ETV Bharat / state

Minakshi on SSC Candidates Protest : অসুস্থ হয়ে পড়লেন আন্দোলনরত এসএসসির চাকরিপ্রার্থীরা, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি মীনাক্ষীর - অসুস্থ হয়ে পড়লেন এসএসসি চাকরি প্রার্থীরা, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি মিনাক্ষীর

আদালতের জন্য এসএসসি চাকরিপ্রার্থীরা সমস্যায় নেই । সরকারি অপদার্থতা এবং গড়িমসিতেই এরা সমস্যায় । এভাবেই আন্দোলনরত এএসসি চাকরিপ্রার্থীদের সমর্থনে গলা মেলালেন বাম যুব সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi on SSC Candidates situation)।

Minakshi with SSC candidates
Minakshi with SSC candidates
author img

By

Published : Apr 17, 2022, 7:39 PM IST

কলকাতা,17 এপ্রিল : গত ছ'মাসের বেশি সময় ধরে কলকাতার গান্ধি মূর্তির পাদদেশে নবম-দশম শ্রেণি এসএসসি উর্ত্তীণরা চাকরির দাবিতে আন্দোলন করে চলেছেন । তাঁদের এই আন্দোলন মঞ্চের অন্যতম মুখ ক্যানসাররজয়ী সোমা দাস । ইতিমধ্যে তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া অন্য সরকারি চাকরির প্রস্তাবকে বিনয়ের সঙ্গে প্রত্যাখান করে আন্দোলনের মঞ্চেই রয়ে গিয়েছেন । তাঁদের পাশে দাঁড়ানোর বার্তা দিতে ইতিমধ্যে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম আন্দোলন মঞ্চে এসেছেন । আন্দোলনরত এএসসি চাকরিপ্রার্থীদের সমর্থনে এবার গলা মেলালেন বাম যুব সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ও (CPIM leader Minakshi Mukherjee stood beside SSC candidates) ৷

শুধু গান্ধি মূর্তি নয় মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে এসএসসির ওয়ার্ক এডুকেশনে চাকরিপ্রার্থীদের আন্দোলন মঞ্চেও এসেছিলেন তিনি । কয়েকশো মিটারের মধ্যে দুই ধরনের চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে ইতিমধ্যে সাড়া পড়েছে । 10 দিন ধরে আন্দোলন চলছে । শেষ চারদিন অনশন করছেন আন্দোলনপ্রার্থীরা । মাতঙ্গিনী মূর্তির নিচে অনশনরত আন্দোলন মঞ্চে রবিবার চারজন অসুস্থ হয়ে পড়েন । তাঁদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন : Santiniketan Rape: গণধর্ষণ নয়, শান্তিনিকেতনের ঘটনায় এমনই ইঙ্গিত দিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন

আন্দোলন মঞ্চে এসে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী বলেন, "আদালতের মাধ্যমে এরা অনিশ্চিত জায়গায় নেই । রাজ্য সরকারের অপদার্থতা এবং গড়িমসির জন্যই এরা অনিশ্চয়তার সামনে । এই লড়াই যত কঠিন হচ্ছে ততই ভাল সময় সামনে আসছে । এখন এই লড়াই রাস্তার ধারে হচ্ছে । খুব শীঘ্রই দৃপ্তভাবে এই লড়াই তীব্রভাবে রাস্তায় হাঁটবে । তাঁর সামনে শিক্ষা দফতর এবং সরকারকে মাথা নোয়াতে হবে ।" তাঁর অভিযোগ, শিক্ষা দফতর ঘুঘুর বাসা । মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি ৷ এদিন অনশনরত আন্দোলন মঞ্চে চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করতে আসেন সিপিএম নেতা ফুয়াদ হালিম ও এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য ৷

আরও পড়ুন : Babul Slams Saira Hailm : লজ্জা শরম নেই, টুইটারে 'হেরো' সায়রাকে তীব্র আক্রমণ বাবুলের

কলকাতা,17 এপ্রিল : গত ছ'মাসের বেশি সময় ধরে কলকাতার গান্ধি মূর্তির পাদদেশে নবম-দশম শ্রেণি এসএসসি উর্ত্তীণরা চাকরির দাবিতে আন্দোলন করে চলেছেন । তাঁদের এই আন্দোলন মঞ্চের অন্যতম মুখ ক্যানসাররজয়ী সোমা দাস । ইতিমধ্যে তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া অন্য সরকারি চাকরির প্রস্তাবকে বিনয়ের সঙ্গে প্রত্যাখান করে আন্দোলনের মঞ্চেই রয়ে গিয়েছেন । তাঁদের পাশে দাঁড়ানোর বার্তা দিতে ইতিমধ্যে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম আন্দোলন মঞ্চে এসেছেন । আন্দোলনরত এএসসি চাকরিপ্রার্থীদের সমর্থনে এবার গলা মেলালেন বাম যুব সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ও (CPIM leader Minakshi Mukherjee stood beside SSC candidates) ৷

শুধু গান্ধি মূর্তি নয় মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে এসএসসির ওয়ার্ক এডুকেশনে চাকরিপ্রার্থীদের আন্দোলন মঞ্চেও এসেছিলেন তিনি । কয়েকশো মিটারের মধ্যে দুই ধরনের চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে ইতিমধ্যে সাড়া পড়েছে । 10 দিন ধরে আন্দোলন চলছে । শেষ চারদিন অনশন করছেন আন্দোলনপ্রার্থীরা । মাতঙ্গিনী মূর্তির নিচে অনশনরত আন্দোলন মঞ্চে রবিবার চারজন অসুস্থ হয়ে পড়েন । তাঁদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন : Santiniketan Rape: গণধর্ষণ নয়, শান্তিনিকেতনের ঘটনায় এমনই ইঙ্গিত দিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন

আন্দোলন মঞ্চে এসে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী বলেন, "আদালতের মাধ্যমে এরা অনিশ্চিত জায়গায় নেই । রাজ্য সরকারের অপদার্থতা এবং গড়িমসির জন্যই এরা অনিশ্চয়তার সামনে । এই লড়াই যত কঠিন হচ্ছে ততই ভাল সময় সামনে আসছে । এখন এই লড়াই রাস্তার ধারে হচ্ছে । খুব শীঘ্রই দৃপ্তভাবে এই লড়াই তীব্রভাবে রাস্তায় হাঁটবে । তাঁর সামনে শিক্ষা দফতর এবং সরকারকে মাথা নোয়াতে হবে ।" তাঁর অভিযোগ, শিক্ষা দফতর ঘুঘুর বাসা । মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি ৷ এদিন অনশনরত আন্দোলন মঞ্চে চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করতে আসেন সিপিএম নেতা ফুয়াদ হালিম ও এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য ৷

আরও পড়ুন : Babul Slams Saira Hailm : লজ্জা শরম নেই, টুইটারে 'হেরো' সায়রাকে তীব্র আক্রমণ বাবুলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.