ETV Bharat / state

Mohammed Salim: আরএসএস ও বিজেপির হিন্দুত্বকরণের প্রচেষ্টা, পাঠ্যপুস্তকে ‘ভারত’ সংক্রান্ত নির্দেশিকায় মত সেলিমের - Mohammed Salim

Mohammed Salim Targeting RSS and BJP Over NCERT Guidelines: পাঠ্যপুস্তকে ‘ভারত’ বাধ্যতামূলক সংক্রান্ত নির্দেশিকা নিয়ে আরএসএস ও বিজেপিকে নিশানা করলেন মহম্মদ সেলিম ৷ অভিযোগ করলেন, সবকিছুতে হিন্দুত্বকরণের প্রচেষ্টা ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 25, 2023, 9:08 PM IST

কলকাতা, 25 অক্টোবর: পাঠ্যপুস্তকে ‘ইন্ডিয়া’র বদলে দেশের নাম ‘ভারত’ থাকা বাধ্যতামূলক ৷ এনসিইআরটি-র এই নির্দেশিকা নিয়ে এবার আরএসএস ও বিজেপিকে নিশানা করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ তাঁর কটাক্ষ, ‘‘আরএসএস ও বিজেপি সবটাই হিন্দুত্বকরণ করতে চায় ৷’’

উল্লেখ্য, দেশের নাম শুধুমাত্র ‘ভারত’ হবে ৷ এই নীতিতে কেন্দ্রের বিজেপি সরকার প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্ব একটি কমিটি গঠন করেছে ৷ যে কমিটি এই নাম বদল সংক্রান্ত সকল আইনি জটিলতা এবং অন্যান্য বিষয়গুলি খতিয়ে দেখে কেন্দ্রের কাছে একটি সুপারিশ করবে ৷ সেই মতো সংবিধানে সংশোধনের মাধ্যমে ‘ইন্ডিয়া দ্যাট ইজ ভারত’, এই শব্দবন্ধগুলিকে বদলানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের ৷ সেক্ষেত্রে দেশের নাম সব ভাষাতেই শুধুমাত্র ‘ভারত’ হবে ৷

সেই সংশোধন আসার আগেই এনসিইআরটি অর্থা, ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং নির্দেশিকা জারি করেছে ৷ যেখানে বলা হয়েছে, স্কুলগুলির পাঠ্যপুস্তকে এবার থেকে ‘ইন্ডিয়া’ ব্যবহার করা যাবে না ৷ বদলে ‘ভারত’ ব্যবহার করতে হবে ৷ এ নিয়ে সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘‘নামে কী এসে যায় ? রবীন্দ্রনাথ ঠাকুর বদলে রবীন্দ্রনাথ টেগর বললে তাঁর দর্শন বদলে যাবে ? তাঁর কবিতা বদলে যাবে ? এটা আলাদা বিষয় যে এখন শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের থেকে মোদির ছবি বেশি ব্যবহার করা হচ্ছে ৷ সংবিধানে বলা, ‘ইন্ডিয়া দ্যাট ইজ ভারত’ ৷’’

সেলিমের আরও অভিযোগ, "আরএসএস প্রধান মোহন ভগতব মার্ক্সবাদী চিন্তাধারাকে আক্রমণ করছেন ৷ আরএসএস শুধু অস্ত্রকে পুজো করে ৷ তারা এটাই বড় পুজো বলে মনে করে ৷ যাতে আগামী নির্বাচনে বিজেপিকে জেতানো যায়, তার জন্য ধর্মকে ব্যবহার করে ৷ এখন প্রধানমন্ত্রীর মুখ দেখিয়ে ভোটে জেতা যাচ্ছে না ৷ তাই আরএসএস-কে পর্দার আড়াল থেকে বেরিয়ে এসে মার্কসবাদীদের আক্রমণ করতে হচ্ছে ৷ একটা ধর্ম যার মধ্যে নানান রকম উপাচার আছে, বৈচিত্র্য আছে ৷ এটা মার্ক্সবাদীরা ঠিক করে দেয়নি ৷ একটা টানেল ভিউ ৷"

আরও পড়ুন: স্কুলের পাঠ্য বইয়ে এবার থেকে ‘ইন্ডিয়া’র পরিবর্তে ‘ভারত’, সুপারিশ এনসিইআরটির

অন্যদিকে, মহুয়া মৈত্র ইস্যুতে তৃণমূলকে নিশানা করতেও ছাড়েননি সেলিম ৷ তিনি অভিযোগ করেছেন, তৃণমূলের শীর্ষ নেতত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কারও পাশে দাঁড়াবে না ৷ আর কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চুপ থাকার বিষয়টি পুরোটাই পূর্বপরিকল্পিত বলে মনে করেন সেলিম ৷ তিনি অভিযোগ করেছেন, আদানির বিরুদ্ধে মুখ খুললেই এথিক্স কমিটির সামনে বসতে হবে ৷ তবে, এটা বলে তিনি মহুয়া মৈত্রের স্বপক্ষে কোনও কথা বলছেন না, বলে স্পষ্ট করে দেন সিপিআইএম রাজ্য সম্পাদক ৷

