ETV Bharat / state

Measles Virus: ফের রাজ্যে শুরু হচ্ছে হাম ভাইরাসের ভ্যাকসিন ক্যাম্প - হাম ভাইরাস

আগামী বছরে থেকে রাজ্যে শুরু হচ্ছে মিজলস রুবেলা (হাম) ভ্যাকসিনের ক্যাম্পেন (Measles Virus Vaccination Camp)। হাম ও রুমেলা হল মূলত আরএনএ ভাইরাস ৷

Measles Virus Vaccination Camp to start from January in state
Measles Virus Vaccination Camp to start from January in state
author img

By

Published : Nov 1, 2022, 8:20 PM IST

কলকাতা, 1 নভেম্বর: করোনার জেরে দীর্ঘ দু'বছর ব্যাহত হয়েছিল সব পরিষেবাই । তাই আবার নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর । অতিমারি শিথিল হতেই তাই শিশুদের হামের টিকাকরণে জোর দিল পশ্চিমবঙ্গ সরকার ।

প্রতিটি হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগে সদস্য সংখ‌্যা বাড়ানোর জন‌্য চিঠি দিল পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ‌্য দফতর (Health Department) । সাধারণত ন'মাস বয়সেই শিশুদের হামের প্রথম টিকা নিতে হয় । দ্বিতীয় টিকা মেলে 15 মাস বয়সে । তবে করোনার জন্য সে সকল পরিষেবা ব্যাহত হয় ।

তবে আর নয়, ফের শুরু হচ্ছে হাম ভাইরাসের জন্য ভ্যাকসিনের ক্যাম্প (Measles Virus Vaccination Camp) । কেবল হাম নয়, স্বাস্থ্য দফতর মাথায় রাখছে রুবেলাও । তাই কালিম্পং এবং দার্জিলিং বাদ দিয়ে রাজ্যে আগামী 9 জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই মিজলস রুবেলা ভ‌্যাকসিনেশন (হাম) ক‌্যাম্পেন । মিজলস হল হাম এবং জার্মান হাম হল রুবেলা ৷ 9 মাস থেকে 15 বছর বয়স পর্যন্ত শিশুরা পাবে এই টিকা ।

এছাড়াও হাম, রুবেলা ঠেকাতে বাড়ানো হচ্ছে রাজ্যের প্রতিটি মেডিক‌্যাল কলেজে সদস‌্য । প্রত্যেকটি মেডিক‌্যাল কলেজে কমিউনিটি মেডিসিন বিভাগের চিকিৎসক পৌরসভার প্রতিটি বরোতে দায়িত্বে থাকবেন বলেই জানা গিয়েছে ।

আরও পড়ুন: আজ থেকে হাওড়ায় ফের শুরু দুয়ারে সরকার, যুক্ত হয়েছে দুটি নতুন পরিষেবা

স্বাস্থ্য দফতরের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছে চিকিৎসকমহল । কারণ হাম ও রুমেলা হল মূলত আরএনএ ভাইরাস । ফলে এটি রোধ করতে টিকাকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ । এছাড়াও রুবেলা আক্রান্ত যদি গর্ভবতী মহিলা হয়, তবে তা আরও ভয়ঙ্কর হতে পারে । তাই এই টিকাকরণ শুরু হওয়ার খবরে স্বস্তির ছবি দেখছেন চিকিৎসকেরা ।

কলকাতা, 1 নভেম্বর: করোনার জেরে দীর্ঘ দু'বছর ব্যাহত হয়েছিল সব পরিষেবাই । তাই আবার নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর । অতিমারি শিথিল হতেই তাই শিশুদের হামের টিকাকরণে জোর দিল পশ্চিমবঙ্গ সরকার ।

প্রতিটি হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগে সদস্য সংখ‌্যা বাড়ানোর জন‌্য চিঠি দিল পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ‌্য দফতর (Health Department) । সাধারণত ন'মাস বয়সেই শিশুদের হামের প্রথম টিকা নিতে হয় । দ্বিতীয় টিকা মেলে 15 মাস বয়সে । তবে করোনার জন্য সে সকল পরিষেবা ব্যাহত হয় ।

তবে আর নয়, ফের শুরু হচ্ছে হাম ভাইরাসের জন্য ভ্যাকসিনের ক্যাম্প (Measles Virus Vaccination Camp) । কেবল হাম নয়, স্বাস্থ্য দফতর মাথায় রাখছে রুবেলাও । তাই কালিম্পং এবং দার্জিলিং বাদ দিয়ে রাজ্যে আগামী 9 জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই মিজলস রুবেলা ভ‌্যাকসিনেশন (হাম) ক‌্যাম্পেন । মিজলস হল হাম এবং জার্মান হাম হল রুবেলা ৷ 9 মাস থেকে 15 বছর বয়স পর্যন্ত শিশুরা পাবে এই টিকা ।

এছাড়াও হাম, রুবেলা ঠেকাতে বাড়ানো হচ্ছে রাজ্যের প্রতিটি মেডিক‌্যাল কলেজে সদস‌্য । প্রত্যেকটি মেডিক‌্যাল কলেজে কমিউনিটি মেডিসিন বিভাগের চিকিৎসক পৌরসভার প্রতিটি বরোতে দায়িত্বে থাকবেন বলেই জানা গিয়েছে ।

আরও পড়ুন: আজ থেকে হাওড়ায় ফের শুরু দুয়ারে সরকার, যুক্ত হয়েছে দুটি নতুন পরিষেবা

স্বাস্থ্য দফতরের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছে চিকিৎসকমহল । কারণ হাম ও রুমেলা হল মূলত আরএনএ ভাইরাস । ফলে এটি রোধ করতে টিকাকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ । এছাড়াও রুবেলা আক্রান্ত যদি গর্ভবতী মহিলা হয়, তবে তা আরও ভয়ঙ্কর হতে পারে । তাই এই টিকাকরণ শুরু হওয়ার খবরে স্বস্তির ছবি দেখছেন চিকিৎসকেরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.