ETV Bharat / state

WBJEE Merit List 2023: জয়েন্ট এন্ট্রান্সের প্রথম দশে কলকাতার দুই ছাত্র - জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল

আজ, শুক্রবার 2023 সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হল ৷ মেধাতালিকায় রয়েছেন 10জন ৷ তাঁদের মধ্যে প্রথম দু’জনই কলকাতার ৷

WBJEE Merit List 2023
WBJEE Merit List 2023
author img

By

Published : May 26, 2023, 3:35 PM IST

Updated : May 26, 2023, 3:48 PM IST

কলকাতা, 26 মে: চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হল আজ শুক্রবার ৷ সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সভাপতি মলয়েন্দু সাহা জানান, এবার 99.4 শতাংশ পড়ুয়া পাস করেছেন ৷ তিনি মেধাতালিকায় প্রকাশ করেন এ দিন ৷

সেই মেধাতালিকা অনুযায়ী, এবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম হয়েছেন মহম্মদ সাহিল আখতার ৷ কলকাতার বোসপুকুরের বাসিন্দা সাহিল ডিপিএসের ছাত্র ৷

দ্বিতীয় হয়েছেন সোহম দাস ৷ তিনিও সাহিলের মতো ডিপিএসের পড়তেন ৷ তাঁর বাঁড়ি কলকাতার লেকগার্ডেন্স এলাকায় ৷

মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকায় কলকাতার কেউ ছিল না ৷ উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় ছিল কলকাতার তিনজন ৷ জয়েন্ট এন্ট্রান্সের মেধাতালিকায় অবশ্য প্রথম দু’জনই কলকাতার ৷

তৃতীয় স্থানে রয়েছেন সারা মুখোপাধ্যায় ৷ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বাসিন্দা সারা বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের ছাত্রী ৷ চতুর্থ স্থানে রয়েছেন সৌহার্দ্য দণ্ডপাট ৷ তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরে ৷ তিনি মেদিনীপুর কলেজিয়েট স্কুলের পড়ুয়া ৷

জয়েন্ট এন্ট্রান্সের এবারের মেধাতালিকায় পঞ্চম স্থানে রয়েছেন অয়ন গোস্বামী ৷ শিল্পাঞ্চল দুর্গাপুরের সেপকো টাউনশিপের বাসিন্দা অয়ন স্থানীয় হেমশীলা মডেল স্কুলের ছাত্র ৷ মেধাতালিকায় ছ’নম্বর স্থানে নাম রয়েছে অরিত্র অম্বুধ দত্তর ৷ তিনি নিউ ব্যারাকপুরের বাসিন্দা ৷ অরিত্র পড়তেন সোদপুরের নারায়ণ স্কুলে ৷

কিন্তন সাহা মেধাতালিকার সপ্তম স্থানে রয়েছেন ৷ তিনি রাজস্থানের বাসিন্দা ৷ পড়তেন ওই রাজ্যেরই কোটার মা ভারতী সিনিয়র সেকেন্ডারি স্কুলে ৷ বাঁকুড়ার বাসিন্দা সাগ্নিক নন্দী অষ্টম হয়েছেন ৷ তিনি বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র ৷

নবম স্থানে রয়েছেন রক্তিম কুণ্ডু ৷ তাঁর ঠিকানা রয়েছে কোটা রাজস্থানের ৷ তিনি কোটার দিশা দিলফি পাবলিক স্কুলের ছাত্র ৷ দশম স্থানে রয়েছেন শ্রীরাজ চন্দ্র ৷ তিনি পূর্ব বর্ধমানের কাটোয়ার কলেজ পাড়ার বাসিন্দা ৷ সেখানকারই হোলি অ্যাঞ্জেলস স্কুলে তিনি পড়তেন ৷

আরও পড়ুন: এবার জয়েন্টে পাশের হার 99.4%, সফল রূপান্তরকামী পড়ুয়া

কলকাতা, 26 মে: চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হল আজ শুক্রবার ৷ সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সভাপতি মলয়েন্দু সাহা জানান, এবার 99.4 শতাংশ পড়ুয়া পাস করেছেন ৷ তিনি মেধাতালিকায় প্রকাশ করেন এ দিন ৷

সেই মেধাতালিকা অনুযায়ী, এবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম হয়েছেন মহম্মদ সাহিল আখতার ৷ কলকাতার বোসপুকুরের বাসিন্দা সাহিল ডিপিএসের ছাত্র ৷

দ্বিতীয় হয়েছেন সোহম দাস ৷ তিনিও সাহিলের মতো ডিপিএসের পড়তেন ৷ তাঁর বাঁড়ি কলকাতার লেকগার্ডেন্স এলাকায় ৷

মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকায় কলকাতার কেউ ছিল না ৷ উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় ছিল কলকাতার তিনজন ৷ জয়েন্ট এন্ট্রান্সের মেধাতালিকায় অবশ্য প্রথম দু’জনই কলকাতার ৷

তৃতীয় স্থানে রয়েছেন সারা মুখোপাধ্যায় ৷ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বাসিন্দা সারা বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের ছাত্রী ৷ চতুর্থ স্থানে রয়েছেন সৌহার্দ্য দণ্ডপাট ৷ তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরে ৷ তিনি মেদিনীপুর কলেজিয়েট স্কুলের পড়ুয়া ৷

জয়েন্ট এন্ট্রান্সের এবারের মেধাতালিকায় পঞ্চম স্থানে রয়েছেন অয়ন গোস্বামী ৷ শিল্পাঞ্চল দুর্গাপুরের সেপকো টাউনশিপের বাসিন্দা অয়ন স্থানীয় হেমশীলা মডেল স্কুলের ছাত্র ৷ মেধাতালিকায় ছ’নম্বর স্থানে নাম রয়েছে অরিত্র অম্বুধ দত্তর ৷ তিনি নিউ ব্যারাকপুরের বাসিন্দা ৷ অরিত্র পড়তেন সোদপুরের নারায়ণ স্কুলে ৷

কিন্তন সাহা মেধাতালিকার সপ্তম স্থানে রয়েছেন ৷ তিনি রাজস্থানের বাসিন্দা ৷ পড়তেন ওই রাজ্যেরই কোটার মা ভারতী সিনিয়র সেকেন্ডারি স্কুলে ৷ বাঁকুড়ার বাসিন্দা সাগ্নিক নন্দী অষ্টম হয়েছেন ৷ তিনি বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র ৷

নবম স্থানে রয়েছেন রক্তিম কুণ্ডু ৷ তাঁর ঠিকানা রয়েছে কোটা রাজস্থানের ৷ তিনি কোটার দিশা দিলফি পাবলিক স্কুলের ছাত্র ৷ দশম স্থানে রয়েছেন শ্রীরাজ চন্দ্র ৷ তিনি পূর্ব বর্ধমানের কাটোয়ার কলেজ পাড়ার বাসিন্দা ৷ সেখানকারই হোলি অ্যাঞ্জেলস স্কুলে তিনি পড়তেন ৷

আরও পড়ুন: এবার জয়েন্টে পাশের হার 99.4%, সফল রূপান্তরকামী পড়ুয়া

Last Updated : May 26, 2023, 3:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.