কলকাতা, 22 নভেম্বর: রাজ্য সরকারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে 'হিজিবিজি' সম্মেলন বলে কটাক্ষ করলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ বুধবার তিনি বলেন, "বাম সরকারের সময় গভীর সমুদ্র বন্দর করতে চেয়েছিলাম । বারো বছরে একচুলও তার কাজ হয়নি । তৈরি করা গাড়ি কারখানা মোদিকে উপহার দেওয়া হয়েছে । বাংলাকে বাঁচাতে সমস্যা মেটাতে হবে ।"
সেলিমের আরও অভিযোগ,"আদানিকে সব বন্দর হাতে তুলে দিয়েছে বিজেপি এবং তৃণমূল সরকার । আদানির এক হাত মোদির হাতে এবং দ্বিতীয় হাত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আর আদানির পা জমিতে প্রায় ঢুকে যাচ্ছে । এরাজ্যে কোনও নিয়োগ হচ্ছে না সবাই অন্য রাজ্যে শ্রমিকের কাজে চলে যাচ্ছে, গ্রামের পর গ্রাম ফাঁকা হয়ে যাচ্ছে এবং ভিন্ন রাজ্য গিয়ে কফিনে করে ফেরত আসছে আমাদের বাংলার ছেলেরা ।"
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন প্রসঙ্গে মহম্মদ সেলিম এদিন আরও জানান, সরকারকে পারফরম্যান্স রিপোর্ট দিতে হয় । শ্বেতপত্র প্রকাশ করতে হয় ৷ কিন্তু সেইসব হচ্ছে না ৷ শিক্ষিত বেকাররা বসে আছে ৷ পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে এদিন সেলিমের মন্তব্য,"মোহন ভাগবতকে ম্যানেজ করে ভাইপোকে বাঁচানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।" তাঁর কটাক্ষ, বগটুইয়ের মতো তৃণমূল তৃণমূলের শত্রু । জ্যেতিপ্রিয়কে সামনে রেখে পিসি-ভাইপো ব্যবসা করছে । হবু শিক্ষকদের নিয়োগ হচ্ছে না । স্কুল কলেজ খাঁ খাঁ করছে । হাসপাতালে গেলে রেফার করা হয় ।
24 ডিসেম্বর ব্রিগেডে গীতাপাঠ কর্মসূচি প্রসঙ্গে সেলিম বলেন,"পাড়ায় পাড়ায় প্র্যাকটিস করানো হচ্ছে । চরম হিন্দুত্ববাদী শক্তি ঘাঁটি গাড়বে । মমতা কি এর বিরুদ্ধে ?" তিনি আরও জানান, 7 জানুয়ারি ব্রিগেডে বামেদের সভা নাকি করা যাবে না । অনুমতি দেওয়া হচ্ছে না । নবান্নের ইশারায় বাধা দেওয়া হচ্ছে । ভিক্টোরিয়া হাউসের সামনে হোক বা ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে, বামেদের সভা হবে ৷
আরও পড়ুন: