ETV Bharat / state

Menaka Gambhir: মেনকা গম্ভীরের বিদেশ যাত্রা সংক্রান্ত রিট পিটিশন গ্রহণ করল কলকাতা হাইকোর্ট - মেনকা গম্ভীরের বিদেশ যাত্রা সংক্রান্ত রিট পিটিশন

মাকে দেখতে যেতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর (Menaka Gambhir Files Writ Petition in Calcutta HC) ৷ সেই আবেদন মঞ্জুর করল বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ ৷

Menaka Gambhir Files Writ Petition Calcutta High Court for Permission to Visit her Mother
Menaka Gambhir Files Writ Petition Calcutta High Court for Permission to Visit her Mother
author img

By

Published : Oct 31, 2022, 12:00 PM IST

Updated : Oct 31, 2022, 12:25 PM IST

কলকাতা, 31 অক্টোবর: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকা মেনকা গম্ভীর তাঁর অসুস্থ মাকে দেখতে যেতে চান ৷ সেই নিয়ে অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে রিট পিটিশন বা আবেদন করলেন মেনকা গম্ভীর (Menaka Gambhir Files Writ Petition in Calcutta HC) ৷ সেই মামলা আদালত গ্রহণ করেছে ৷ চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ৷

প্রসঙ্গত, গত 20 অক্টোবর জরুরি ভিত্তিতে মেনকা গম্ভীর বিদেশ যাত্রার আবেদন জানিয়েছিল হাইকোর্টে ৷ সেখানে তিনি জানিয়েছিলেন, অসুস্থ মাকে দেখতে যেতে চান ৷ কিন্তু, বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় পুজোর ছুটি চলাকালীন সেই আবেদন শুনতে চাননি ৷ রেগুলার বেঞ্চে আবেদন করার নির্দেশ দিয়েছিলেন তিনি ৷ এর আগে সেপ্টেম্বর মাসে ব্যাঙ্কককে অসুস্থ মাকে দেখতে যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে অভিবাসন বিভাগের আধিকারিকরা তাঁকে আটকায় ৷ কয়লাপাচার মামলায় তাঁর বিরুদ্ধে তদন্ত করছে ইডি ৷ সেই মামলায় মেনকা গম্ভীরের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছিল ইডি ৷

কিন্তু, ইডি’র এই পদক্ষেপের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেছিলেন মেনকা গম্ভীর ৷ তাঁর অভিযোগ ছিল, ইডি কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করেছে ৷ আদালতে মেনকার আইনজীবী জানান, তাঁর মক্কেলকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ কিন্তু, তাঁর বিরুদ্ধে কোনওরকম কঠর পদক্ষেপ নেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছিল আদালত ৷ কিন্তু, তা সত্ত্বেও লুকআউট নোটিশ জারি করা হয়েছে ৷ তবে, সেই আবেদন খারিজ করে দিয়েছিলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ৷ তিনি মামলার আবেদনের প্রেক্ষিতে জানিয়েছিলেন, ইডি মেনকা গম্ভীরের বিদেশ যাত্রায় বাধা দিয়ে কোনওরকম আদালত অবমাননা করেনি ৷

আরও পড়ুন: মেনকা গম্ভীরের বিদেশ যাত্রার আবেদন গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট

এর পরেই তিনি জরুরি ভিত্তিতে অসুস্থ মাকে দেখতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন ৷ তখন সেই আবেদন খারিজ হয়ে যায় ৷ এ বার রেগুরাল বেঞ্চে বিচারপতি রাজাশেখর মান্থা তাঁর বিদেশযাত্রা সংক্রান্ত মামলার আবেদন গ্রহণ করেছে ৷ চলতি সপ্তাহেই এই মামলার শুনানি শুরু হতে পারে ৷

কলকাতা, 31 অক্টোবর: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকা মেনকা গম্ভীর তাঁর অসুস্থ মাকে দেখতে যেতে চান ৷ সেই নিয়ে অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে রিট পিটিশন বা আবেদন করলেন মেনকা গম্ভীর (Menaka Gambhir Files Writ Petition in Calcutta HC) ৷ সেই মামলা আদালত গ্রহণ করেছে ৷ চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ৷

প্রসঙ্গত, গত 20 অক্টোবর জরুরি ভিত্তিতে মেনকা গম্ভীর বিদেশ যাত্রার আবেদন জানিয়েছিল হাইকোর্টে ৷ সেখানে তিনি জানিয়েছিলেন, অসুস্থ মাকে দেখতে যেতে চান ৷ কিন্তু, বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় পুজোর ছুটি চলাকালীন সেই আবেদন শুনতে চাননি ৷ রেগুলার বেঞ্চে আবেদন করার নির্দেশ দিয়েছিলেন তিনি ৷ এর আগে সেপ্টেম্বর মাসে ব্যাঙ্কককে অসুস্থ মাকে দেখতে যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে অভিবাসন বিভাগের আধিকারিকরা তাঁকে আটকায় ৷ কয়লাপাচার মামলায় তাঁর বিরুদ্ধে তদন্ত করছে ইডি ৷ সেই মামলায় মেনকা গম্ভীরের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছিল ইডি ৷

কিন্তু, ইডি’র এই পদক্ষেপের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেছিলেন মেনকা গম্ভীর ৷ তাঁর অভিযোগ ছিল, ইডি কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করেছে ৷ আদালতে মেনকার আইনজীবী জানান, তাঁর মক্কেলকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ কিন্তু, তাঁর বিরুদ্ধে কোনওরকম কঠর পদক্ষেপ নেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছিল আদালত ৷ কিন্তু, তা সত্ত্বেও লুকআউট নোটিশ জারি করা হয়েছে ৷ তবে, সেই আবেদন খারিজ করে দিয়েছিলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ৷ তিনি মামলার আবেদনের প্রেক্ষিতে জানিয়েছিলেন, ইডি মেনকা গম্ভীরের বিদেশ যাত্রায় বাধা দিয়ে কোনওরকম আদালত অবমাননা করেনি ৷

আরও পড়ুন: মেনকা গম্ভীরের বিদেশ যাত্রার আবেদন গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট

এর পরেই তিনি জরুরি ভিত্তিতে অসুস্থ মাকে দেখতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন ৷ তখন সেই আবেদন খারিজ হয়ে যায় ৷ এ বার রেগুরাল বেঞ্চে বিচারপতি রাজাশেখর মান্থা তাঁর বিদেশযাত্রা সংক্রান্ত মামলার আবেদন গ্রহণ করেছে ৷ চলতি সপ্তাহেই এই মামলার শুনানি শুরু হতে পারে ৷

Last Updated : Oct 31, 2022, 12:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.