কলকাতা, 2 অগস্ট: বিধানসভায় বিজেপি বিধায়ক অশোক দিন্দার বক্তব্যের বিরুদ্ধে তদন্ত চাইলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস ৷ স্পোর্টস কমপ্লেক্স তৈরির জন্য কেন্দ্রের টাকা রাজ্যে আসছে না ৷ যার দায় সম্পূর্ণ রাজ্য সরকারের ঘাড়েই চাপিয়েছিলেন বিজেপি বিধায়ক ৷ বিধানসভায় দাঁড়িয়ে মিথ্যা ভাষণ দিয়ে সদনকে ভুল পথে চালিত করার অভিযোগে এবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে তদন্ত চাইলেন অরূপ বিশ্বাস ৷
বুধবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে অশোক দিন্দা জানান, কেন্দ্রীয় সরকার দেশের সব রাজ্যগুলিকে স্পোর্টস কমপ্লেক্স তৈরির করার জন্য 200 কোটি টাকা দিচ্ছে। তাঁর দাবি, রাজ্যকে তিনি এ বিষয়ে চিঠি দিতে বলেছিলেন ৷ কিন্তু রাজ্য সরকার সেই চিঠি না-দেওয়ায় অন্যান্য রাজ্যগুলি কেন্দ্রের টাকা পেলেও পশ্চিমবঙ্গ বঞ্চিত হচ্ছে ৷ এর পালটা বিজেপি বিধায়কের বিরুদ্ধে হাউজে মিথ্যা বলার অভিযোগ করেন ক্রীড়ামন্ত্রী ৷ মন্ত্রী অরূপ বিশ্বাস জবাবে বলেন, "সম্মানীয় বিধায়ক হাউসকে মিসলিড করছেন। এটা নিয়ে তদন্ত হওয়া উচিৎ ৷"
একই সঙ্গে, অরূপ বিশ্বাস বলেন, "আমি সম্প্রতি কেন্দ্র ও অন্যান্য রাজ্যগুলোর ক্রীড়া মন্ত্রীদের অনুষ্ঠানে গিয়েছিলাম। আলোচনা করেছি। এরকম টাকা কোনও রাজ্যই পায়নি।" রাজ্যের মন্ত্রীর দাবি, রাজ্য সরকার 28 একর জমিতে মোট 50 কোটি টাকা ব্যয়ে সম্পূর্ণ পরিকাঠামো তৈরি করে 2018 সালে সাইয়ের সঙ্গে মউ চুক্তি করে ৷ সারা দেশের খেলোয়াড়রা এখানে এসে খোলতে পারবে তাও ঠিক করা হয়েছিল সরকারের তরফে ৷ তিনি বলেন, "এখন সেখানে গরু চড়ছে ৷ তিনবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বদল হয়েছে ৷ শেষ পর্যন্ত অনুরাগ ঠাকুরকেও আমি চিঠি দিয়েছিলাম এই পোর্টস কমপ্লেক্সকে ঠিক করার জন্য ৷" এখানেই শেষ নয়, মন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় সরকার না-পারলে রাজ্যের হাতে ছেড়ে দেওয়া উচিৎ ৷
আরও পড়ুন: মমতার অনুপ্রেরণায় রাজভবনে দুর্নীতি বিরোধী সেল, ঘোষণা রাজ্যপালের
অন্যদিকে, বিধায়কের হকি স্টেডিয়াম করার প্রসঙ্গে মন্ত্রী জানান 20 কোটি টাকা ব্যয়ে সল্টলেকে হকি স্টেডিয়াম হচ্ছে। আগামী ডিসেম্বরে তার আনুষ্ঠানিক সূচনা হবে বলেও বিধানসভায় জানান অরূপ বিশ্বাস। একইসঙ্গে, উত্তরবঙ্গ স্পোর্টস কমপ্লেক্স প্রসঙ্গে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, "কেন্দ্রীয় মন্ত্রীকে অনেকবার বলেছি। গত 12 জুলাই কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকে জানিয়েছি। ক্রীড়াক্ষেত্রে বাংলাকে বঞ্চিত করবেন না। এত টাকা খরচ করে বাংলার মুখ্যমন্ত্রী একটা স্পোর্টস কমপ্লেক্স করেছেন সেটাকে ধ্বংস করার চেষ্টা করছেন। উত্তরবঙ্গের মানুষের দাবি সঠিক।" তিনি বিজেপি বিধায়কদের উদ্দশে বলেন, "উত্তরবঙ্গকে ভাগাভাগি করবেন না।"