কলকাতা, 10 অগস্ট: রাতের কলকাতায় ফের বেআব্রু নিরাপত্তা ব্যবস্থা ! অভিযোগ, মধ্যরাতে দক্ষিণ কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে এক মডেলের গাড়ি থামিয়ে তাণ্ডব চালায় বেশকিছু দুষ্কৃতী । শুধু তাই নয়, প্রতিবাদ করলে গাড়িতে থাকা মডেল সহ দুই তরুণীকে শারীরিকভাবে হেনস্থা করা হয় । মারধর করা হয় ওই গাড়িতে থাকা দুই যুবককেও ৷ পুলিশ এই ঘটনার তদন্তে নেমে রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ৷ তার ভিত্তিতেই অভিযুক্তদের মধ্যে মোট চারজনকে গ্রেফতার করা হয় । জানা গিয়েছে, বাকি আরও এক অভিযুক্ত এখনও ফেরার । তাঁদের খোঁজ চালাচ্ছে পুলিশ ।
লালবাজার সূত্রের খবর, বুধবার গভীর রাতে বালিগঞ্জ সার্কুলার রোডের কাছে একটি ধাবায় খাওয়া-দাওয়ার পর গাড়িতে করে বাড়ি ফিরছিলেন ওই মডেল এবং তাঁর এক বান্ধবী ও দুই বন্ধু । অভিযোগ, শেক্সপিয়ার সরণি দিয়ে যাওয়ার সময় ওই মডেলের গাড়ির পেছনে থাকা অপর একটি গাড়ি বারবার হর্ন বাজাচ্ছিল । জায়গা দেওয়া হলেও ওই গাড়িটি ওভারটেক না করে মডেলের গাড়িটি অনুসরণ করতে থাকে বলে অভিযোগ ৷ এই ভাবেই গাড়িটি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সাউথ গেটের কাছে এসে পৌঁছয় । তখন গাড়িটিকে থামাতে বাধ্য করে অভিযুক্তরা ৷
আরও পড়ুন: স্বপ্নদীপের মৃত্যুতে ব়্যাগিংয়ের অভিযোগ, প্রশ্নের মুখে যাদবপুর
অভিযোগ, ওই মডেল-সহ গাড়িতে থাকা তাঁর বান্ধবী ও দুই বন্ধু গাড়ি থেকে নেমে অভিযুক্ত পাঁচজন যুবকের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন । সেই সময় অভিযুক্তদের একজন লুকিয়ে ওই মডেলের ভিডিয়ো তুলছিলেন বলে অভিযোগ ৷ এরপরই ওই যুবকের কাছ থেকে ফোনটি কেড়ে নিতে চাইলে শুরু হয়ে যায় হাতাহাতি । ওই মডেলের সঙ্গে থাকা দুই বন্ধুকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় । পরে অবশ্য ওই তরুণী চিৎকার করলে অভিযুক্তরা গাড়িতে উঠে এলাকা ছেড়ে পালায় ।
এর পরেই রক্তাক্ত অবস্থায় দুই বন্ধুকে সঙ্গে নিয়ে প্রথমে হেস্টিংস থানায় যান ওই মডেল । অভিযোগকারী ওই মডেল এবং তাঁর দুই বন্ধুর মেডিক্যাল পরীক্ষা করা হয় । রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । তাঁদের অভিযোগের ভিত্তিতে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে । অভিযোগ, সেই রাতে অভিযুক্তরা নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন ।