ETV Bharat / state

WBUS workers Problem: কলকাতা পৌরনিগমে 100 দিনের কর্মীরা বেতন পাচ্ছেন না

কলকাতা পৌরনিগমে (Kolkata corporation news) এ বার 100 দিনের কর্মচারীদের মাসিক বেতন আটকে গিয়েছে জানুয়ারি মাস থেকে (WBUS workers problem)৷ এতেই চরম সংকটে পড়েছেন কর্মীরা ৷

WBUS workers problems not get monthly payment from Kolkata corporation
কলকাতা পৌরনিগমে আটকে গেল 100 দিনের কর্মীদের বেতন !
author img

By

Published : Mar 9, 2022, 3:33 PM IST

Updated : Mar 9, 2022, 5:07 PM IST

কলকাতা, 9 মার্চ: ভাঁড়ে মা ভবানী কলকাতা পৌরনিগমে (WBUS workers problem)৷ 100 দিনের কাজের সঙ্গে যুক্ত প্রায় 15 হাজার কর্মী গত জানুয়ারি থেকে বেতন পাচ্ছেন না । এর আগে আটকে গিয়েছিল অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন-সহ অবসরকালীন সমস্ত সুযোগ সুবিধা । তা নিয়ে কর্মী মহলে তোলপাড় হয় । শেষমেশ কোনওমতে পেনশন চালু হলেও পেনশন বিক্রির টাকা ও গ্র্যাচুইটির টাকা দেওয়া হচ্ছে না । এই টালবাহানার মাঝেই এ বার দু'মাস ধরে বন্ধ 100 দিনের কাজের কর্মীদের বেতন ।

কলকাতা পৌরনিগম (Kolkata corporation news) সূত্রে খবর, বিভিন্ন বিভাগে কাজে যুক্ত থাকা প্রায় 15 হাজার কর্মীর চলতি বছরে জানুয়ারি মাস থেকে বেতন হচ্ছে না । রাস্তা সাফাই থেকে উদ্যান পরিষ্কার, জলাশয় পরিষ্কার - সব কাজেই গুরুত্বপূর্ণ ভূমিকা নেন 100 দিনের কর্মীরা । কলকাতা পৌরনিগমের বিপুল স্থায়ী শূন্য পদে নিয়োগ হয়নি । তবে 100 দিনের কর্মীদের সামান্য বেতন (monthly payment of 100 days workers) দিয়েই সেই কাজ করানো হয় । স্বাস্থ্য বিভাগেও বিরাট অংশের কাজ, মশাবাহিত রোগ দমন, সব ক্ষেত্রেই অগ্রণী ভূমিকা পালন করেন তাঁরা । এমনিতেই নামমাত্র বেতন, তার উপরে দু'মাসের বেতন বকেয়া হওয়াতে ব্যাপক সমস্যায় পড়েছেন কর্মীরা । দ্রুত বকেয়া মেটানোর দাবি করেছেন বাম কর্মী সংগঠনের নেতা অমিতাভ ভট্টাচার্য ।

আরও পড়ুন: করোনা পরিস্থিতির মধ্যেও 100 দিনের কাজে লক্ষ্যমাত্রাকে ছাপিয়ে গিয়েছে কোচবিহার

তিনি (WBUS workers problem) বলেন, "100 দিনের কর্মীদের টাকা কেন দিচ্ছে না পৌরনিগম ? অন্য দিকে ভুরিভোজ করছে । আর সামান্য টাকা দেওয়ার নাম নেই ।" তবে কলকাতা কর্পোরেশনের 100 দিনের কাজের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ সদস্য রামপেয়ারে রাম এ বিষয়ে বলেছেন, "জানুয়ারি মাসে বেতন হয়নি, এই দাবি সঠিক নয় । অনেকগুলো বরোয় হয়েছে । অনেক বরোয় আবার হয়নি ।" তবে ফেব্রুয়ারি মাসের বেতন না দেওয়ার বিষয়টি তিনি স্বীকার করে নিয়ে বলেন, "ফেব্রুয়ারি মাসেরটা একটু সময় লাগছে, করে দেব ।"

কলকাতা, 9 মার্চ: ভাঁড়ে মা ভবানী কলকাতা পৌরনিগমে (WBUS workers problem)৷ 100 দিনের কাজের সঙ্গে যুক্ত প্রায় 15 হাজার কর্মী গত জানুয়ারি থেকে বেতন পাচ্ছেন না । এর আগে আটকে গিয়েছিল অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন-সহ অবসরকালীন সমস্ত সুযোগ সুবিধা । তা নিয়ে কর্মী মহলে তোলপাড় হয় । শেষমেশ কোনওমতে পেনশন চালু হলেও পেনশন বিক্রির টাকা ও গ্র্যাচুইটির টাকা দেওয়া হচ্ছে না । এই টালবাহানার মাঝেই এ বার দু'মাস ধরে বন্ধ 100 দিনের কাজের কর্মীদের বেতন ।

কলকাতা পৌরনিগম (Kolkata corporation news) সূত্রে খবর, বিভিন্ন বিভাগে কাজে যুক্ত থাকা প্রায় 15 হাজার কর্মীর চলতি বছরে জানুয়ারি মাস থেকে বেতন হচ্ছে না । রাস্তা সাফাই থেকে উদ্যান পরিষ্কার, জলাশয় পরিষ্কার - সব কাজেই গুরুত্বপূর্ণ ভূমিকা নেন 100 দিনের কর্মীরা । কলকাতা পৌরনিগমের বিপুল স্থায়ী শূন্য পদে নিয়োগ হয়নি । তবে 100 দিনের কর্মীদের সামান্য বেতন (monthly payment of 100 days workers) দিয়েই সেই কাজ করানো হয় । স্বাস্থ্য বিভাগেও বিরাট অংশের কাজ, মশাবাহিত রোগ দমন, সব ক্ষেত্রেই অগ্রণী ভূমিকা পালন করেন তাঁরা । এমনিতেই নামমাত্র বেতন, তার উপরে দু'মাসের বেতন বকেয়া হওয়াতে ব্যাপক সমস্যায় পড়েছেন কর্মীরা । দ্রুত বকেয়া মেটানোর দাবি করেছেন বাম কর্মী সংগঠনের নেতা অমিতাভ ভট্টাচার্য ।

আরও পড়ুন: করোনা পরিস্থিতির মধ্যেও 100 দিনের কাজে লক্ষ্যমাত্রাকে ছাপিয়ে গিয়েছে কোচবিহার

তিনি (WBUS workers problem) বলেন, "100 দিনের কর্মীদের টাকা কেন দিচ্ছে না পৌরনিগম ? অন্য দিকে ভুরিভোজ করছে । আর সামান্য টাকা দেওয়ার নাম নেই ।" তবে কলকাতা কর্পোরেশনের 100 দিনের কাজের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ সদস্য রামপেয়ারে রাম এ বিষয়ে বলেছেন, "জানুয়ারি মাসে বেতন হয়নি, এই দাবি সঠিক নয় । অনেকগুলো বরোয় হয়েছে । অনেক বরোয় আবার হয়নি ।" তবে ফেব্রুয়ারি মাসের বেতন না দেওয়ার বিষয়টি তিনি স্বীকার করে নিয়ে বলেন, "ফেব্রুয়ারি মাসেরটা একটু সময় লাগছে, করে দেব ।"

Last Updated : Mar 9, 2022, 5:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.