ETV Bharat / state

Joka-Taratola Metro: 1 মে থেকে পার্পেল লাইনে দ্বিগুণ হচ্ছে মেট্রো পরিষেবা, চলবে 24টি মেট্রো - মেট্রোরেল পার্পেল লাইনে যাত্রী পরিষেবা শুরু করেছে

বেহালাবাসীদের জন্য সুখবর ৷ পার্পেল লাইনে বাড়তে চলেছে মেট্রোর সংখ্যা ৷ জোকা থেকে তারাতলা পর্যন্ত পার্পেল লাইনে মেট্রো রেলের সংখ্যা 12 থেকে বাড়িয়ে 24টি করা হয়েছে ৷ শহরবাসীর কথা মাথায় রেখেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে ৷

ETV Bharat
পার্পেল লাইন
author img

By

Published : Apr 19, 2023, 8:46 PM IST

1 মে থেকে বাড়ছে পার্পেল লাইনের মেট্রো পরিষেবা

কলকাতা, 19 এপ্রিল: দীর্ঘ 12 বছরের প্রতীক্ষা শেষে গত বছরের 30 ডিসেম্বর কলকাতা মেট্রো রেল পার্পেল লাইনে যাত্রী পরিষেবা শুরু করেছে ৷ এই দিনই হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হয় । এই পরিষেবা চালুর ফলে বেহালাবাসীর যেমন সুবিধা হয়েছে, সেই রকরমই জোকা থেকে তারা তলা যাওয়াও অনেক সহজ হয়ে গিয়েছে ৷ যাত্রী সুবিধার্থে 1 মে থেকে বাড়ল পার্পেল লাইনের মেট্রো পরিষেবা ৷

কলকাতা মেট্রোরেল কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যে ডিসেম্বর থেকে পার্পেল লাইনে মেট্রো পরিষেবা চালু হওয়ার পর থেকেই মানুষজন একাধিকবার পরিষেবার সংখ্যা অর্থাৎ মেট্রোর সংখ্যা বৃদ্ধির অনুরোধ করেছিল । সাধারণ মানুষের অনুরোধের ভিত্তিতেই মেট্রোরেলের জেনারেল ম্যানেজার পি কুমার রেড্ডি বিষয়টি খতিয়ে দেখেন । এই বিষয়ে তিনি একটি পূর্ণাঙ্গ সার্ভে করেন । এর পরে বুধবার মেট্রোরেলের তরফে পার্পেল লাইনে পরিষেবা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে ।

পার্পেল লাইনে পরিষেবা দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সারাদিনে 12টি মেট্রোর পরিবর্তে চলবে 24টি মেট্রোর । 12টি আপ ও 12টি ডাউন লাইনে মেট্রো চলবে । এই ক্ষেত্রেও 'ওয়ান ট্রেন ওনলি সিস্টেম' মানা হবে । আগামী সোমবার থেকে জোকা- তারাতলা অংশে 60 মিনিটের পরিবর্তে 40 মিনিটের ব্যবধানে চলবে মেট্রো ৷ তবে এই পরিষেবা মিলবে সপ্তাহের 5দিন অর্থাৎ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ৷

জোকার থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল 08.55 মিনিটে । পাশাপাশি জোকা থেকে দিনের শেষ মেট্রো পাওয়া যাবে বিকেল 4.20 মিনিটে । তবে বেলা 12টা থেকে 3টে পর্যন্ত জোকা থেকে তারাতলার আপ লাইনে পরিষেবা পরপর থাকবে ৷ ঠিক একইভাবে তারাতলা থেকে দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 9.20 মিনিটে । পাশাপাশি তারাতলা থেকে দিনের শেষ মেট্রো পাওয়া যাবে বিকেল 4.40 মিনিটে । তারাতলা থেকে ডাউন লাইনে বেলা 12.30 মিনিট থেকে বেলা 3.30 মিনিট পর্যন্ত পরপর পরিষেবা পাওয়া যাবে ।

