কলকাতা, 24 অক্টোবর: দুর্গাপুজোর মতো কালীপুজোও রাস্তায় কাটল চাকরিপ্রার্থীদের । আর আলোর রোশনাই ছেড়ে মায়ের সঙ্গে ধরনা মঞ্চে হাজির কচিকাঁচারাও (TET Agitation) । এদিন ধরনা মঞ্চে এক চাকরিপ্রার্থীকে কালী সাজিয়ে বন্দনা করে আন্দোলনকারীরা (job seekers worship goddess Kali at sit in protest) ৷ সোমবার ধর্মতলা চত্ত্বরের প্রত্যেকটি ধরনা মঞ্চে যান সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim)। আন্দোলনকারীদের সর্বক্ষণ পাশে থাকার বার্তা দেন তিনি ।
পরে সংবাদমাধ্যমকে মহম্মদ সেলিম বলেন, "প্রত্যেকটি ধরনা মঞ্চের যোগ্য চাকরিপ্রার্থীদের দ্রুত নিয়োগ করতে হবে । যারা সাদা খাতা জমা দিয়ে টাকা বিনিময়ে চাকরি পেয়েছে, তাদের চাকরি বাতিল করতে হবে । যারা টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে ।"
এই ধরনা মঞ্চের বহু সদস্য সল্টলেক গিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন । পরে গভীর রাতে পুলিশ জোরপূর্বক তাদের উঠিয়ে দেয় । সে প্রসঙ্গ টেনে সেলিমের অভিযোগ, "সেদিন রাতে মহিলা চাকরিপ্রার্থীদের সঙ্গে নক্কারজনক ব্যবহার করেছে পুলিশ । পুরুষ পুলিশ মেয়েদের গায়ে হাত দিয়েছে । যা কখনোই আইনসম্মত নয় । শিক্ষক নিয়োগের মতো কলকাতা পুলিশেও নিয়োগ দুর্নীতি হয়েছে । সেই তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে । আমরা যাচাই করব ।"
আরও পড়ুন: ধরনার বিরোধিতায় এবার হাইকোর্টের দ্বারস্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ
সল্টলেকের ঘটনায় নাগরিক সমাজের গর্জে ওঠা এবং বামপন্থী ছাত্র যুব সংগঠনের বিক্ষোভ মিছিলের প্রসঙ্গ তুলে সেলিমের আরও দাবি, "প্রথম থেকেই আন্দোলনকারীদের পাশে ছিল বামপন্থীরা । সল্টলেকের ঘটনায় সেখানে আমাদের ছেলেমেয়েরা প্রথম থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে । তাদেরও গ্রেফতার করা হয় ।"