ETV Bharat / state

Md Salim Criticises State Government : জল্লাদ বলে রাজ্য সরকারকে কটাক্ষ মহম্মদ সেলিমের

এই জল্লাদ রাজের অবসান চাই । মানুষ অতিষ্ঠ, বললেন সিপিএমের নয়া রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । রাজ্য় সরকারকে এদিন কটাক্ষ করে তিনি একথা বলেন (Md Salim Criticises State Government) ৷

Md Salim criticise Mamata govt
Md Salim
author img

By

Published : Mar 19, 2022, 5:21 PM IST

কলকাতা, 19 মার্চ : রাজ্য়ের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্য় সরকারকে নিশানা করলেন সিপিএমের নতুন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim Criticises State Government) ৷ জল্লাদ বলে তিনি রাজ্য় সরকারকে এদিন কটাক্ষ করে বলেন, "এই জল্লাদ রাজের অবসান চাই । মানুষ অতিষ্ঠ।’’

দোলের দিন সন্ধ্যায় রিজেন্ট পার্কে গুলি, শনিবার তিলজলায় গুলি ও ধারাল অস্ত্র চালানোর ঘটনা উল্লেখ করে রাজ্য সরকারের সমালোচনা করেন তিনি ৷ পাশাপাশি রাজ্য়ে দুর্নীতি চলছে বলেও অভিযোগ করেন মহম্মদ সেলিম ৷

আরও পড়ুন : Miscreants Attacks RPF : বসিরহাট স্টেশনে আরপিএফকে মারধর, চলল গুলি

এসএসসি টেট কেলেঙ্কারি এখনও চলছে, যা মহম্মদ সেলিমের মতে মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারির মত ভয়াবহ । যেখানে সাক্ষী লোপাটে খুন পর্যন্ত হয়েছে । সেই ছবির পুনরাবৃত্তি এই রাজ্যে দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি । দুর্নীতির প্রশ্নে কেউ শাস্তি পাচ্ছেন না বলে তাঁর মত ।

সিপিএমের নয়া রাজ্য সম্পাদক বলেন, "আরএসএস মধ্যপ্রদেশে যা করেছে, এখানে তাই হচ্ছে। ওখানে অভিযোগকারী সাক্ষী ব্যাপম কেলেঙ্কারিতে খুন হয়েছেন । এখানেও সেই অবস্থা । শুধু দলবদল । আজ যে এই ঘরে কাল সে ওই ঘরে । সম্পত্তি হস্তান্তর হচ্ছে । আমাদের হলদিয়া বন্দর হস্তান্তর হচ্ছে । মন্ত্রী-নেতা সবাই মালিকানাধীন । শুধু হস্তান্তর হচ্ছে ।"

তাঁর দাবি, বামপন্থীরা,সিপিএম আন্দোলনে আছে । জাস্টিস ফর আনিশ একটা উদাহরণ । আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হচ্ছে, লাঠি খাচ্ছে, হাত-পা ভাঙছে, কিন্তু মনোবল বাড়ছে । এই অরাজকতা চলতে পারে না । সত্যকে ধামাচাপা দেওয়া হচ্ছে । দেশজুড়ে অঘোষিত জরুরি অবস্থা চলছে । ‘‘যারা রাজ্যের মানুষের ঘুম কেড়েছে, তাদের আমরা নিশ্চিন্তে ঘুমোতে দেব না," কড়া হুশিয়ারি মহম্মদ সেলিমের (Md Salim) ।"

তিনি আরও বলেন, "যে রাজ্যকে আমরা দশকের পর দশক ধরে গড়ে তুলেছি তা ছিন্নভিন্ন করতে দেব না ।"

আরও পড়ুন : Father-Son Attacked by Goons : অসামাজিক কাজের প্রতিবাদ করায় তিলজলায় আক্রান্ত বাবা-ছেলে, চলল গুলি

উল্লেখ্য়, শনিবার সকালে তিলজলায় গুলি, চব্বিশ ঘণ্টা আগে রিজেন্ট পার্কের গুলি নিয়ে কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের মন্তব্যকে সমালোচনা করেছেন সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ।

ফিরহাদ হাকিম বলেন, ‘‘‌যদি দুষ্কৃতী, গুলি–কার্তুজ না থাকে, তাহলে পুলিশ–আদালতও থাকবে না। একটা, দু’টো ঘটনা হতেই পারে। যদি এমন হয় কোথাও গুলি চলবে না, কোনও দুষ্কৃতী থাকবে না, তা হলে তো পুলিশই উঠে যাবে। তা হলে তো আদালতই উঠে যাবে। অন্য রাজ্যের তুলনায় অনেক ভাল আছি আমরা।’’

