ETV Bharat / state

Md Salim: 2018 সালের পুনরাবৃত্তি হবে না 2023 এর পঞ্চায়েতে, তৃণমূলকে হুঁশিয়ারি সেলিমের - পঞ্চায়েত নির্বাচন 2022

2018 সালে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের সময় যে হিংসার ঘটনা ঘটেছিল তার পুনরাবৃত্তি এবার আর হবে না ৷ সম্প্রতি দলীয় এক সভা থেকে এই ভাষাতেই তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim)৷

ETV Bharat
সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম
author img

By

Published : Jan 5, 2023, 9:48 PM IST

সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

কলকাতা, 5 জানুয়ারি: পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজ্যের রাজনৈতিক দলগুলি কোমর বেঁধে ময়দানে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছে ৷ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস 'দিদির সুরক্ষা কবচ' শীর্ষক কর্মসূচি নিয়ে মানুষের দরজায় পৌঁছনোর পরিকল্পনা নিয়েছে । বিজেপিও কীভাবে রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে (Panchayat Election 2023) প্রার্থী দেওয়া যায় ও বুথ কমিটি তৈরি করা যায় সেই পরিকল্পনা করছে ৷ বামেরাও পিছিয়ে নেই ৷ পরিকল্পনা তৈরি করছে তারাও ৷ সম্প্রতি এই প্রসঙ্গ উঠে এসেছে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের মুখে (Md Salim speaks on Panchayat Election) ৷

বামফ্রন্ট আমলে রাজ্যে তৈরি হয়েছিল ত্রি-স্তর পঞ্চায়েত ৷ তাই পঞ্চায়েত ব্যবস্থার 'হাল' ফেরাতে মরিয়া আলিমুদ্দিন স্ট্রিটের মুজফফর আহমেদ ভবন । সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim) ইতিমধ্যেই দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন,"যে উদ্দেশ্য নিয়ে রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা চালু করা হয়েছিল তা সফল করতে হবে ।" প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রবাদ," যা আমরা করতে পারি সেটাই মুখে বলবো, বাড়িয়ে কিছু বলবো না"। সেই কথাকে স্মরণ করিয়ে তৃণমূল-বিজেপিকে আক্রমণ করে সম্প্রতি এক সভায় সেলিম বলেছেন, "তৃণমূলের কুণাল এবং বিজেপি'র শুভেন্দু নিজেদের মধ্যে ডেটিং করতে পারে । প্রতিদিন নানান রকম ডেট না দিয়ে । তাঁরা তো প্রায়ই এক একটা তারিখ দিচ্ছেন এই হবে, সেই হবে করে কিছুই তো হচ্ছে না । তাঁদের মতো এই ডেট দেওয়া বা এমন কথা বললে হবে না, যা আমরা করতে পারবো না, বলবো । আমাদের প্রতি মানুষের যে বিশ্বাস ভরসা জন্মেছে তাকে অটুট রাখতে বাস্তব রূপ দিতে হবে । নানান রকম কর্মসূচির মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে আন্দোলন সংগঠিত করতে হবে । মনে রাখতে হবে রাজ্যে পঞ্চায়েত আমরা মানে বামফ্রন্টই চালু করেছিল । তা কিন্তু এই দুয়ারে সরকারের মতো নয় । রাজ্যের একদম প্রত্যন্ত অংশের শেষ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যই পঞ্চায়েত ব্যবস্থা চালু করা হয়েছিল । যা আজ কোনভাবেই হচ্ছে না । "

আরও পড়ুন: কংগ্রেস ও বামপন্থীরা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, ত্রিপুরায় দাবি অমিত শাহের

মহম্মদ সেলিম আরও বলেন,"ইতিহাসের পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না । 2018 পঞ্চায়েত ইলেকশনের সময় যেভাবে টেনে হিঁচড়ে বাম নেতা-কর্মী, প্রার্থীদের মারধর করা হয়েছিল, নমিনেশন জমা দিতে দেওয়া হয়নি সেই ঘটনার পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না । 2018 এবং 2023 এর মধ্যে বিশাল ফারাক আছে । সময় বদলেছে । ওরা (তৃণমূল) সেটা বুঝতে পারছে না । তাই 2018 এর ঘটনাকে 2023 এ আর হতে দেওয়া যাবে না ৷ সব মানুষের কাছে পৌঁছাতে হবে । সুষ্ঠু পঞ্চায়েত গড়তে হবে ।"

সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

কলকাতা, 5 জানুয়ারি: পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজ্যের রাজনৈতিক দলগুলি কোমর বেঁধে ময়দানে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছে ৷ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস 'দিদির সুরক্ষা কবচ' শীর্ষক কর্মসূচি নিয়ে মানুষের দরজায় পৌঁছনোর পরিকল্পনা নিয়েছে । বিজেপিও কীভাবে রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে (Panchayat Election 2023) প্রার্থী দেওয়া যায় ও বুথ কমিটি তৈরি করা যায় সেই পরিকল্পনা করছে ৷ বামেরাও পিছিয়ে নেই ৷ পরিকল্পনা তৈরি করছে তারাও ৷ সম্প্রতি এই প্রসঙ্গ উঠে এসেছে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের মুখে (Md Salim speaks on Panchayat Election) ৷

বামফ্রন্ট আমলে রাজ্যে তৈরি হয়েছিল ত্রি-স্তর পঞ্চায়েত ৷ তাই পঞ্চায়েত ব্যবস্থার 'হাল' ফেরাতে মরিয়া আলিমুদ্দিন স্ট্রিটের মুজফফর আহমেদ ভবন । সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim) ইতিমধ্যেই দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন,"যে উদ্দেশ্য নিয়ে রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা চালু করা হয়েছিল তা সফল করতে হবে ।" প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রবাদ," যা আমরা করতে পারি সেটাই মুখে বলবো, বাড়িয়ে কিছু বলবো না"। সেই কথাকে স্মরণ করিয়ে তৃণমূল-বিজেপিকে আক্রমণ করে সম্প্রতি এক সভায় সেলিম বলেছেন, "তৃণমূলের কুণাল এবং বিজেপি'র শুভেন্দু নিজেদের মধ্যে ডেটিং করতে পারে । প্রতিদিন নানান রকম ডেট না দিয়ে । তাঁরা তো প্রায়ই এক একটা তারিখ দিচ্ছেন এই হবে, সেই হবে করে কিছুই তো হচ্ছে না । তাঁদের মতো এই ডেট দেওয়া বা এমন কথা বললে হবে না, যা আমরা করতে পারবো না, বলবো । আমাদের প্রতি মানুষের যে বিশ্বাস ভরসা জন্মেছে তাকে অটুট রাখতে বাস্তব রূপ দিতে হবে । নানান রকম কর্মসূচির মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে আন্দোলন সংগঠিত করতে হবে । মনে রাখতে হবে রাজ্যে পঞ্চায়েত আমরা মানে বামফ্রন্টই চালু করেছিল । তা কিন্তু এই দুয়ারে সরকারের মতো নয় । রাজ্যের একদম প্রত্যন্ত অংশের শেষ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যই পঞ্চায়েত ব্যবস্থা চালু করা হয়েছিল । যা আজ কোনভাবেই হচ্ছে না । "

আরও পড়ুন: কংগ্রেস ও বামপন্থীরা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, ত্রিপুরায় দাবি অমিত শাহের

মহম্মদ সেলিম আরও বলেন,"ইতিহাসের পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না । 2018 পঞ্চায়েত ইলেকশনের সময় যেভাবে টেনে হিঁচড়ে বাম নেতা-কর্মী, প্রার্থীদের মারধর করা হয়েছিল, নমিনেশন জমা দিতে দেওয়া হয়নি সেই ঘটনার পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না । 2018 এবং 2023 এর মধ্যে বিশাল ফারাক আছে । সময় বদলেছে । ওরা (তৃণমূল) সেটা বুঝতে পারছে না । তাই 2018 এর ঘটনাকে 2023 এ আর হতে দেওয়া যাবে না ৷ সব মানুষের কাছে পৌঁছাতে হবে । সুষ্ঠু পঞ্চায়েত গড়তে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.