়া থেকে বিরত থাকতে পারে কি না ।

মহামেডান ক্লাব টানা দু'বছর কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছে, এমন উদাহরণ সাম্প্রতিক অতীতে নেই । ময়দানের বাকি দুই প্রধানের অনিচ্ছুক মনোভাব তাদের জয়ের পথ সুগম করেছে বলে সমালোচকরা বলছেন । কিন্তু তা বলে রেডরোডের শতাব্দী প্রাচীন দলের কৃতিত্ব খাটো করা যাবে না । তাই সমালোচকদের মুখ বন্ধ করতে সাদা-কালো ফুটবলাররা ডার্বি জিততে চান । যা লিগ চ্যাম্পিয়ন হওয়ার উন্মাদনায় বাড়তি আনন্দ যোগ করবে ।

আরও পড়ুন: হিমাচল প্রদেশের চ্যালেঞ্জ সামলাতে দলগত সংহতিতে জোর লক্ষ্মীরতনের

কলকাতা, 1 নভেম্বর: খেতাবের ঠিকানা নিশ্চিত হয়ে গেলেও ডার্বির উত্তাপ কমে না । কিন্তু ইতিহাসের উলটপুরাণ চলতি কলকাতা লিগে । কিশোর ভারতী স্টেডিয়ামে মহামেডান স্পোর্টিং এবং ইস্টবেঙ্গল মঙ্গলবার দুপুরে মুখোমুখি হবে । আন্দ্রে চেরিনোশভের দল জানিয়েছে, তারা শেষ ম্যাচে ইস্টবেঙ্গলকে হারিয়েই লিগ চ্যাম্পিয়নের উৎসব করতে চায় । অন্যদিকে, তথ্য বলছে এর আগে কোনও দিন ইস্টবেঙ্গল জয়হীন অবস্থায় লিগের শেষ ম্যাচ খেলতে নামেনি (Mohammedan SC versus East Bengal Club)।

তাই একটি জয়ের লক্ষ্যে কোচ বিনো জর্জ, বলছেন সমর্থকদের সমর্থনের জন্য জিতব । ভবানীপুরের বিরুদ্ধে পরাজয়ের ধাক্কা কাটিয়ে মঙ্গলবার ঘুরে দাঁড়ানোর কথা বলছেন লাল-হলুদ কোচ । তাই সাদা-কালোর শিবিরের বিরুদ্ধে আইএসএলের দল থেকেও ফুটবলার নিয়ে নামার ইঙ্গিত রয়েছে । কলকাতা লিগের সুপার সিক্সের ম্যাচে ইস্টবেঙ্গল কোনও বিদেশি ফুটবলার খেলায়নি । প্রতিপক্ষ দলের সাফল্যের রসায়নে বিদেশিদের ভূমিকা বড় । এই অবস্থায় আইএসএলে ম্যাচ প্র্যাকটিসের অভাবে থাকা বিদেশিদের নামানো হবে কি না, তা জানতে অপেক্ষা করতেই হবে ।

আরও পড়ুন: কমলজিতের ব্যর্থতাকে আড়াল করে ঘুরে দাঁড়ানোর ডাক কনস্ট্যান্টাইনের

মঙ্গলবার দুপুরে লাল-হলুদের প্রাক্তনীরা সাংবাদিক বৈঠক ডেকেছেন । যেখানে আইএসএলে ফল ভালো করতে দলের ইনভেস্টর ইমামি গ্রুপকে দলবদলের দ্বিতীয় পর্বে ভালো বিদেশি নেওয়ার কথা বলতে চান । কিন্তু কলকাতা লিগের দলগঠনে প্রাক্তনীদের বড় ভূমিকা ছিল । চলতি লিগে লজ্জার পারফরম্যান্সের দায় তারা নেবে কি না, তা বড় প্রশ্ন । এখন দেখার বিনো জর্জের ছেলেরা ইস্টবেঙ্গলকে এই কুখ্যাত নজির গড়া থেকে বিরত থাকতে পারে কি না ।

মহামেডান ক্লাব টানা দু'বছর কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছে, এমন উদাহরণ সাম্প্রতিক অতীতে নেই । ময়দানের বাকি দুই প্রধানের অনিচ্ছুক মনোভাব তাদের জয়ের পথ সুগম করেছে বলে সমালোচকরা বলছেন । কিন্তু তা বলে রেডরোডের শতাব্দী প্রাচীন দলের কৃতিত্ব খাটো করা যাবে না । তাই সমালোচকদের মুখ বন্ধ করতে সাদা-কালো ফুটবলাররা ডার্বি জিততে চান । যা লিগ চ্যাম্পিয়ন হওয়ার উন্মাদনায় বাড়তি আনন্দ যোগ করবে ।

আরও পড়ুন: হিমাচল প্রদেশের চ্যালেঞ্জ সামলাতে দলগত সংহতিতে জোর লক্ষ্মীরতনের

Last Updated : Nov 1, 2022, 11:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.