পাল্টা কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "তোলাবাজদের জন্য এখন পুলিশ। ফিরহাদ হাকিমের এই মন্তব্য সেই কথাই প্রমাণ করে দিল ।"

কলকাতা, 19 মার্চ : রাজ্য়ের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্য় সরকারকে নিশানা করলেন সিপিএমের নতুন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim Criticises State Government) ৷ জল্লাদ বলে তিনি রাজ্য় সরকারকে এদিন কটাক্ষ করে বলেন, "এই জল্লাদ রাজের অবসান চাই । মানুষ অতিষ্ঠ।’’

দোলের দিন সন্ধ্যায় রিজেন্ট পার্কে গুলি, শনিবার তিলজলায় গুলি ও ধারাল অস্ত্র চালানোর ঘটনা উল্লেখ করে রাজ্য সরকারের সমালোচনা করেন তিনি ৷ পাশাপাশি রাজ্য়ে দুর্নীতি চলছে বলেও অভিযোগ করেন মহম্মদ সেলিম ৷

আরও পড়ুন : Miscreants Attacks RPF : বসিরহাট স্টেশনে আরপিএফকে মারধর, চলল গুলি

এসএসসি টেট কেলেঙ্কারি এখনও চলছে, যা মহম্মদ সেলিমের মতে মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারির মত ভয়াবহ । যেখানে সাক্ষী লোপাটে খুন পর্যন্ত হয়েছে । সেই ছবির পুনরাবৃত্তি এই রাজ্যে দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি । দুর্নীতির প্রশ্নে কেউ শাস্তি পাচ্ছেন না বলে তাঁর মত ।

সিপিএমের নয়া রাজ্য সম্পাদক বলেন, "আরএসএস মধ্যপ্রদেশে যা করেছে, এখানে তাই হচ্ছে। ওখানে অভিযোগকারী সাক্ষী ব্যাপম কেলেঙ্কারিতে খুন হয়েছেন । এখানেও সেই অবস্থা । শুধু দলবদল । আজ যে এই ঘরে কাল সে ওই ঘরে । সম্পত্তি হস্তান্তর হচ্ছে । আমাদের হলদিয়া বন্দর হস্তান্তর হচ্ছে । মন্ত্রী-নেতা সবাই মালিকানাধীন । শুধু হস্তান্তর হচ্ছে ।"

তাঁর দাবি, বামপন্থীরা,সিপিএম আন্দোলনে আছে । জাস্টিস ফর আনিশ একটা উদাহরণ । আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হচ্ছে, লাঠি খাচ্ছে, হাত-পা ভাঙছে, কিন্তু মনোবল বাড়ছে । এই অরাজকতা চলতে পারে না । সত্যকে ধামাচাপা দেওয়া হচ্ছে । দেশজুড়ে অঘোষিত জরুরি অবস্থা চলছে । ‘‘যারা রাজ্যের মানুষের ঘুম কেড়েছে, তাদের আমরা নিশ্চিন্তে ঘুমোতে দেব না," কড়া হুশিয়ারি মহম্মদ সেলিমের (Md Salim) ।"

তিনি আরও বলেন, "যে রাজ্যকে আমরা দশকের পর দশক ধরে গড়ে তুলেছি তা ছিন্নভিন্ন করতে দেব না ।"

আরও পড়ুন : Father-Son Attacked by Goons : অসামাজিক কাজের প্রতিবাদ করায় তিলজলায় আক্রান্ত বাবা-ছেলে, চলল গুলি

উল্লেখ্য়, শনিবার সকালে তিলজলায় গুলি, চব্বিশ ঘণ্টা আগে রিজেন্ট পার্কের গুলি নিয়ে কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের মন্তব্যকে সমালোচনা করেছেন সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ।

ফিরহাদ হাকিম বলেন, ‘‘‌যদি দুষ্কৃতী, গুলি–কার্তুজ না থাকে, তাহলে পুলিশ–আদালতও থাকবে না। একটা, দু’টো ঘটনা হতেই পারে। যদি এমন হয় কোথাও গুলি চলবে না, কোনও দুষ্কৃতী থাকবে না, তা হলে তো পুলিশই উঠে যাবে। তা হলে তো আদালতই উঠে যাবে। অন্য রাজ্যের তুলনায় অনেক ভাল আছি আমরা।’’

পাল্টা কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "তোলাবাজদের জন্য এখন পুলিশ। ফিরহাদ হাকিমের এই মন্তব্য সেই কথাই প্রমাণ করে দিল ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.