কলকাতা, 26 মার্চ: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে মিঠুন চক্রবর্তীর নাম বাদ পড়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল বিজেপি ৷ এবার সেই মিঠুনকেই এবার উপেক্ষা করল খোদ পদ্মশিবির। উল্লেখযোগ্য়ভাবে, রাজ্য় বিজেপি আয়োজিত 'বাংলা ফিল্ম ফেস্টিভ্য়ালেই' ব্রাত্য় রইলেন মিঠুন (Mithun did not get invited to BJP's film festival) ৷ যা নিয়ে বিজেপি এবং মিঠুনকে এক যোগে কটাক্ষ করেছে তৃণমূল ৷ রবিবার তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ টুইট করে জানান, বিজেপির অনুষ্ঠানে মিঠুনকে আমন্ত্রণই জানানো হয়নি ৷ পাশাপাশি গোটা ঘটনায় বিজেপির প্রতিক্রিয়াও চেয়েছেন কুণাল ঘোষ ৷
এর আগে রাজ্য় সরকার আয়োজিত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে বাদ পড়েছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। যার জেরে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছিল রাজ্য় বিজেপি ৷ বিজেপি নেতৃত্বের অভিযোগ ছিল, মিঠুন চক্রবর্তী বিজেপি করেন বলেই তাঁকে রাজ্য় সরকার ডাকেনি ৷ এই ঘটনার কয়েক মাসের মধ্য়েই পাশা ঘুরে গেল প্রায় 180 ডিগ্রি ৷ এবার খোদ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সাহায্য়ে আয়োজিত খোদ বিজেপির চলচ্চিত্র উৎসবেও এবার আমন্ত্রণই পেলেন না মিঠুন চক্রবর্তী। তবে শুধু মিঠুন একা নন, অনুষ্ঠানে দেখা গেল না অভিনেতা রুদ্রনীল ঘোষকেও। যা নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন মিঠুন ঘনিষ্ঠরা।
গত শুক্রবার থেকে শুরু হয়েছে 'বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল'। যেটি কেন্দ্রীয় সরকারের তথ্য় ও সম্প্রচার মন্ত্রকের সাহায্য়ে বিজেপির একটি সংগঠন দ্বারা আয়োজিত এবং পরিচালিত ৷ দায়িত্বে রয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্বের একাংশ। যদিও উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে বাংলার একাধিক অভিনেতা, শিল্পীকে দেখা গেলেও মিঠুন চক্রবর্তী বা রুদ্রনীল ঘোষকে দেখা যায়নি ৷ হিরণ চট্টোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়দেরও অবশ্য় দেখা যায়নি ৷ তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে মিঠুনের অনুপস্থিতি ৷ এ প্রসঙ্গে কুণাল ঘোষ টুইটে লিখেছেন, "মিঠুন চক্রবর্তীকে তাহলে উপেক্ষা করছে বিজেপি ৷ কেন্দ্রীয় সরকারের সাহায্য়প্রাপ্ত বাংলা চলচ্চিত্র উৎসবে তাঁকে উদ্বোধনে আমন্ত্রণও জানানো হয়নি। বিজেপি নেতাদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি।"
-
So, Mithun Chakraborty has been ignored by BJP team.
— Kunal Ghosh (@KunalGhoshAgain) March 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
A Bengali film fest in Kolkata, sponsored by Central Govt, didn't even invite him at inauguration.
Waiting for BJP leaders' reactions who made statements after film fest programme in Nandan. pic.twitter.com/SlhmMIxBwC
">So, Mithun Chakraborty has been ignored by BJP team.
— Kunal Ghosh (@KunalGhoshAgain) March 26, 2023
A Bengali film fest in Kolkata, sponsored by Central Govt, didn't even invite him at inauguration.
Waiting for BJP leaders' reactions who made statements after film fest programme in Nandan. pic.twitter.com/SlhmMIxBwCSo, Mithun Chakraborty has been ignored by BJP team.
— Kunal Ghosh (@KunalGhoshAgain) March 26, 2023
A Bengali film fest in Kolkata, sponsored by Central Govt, didn't even invite him at inauguration.
Waiting for BJP leaders' reactions who made statements after film fest programme in Nandan. pic.twitter.com/SlhmMIxBwC
আরও পড়ুন: টুইটারে নয়া বায়ো ! রাহুল জানালেন তিনি এখন পদচ্য়ুত সাংসদ
যদিও বিজেপির তরফে জানানো হয়েছে, অনুষ্ঠানে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর এবং মিঠুন চক্রবর্তীকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তাঁরা আসতে পারেননি। অন্য়দিকে, এই অনুষ্ঠানের উপস্থাপকের দায়িত্বে থাকা অভিনেত্রী কণীনিকা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এটি সত্য়জিৎ রায় ফিল্ম অ্য়ান্ড টেলিভিশন ইনস্টিটিউটের একটি অনুষ্ঠান ছিল ৷ এর বেশি আমি এর বিষয়ে কিছুই বলতে পারব না ৷"