আরও পড়ুন : হাবীর জয়ন্তীতে সরকারি ছুটি, গ্রিন লাইনেও কমছে মেট্রোর সংখ্যা

তবে পার্পেল লাইন অর্থাৎ জোকা থেকে তারাতলা পর্যন্ত শনিবার এবং রবিবার কোনও পরিষেবা দেওয়া হবে না । এমনটাই জানিয়েছেন কলকাতা মেট্রো মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র ।

1 মে থেকে বাড়ছে পার্পেল লাইনের মেট্রো পরিষেবা

কলকাতা, 19 এপ্রিল: দীর্ঘ 12 বছরের প্রতীক্ষা শেষে গত বছরের 30 ডিসেম্বর কলকাতা মেট্রো রেল পার্পেল লাইনে যাত্রী পরিষেবা শুরু করেছে ৷ এই দিনই হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হয় । এই পরিষেবা চালুর ফলে বেহালাবাসীর যেমন সুবিধা হয়েছে, সেই রকরমই জোকা থেকে তারা তলা যাওয়াও অনেক সহজ হয়ে গিয়েছে ৷ যাত্রী সুবিধার্থে 1 মে থেকে বাড়ল পার্পেল লাইনের মেট্রো পরিষেবা ৷

কলকাতা মেট্রোরেল কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যে ডিসেম্বর থেকে পার্পেল লাইনে মেট্রো পরিষেবা চালু হওয়ার পর থেকেই মানুষজন একাধিকবার পরিষেবার সংখ্যা অর্থাৎ মেট্রোর সংখ্যা বৃদ্ধির অনুরোধ করেছিল । সাধারণ মানুষের অনুরোধের ভিত্তিতেই মেট্রোরেলের জেনারেল ম্যানেজার পি কুমার রেড্ডি বিষয়টি খতিয়ে দেখেন । এই বিষয়ে তিনি একটি পূর্ণাঙ্গ সার্ভে করেন । এর পরে বুধবার মেট্রোরেলের তরফে পার্পেল লাইনে পরিষেবা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে ।

পার্পেল লাইনে পরিষেবা দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সারাদিনে 12টি মেট্রোর পরিবর্তে চলবে 24টি মেট্রোর । 12টি আপ ও 12টি ডাউন লাইনে মেট্রো চলবে । এই ক্ষেত্রেও 'ওয়ান ট্রেন ওনলি সিস্টেম' মানা হবে । আগামী সোমবার থেকে জোকা- তারাতলা অংশে 60 মিনিটের পরিবর্তে 40 মিনিটের ব্যবধানে চলবে মেট্রো ৷ তবে এই পরিষেবা মিলবে সপ্তাহের 5দিন অর্থাৎ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ৷

জোকার থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল 08.55 মিনিটে । পাশাপাশি জোকা থেকে দিনের শেষ মেট্রো পাওয়া যাবে বিকেল 4.20 মিনিটে । তবে বেলা 12টা থেকে 3টে পর্যন্ত জোকা থেকে তারাতলার আপ লাইনে পরিষেবা পরপর থাকবে ৷ ঠিক একইভাবে তারাতলা থেকে দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 9.20 মিনিটে । পাশাপাশি তারাতলা থেকে দিনের শেষ মেট্রো পাওয়া যাবে বিকেল 4.40 মিনিটে । তারাতলা থেকে ডাউন লাইনে বেলা 12.30 মিনিট থেকে বেলা 3.30 মিনিট পর্যন্ত পরপর পরিষেবা পাওয়া যাবে ।

আরও পড়ুন : হাবীর জয়ন্তীতে সরকারি ছুটি, গ্রিন লাইনেও কমছে মেট্রোর সংখ্যা

তবে পার্পেল লাইন অর্থাৎ জোকা থেকে তারাতলা পর্যন্ত শনিবার এবং রবিবার কোনও পরিষেবা দেওয়া হবে না । এমনটাই জানিয়েছেন কলকাতা মেট্রো মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.