কলকাতা, 25 অক্টোবর: পাঠ্যপুস্তকে ‘ইন্ডিয়া’র বদলে দেশের নাম ‘ভারত’ থাকা বাধ্যতামূলক ৷ এনসিইআরটি-র এই নির্দেশিকা নিয়ে এবার আরএসএস ও বিজেপিকে নিশানা করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ তাঁর কটাক্ষ, ‘‘আরএসএস ও বিজেপি সবটাই হিন্দুত্বকরণ করতে চায় ৷’’

উল্লেখ্য, দেশের নাম শুধুমাত্র ‘ভারত’ হবে ৷ এই নীতিতে কেন্দ্রের বিজেপি সরকার প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্ব একটি কমিটি গঠন করেছে ৷ যে কমিটি এই নাম বদল সংক্রান্ত সকল আইনি জটিলতা এবং অন্যান্য বিষয়গুলি খতিয়ে দেখে কেন্দ্রের কাছে একটি সুপারিশ করবে ৷ সেই মতো সংবিধানে সংশোধনের মাধ্যমে ‘ইন্ডিয়া দ্যাট ইজ ভারত’, এই শব্দবন্ধগুলিকে বদলানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের ৷ সেক্ষেত্রে দেশের নাম সব ভাষাতেই শুধুমাত্র ‘ভারত’ হবে ৷

সেই সংশোধন আসার আগেই এনসিইআরটি অর্থা, ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং নির্দেশিকা জারি করেছে ৷ যেখানে বলা হয়েছে, স্কুলগুলির পাঠ্যপুস্তকে এবার থেকে ‘ইন্ডিয়া’ ব্যবহার করা যাবে না ৷ বদলে ‘ভারত’ ব্যবহার করতে হবে ৷ এ নিয়ে সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘‘নামে কী এসে যায় ? রবীন্দ্রনাথ ঠাকুর বদলে রবীন্দ্রনাথ টেগর বললে তাঁর দর্শন বদলে যাবে ? তাঁর কবিতা বদলে যাবে ? এটা আলাদা বিষয় যে এখন শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের থেকে মোদির ছবি বেশি ব্যবহার করা হচ্ছে ৷ সংবিধানে বলা, ‘ইন্ডিয়া দ্যাট ইজ ভারত’ ৷’’

সেলিমের আরও অভিযোগ, "আরএসএস প্রধান মোহন ভগতব মার্ক্সবাদী চিন্তাধারাকে আক্রমণ করছেন ৷ আরএসএস শুধু অস্ত্রকে পুজো করে ৷ তারা এটাই বড় পুজো বলে মনে করে ৷ যাতে আগামী নির্বাচনে বিজেপিকে জেতানো যায়, তার জন্য ধর্মকে ব্যবহার করে ৷ এখন প্রধানমন্ত্রীর মুখ দেখিয়ে ভোটে জেতা যাচ্ছে না ৷ তাই আরএসএস-কে পর্দার আড়াল থেকে বেরিয়ে এসে মার্কসবাদীদের আক্রমণ করতে হচ্ছে ৷ একটা ধর্ম যার মধ্যে নানান রকম উপাচার আছে, বৈচিত্র্য আছে ৷ এটা মার্ক্সবাদীরা ঠিক করে দেয়নি ৷ একটা টানেল ভিউ ৷"

আরও পড়ুন: স্কুলের পাঠ্য বইয়ে এবার থেকে ‘ইন্ডিয়া’র পরিবর্তে ‘ভারত’, সুপারিশ এনসিইআরটির

অন্যদিকে, মহুয়া মৈত্র ইস্যুতে তৃণমূলকে নিশানা করতেও ছাড়েননি সেলিম ৷ তিনি অভিযোগ করেছেন, তৃণমূলের শীর্ষ নেতত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কারও পাশে দাঁড়াবে না ৷ আর কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চুপ থাকার বিষয়টি পুরোটাই পূর্বপরিকল্পিত বলে মনে করেন সেলিম ৷ তিনি অভিযোগ করেছেন, আদানির বিরুদ্ধে মুখ খুললেই এথিক্স কমিটির সামনে বসতে হবে ৷ তবে, এটা বলে তিনি মহুয়া মৈত্রের স্বপক্ষে কোনও কথা বলছেন না, বলে স্পষ্ট করে দেন সিপিআইএম রাজ্য সম্পাদক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.