ETV Bharat / state

'গুজরাতে কী হয়েছিল', শাহকে নিশানা করে 'বামেরা সন্ত্রাসবাদী'র জবাব সেলিমের - md salim slams amit shah

Md Salim Slams Amit Shah: সভায় বামেদের সন্ত্রাসবাদী বলায় অমিত শাহকে কটাক্ষ করলেন মহম্মদ সেলিম ৷ তাঁর কথায়, বামেরা যদি সন্ত্রাসবাদী হয় তাহলে গুজরাতে কী হয়েছে তাও সবার জানা ৷

Etv Bharat
গুজরাত দাঙ্গার প্রসঙ্গ টেনে শাহকে নিশানা সেলিমের
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2023, 9:53 AM IST

Updated : Nov 30, 2023, 10:20 AM IST

শাহকে নিশানা করে জবাব সেলিমের

কলকাতা, 30 নভেম্বর: ভিক্টোরিয়া হাউজের সামনে আয়োজিত প্রতিবাদ সভা থেকে তৃণমূলকে আক্রমণ করার পাশাপাশি বামেদেরও আক্রমণ করেছেন অমিত শাহ । যা নিয়ে বুধবারই গুজরাত দাঙ্গার প্রসঙ্গ টেনে শাহকে নিশানা করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । এদিন আলিমুদ্দিন স্ট্রিটে বসে তিনি বলেন, "আজকে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী এলেন । বামেদেরকে সন্ত্রাসবাদী বললেন, গুজরাতে কী হয়েছে সেটা সবাই জানেন । উনি মণিপুরে কেন যাচ্ছেন না ? গত 6 মাস ধরে মণিপুর শান্ত করতে পারলেন না । এখান থেকে মোদিকে প্রধানমন্ত্রী করতে হবে, এই সাহসটা কোথা থেকে এল । দু'জনের স্ক্রিপ্টটা একজন লিখে দিচ্ছে । এক ভাষায় 2 জন কথা বলছেন ।"

যে কারণে বিজেপি প্রতিবাদ সভা করছে সেই বিষয় প্রসঙ্গে সেলিম তৃণমূল-বিজেপি উভয়কেই আক্রমণ করেছেন । তাঁর বক্তব্য, "ওনারা টাকা আটকে দিচ্ছে কিন্তু কোনও ব্যবস্থা নিচ্ছে না । সমস্ত প্রকল্পের টাকা নয় ছয় করা হয়েছে যখন তাহলে কেন কেন্দ্র ব্যবস্থা নিচ্ছে না ? তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কোনও ব্যবস্থা নেবে না । ওনারা বলছেন আমাদের চারজনকে ধরলে ওনাদের আটজনকে ধরবে । তাহলে কি চোর 12 জন ?"

সেলিমের আরও অভিযোগ, "এমন একজন স্বরাষ্ট্রমন্ত্রী যার সময়ে কেন জনগণনা হল না সেটার কোনও বক্তব্য এখনও তিনি দেননি । অনুপ্রবেশ নিয়ে উনি 8 বছর মুখ খোলেননি । হঠাৎ করে এখন বলছেন কেন ? অনুপ্রবেশ উনি আটকাতে পারছেন না কেন ।"

বিধানসভায় তৃণমূলের ধরনাকে সমালোচনা করে সেলিম বলেন, "বিধানসভার মধ্যে ধরনা চলছে । সরকারের কাজ তো কাজটাই করা, ধরনা দেওয়া নয় । বাকিরা ধরনা দিতে গেলে তো দেখি কত কী হয় ।"

আরও পড়ুন :

1 বিধানসভার অন্দরে বেনজির পরিস্থিতি, তৃণমূল-বিজেপি মুখোমুখি বিক্ষোভে উত্তেজনা

2 রাম মন্দির তৈরিতে বাধা হয়েছিল মমতা-কংগ্রেস, অভিযোগ অমিত শাহের

3 সুকান্তর পদবি বলতে গিয়ে হোঁচট খেলেন শাহ, মাত্র 23 মিনিটেই শেষ অমিত-ভাষণ

শাহকে নিশানা করে জবাব সেলিমের

কলকাতা, 30 নভেম্বর: ভিক্টোরিয়া হাউজের সামনে আয়োজিত প্রতিবাদ সভা থেকে তৃণমূলকে আক্রমণ করার পাশাপাশি বামেদেরও আক্রমণ করেছেন অমিত শাহ । যা নিয়ে বুধবারই গুজরাত দাঙ্গার প্রসঙ্গ টেনে শাহকে নিশানা করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । এদিন আলিমুদ্দিন স্ট্রিটে বসে তিনি বলেন, "আজকে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী এলেন । বামেদেরকে সন্ত্রাসবাদী বললেন, গুজরাতে কী হয়েছে সেটা সবাই জানেন । উনি মণিপুরে কেন যাচ্ছেন না ? গত 6 মাস ধরে মণিপুর শান্ত করতে পারলেন না । এখান থেকে মোদিকে প্রধানমন্ত্রী করতে হবে, এই সাহসটা কোথা থেকে এল । দু'জনের স্ক্রিপ্টটা একজন লিখে দিচ্ছে । এক ভাষায় 2 জন কথা বলছেন ।"

যে কারণে বিজেপি প্রতিবাদ সভা করছে সেই বিষয় প্রসঙ্গে সেলিম তৃণমূল-বিজেপি উভয়কেই আক্রমণ করেছেন । তাঁর বক্তব্য, "ওনারা টাকা আটকে দিচ্ছে কিন্তু কোনও ব্যবস্থা নিচ্ছে না । সমস্ত প্রকল্পের টাকা নয় ছয় করা হয়েছে যখন তাহলে কেন কেন্দ্র ব্যবস্থা নিচ্ছে না ? তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কোনও ব্যবস্থা নেবে না । ওনারা বলছেন আমাদের চারজনকে ধরলে ওনাদের আটজনকে ধরবে । তাহলে কি চোর 12 জন ?"

সেলিমের আরও অভিযোগ, "এমন একজন স্বরাষ্ট্রমন্ত্রী যার সময়ে কেন জনগণনা হল না সেটার কোনও বক্তব্য এখনও তিনি দেননি । অনুপ্রবেশ নিয়ে উনি 8 বছর মুখ খোলেননি । হঠাৎ করে এখন বলছেন কেন ? অনুপ্রবেশ উনি আটকাতে পারছেন না কেন ।"

বিধানসভায় তৃণমূলের ধরনাকে সমালোচনা করে সেলিম বলেন, "বিধানসভার মধ্যে ধরনা চলছে । সরকারের কাজ তো কাজটাই করা, ধরনা দেওয়া নয় । বাকিরা ধরনা দিতে গেলে তো দেখি কত কী হয় ।"

আরও পড়ুন :

1 বিধানসভার অন্দরে বেনজির পরিস্থিতি, তৃণমূল-বিজেপি মুখোমুখি বিক্ষোভে উত্তেজনা

2 রাম মন্দির তৈরিতে বাধা হয়েছিল মমতা-কংগ্রেস, অভিযোগ অমিত শাহের

3 সুকান্তর পদবি বলতে গিয়ে হোঁচট খেলেন শাহ, মাত্র 23 মিনিটেই শেষ অমিত-ভাষণ

Last Updated : Nov 30, 2023, 10:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.