ETV Bharat / state

Baguiati Elderly Woman Murder : বাগুইআটি অর্জুনপুরে বৃদ্ধাকে নলি কেটে খুন, গ্রেফতার নাবালক

বাগুইআটির অর্জুনপুরের বাসিন্দা 60 বছরের বৃদ্ধা সরস্বতী প্রতিবেশী নাবালককে একটি কাজ করে দিতে বললে সে অস্বীকার করে ৷ অভিযোগ, এরপর বৃদ্ধা ছুরি দিয়ে নাবালককে আক্রমণ করে ৷ পাল্টা আক্রমণে নাবালকের হাতে খুন হয় বৃদ্ধা (Baguiati Elderly Woman Murder) ৷

Elederly Woman stabbed in Baguiati Arjunpur
বাগুইআটিতে নাবালকের হাতে খুন বৃদ্ধা
author img

By

Published : Apr 21, 2022, 10:09 AM IST

বাগুইআটি, 21 এপ্রিল : নাবালকের বিরুদ্ধে বৃদ্ধাকে খুনের অভিযোগ উঠল ৷ ঘটনাটি বাগুইআটির অর্জুনপুর এলাকার ৷ মৃত বৃদ্ধার নাম সরস্বতী সরকার (60) ৷ বাগুইআটি থানার পুলিশ ইতিমধ্যেই নাবালককে গ্রেফতার করেছে ৷ আজ অভিযুক্ত নাবালককে বিধাননগর জুভেনাইল আদালতে তোলা হবে (Minor allegedly stabbed to death an elderly woman in Baguiati Kolkata) ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধা সরস্বতী সরকার বাগুইআটি অর্জুনপুর এলাকায় ভাড়া থাকতেন ৷ অভিযুক্ত নাবালকও বৃদ্ধার কাছাকাছি বাড়ি ভাড়া নিয়ে থাকত ৷ সে বৃদ্ধার নাতির বন্ধু ৷ সেই সূত্রে প্রায়ই বৃদ্ধার কাছে আসত ৷ বৃদ্ধা নাবালককে দিয়ে বাড়ির নানা কাজকর্ম করাতেন ৷ পুলিশ জানিয়েছে, বৃদ্ধা বুধবারও ওই নাবালককে একটি কাজ করতে বলেন ৷ নাবালক জানায় সে কাজটি করতে পারবে না ৷ সে বাগানে আম পাড়তে যাবে ৷ বৃদ্ধা তাকে জোর করতে থাকে এবং ডেকে আবারও একটি কাজ করার কথা জানায় ৷

বাগুইআটিতে নাবালকের বিরুদ্ধে বৃদ্ধাকে খুনের অভিযোগ উঠেছে, গ্রেফতার অভিযুক্ত

আরও পড়ুন : Husband Extra Marital Affair : পরকীয়ার জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ, পলাতক স্বামী

সেই সময় নাবালক কাজটি করতে রাজি না হলে বৃদ্ধা একটি কালো রঙের ছুরি দিয়ে তাকে আঘাত করতে যায় ৷ তখন নাবালক আত্মরক্ষা করতে গেলে তার আঙুল কেটে যায় ৷ এরপরেও বৃদ্ধা ছুরি দিয়ে আক্রমণের চেষ্টা করে ৷ তখন ওই নাবালক বৃদ্ধার হাত থেকে ছুরি কেড়ে নিয়ে বৃদ্ধার গলায় ঠেকালে বৃদ্ধার গলার নলি কেটে যায় ৷ সঙ্গে সঙ্গে নাবালক পালিয়ে যায় ৷ আহত অবস্থায় বৃদ্ধা বাড়ির বাইরে এসে চেঁচাতে থাকে ৷ প্রতিবেশীরা তাঁর ছেলেকে খবর দেয় ৷ বৃদ্ধাকে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

বাগুইআটি, 21 এপ্রিল : নাবালকের বিরুদ্ধে বৃদ্ধাকে খুনের অভিযোগ উঠল ৷ ঘটনাটি বাগুইআটির অর্জুনপুর এলাকার ৷ মৃত বৃদ্ধার নাম সরস্বতী সরকার (60) ৷ বাগুইআটি থানার পুলিশ ইতিমধ্যেই নাবালককে গ্রেফতার করেছে ৷ আজ অভিযুক্ত নাবালককে বিধাননগর জুভেনাইল আদালতে তোলা হবে (Minor allegedly stabbed to death an elderly woman in Baguiati Kolkata) ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধা সরস্বতী সরকার বাগুইআটি অর্জুনপুর এলাকায় ভাড়া থাকতেন ৷ অভিযুক্ত নাবালকও বৃদ্ধার কাছাকাছি বাড়ি ভাড়া নিয়ে থাকত ৷ সে বৃদ্ধার নাতির বন্ধু ৷ সেই সূত্রে প্রায়ই বৃদ্ধার কাছে আসত ৷ বৃদ্ধা নাবালককে দিয়ে বাড়ির নানা কাজকর্ম করাতেন ৷ পুলিশ জানিয়েছে, বৃদ্ধা বুধবারও ওই নাবালককে একটি কাজ করতে বলেন ৷ নাবালক জানায় সে কাজটি করতে পারবে না ৷ সে বাগানে আম পাড়তে যাবে ৷ বৃদ্ধা তাকে জোর করতে থাকে এবং ডেকে আবারও একটি কাজ করার কথা জানায় ৷

বাগুইআটিতে নাবালকের বিরুদ্ধে বৃদ্ধাকে খুনের অভিযোগ উঠেছে, গ্রেফতার অভিযুক্ত

আরও পড়ুন : Husband Extra Marital Affair : পরকীয়ার জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ, পলাতক স্বামী

সেই সময় নাবালক কাজটি করতে রাজি না হলে বৃদ্ধা একটি কালো রঙের ছুরি দিয়ে তাকে আঘাত করতে যায় ৷ তখন নাবালক আত্মরক্ষা করতে গেলে তার আঙুল কেটে যায় ৷ এরপরেও বৃদ্ধা ছুরি দিয়ে আক্রমণের চেষ্টা করে ৷ তখন ওই নাবালক বৃদ্ধার হাত থেকে ছুরি কেড়ে নিয়ে বৃদ্ধার গলায় ঠেকালে বৃদ্ধার গলার নলি কেটে যায় ৷ সঙ্গে সঙ্গে নাবালক পালিয়ে যায় ৷ আহত অবস্থায় বৃদ্ধা বাড়ির বাইরে এসে চেঁচাতে থাকে ৷ প্রতিবেশীরা তাঁর ছেলেকে খবর দেয় ৷ বৃদ্ধাকে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.